দ পৃষ্ঠা ২৬
- Bengali Word দায় ১ English definition [দায়্] (বিশেষ্য) উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি; পৈতৃক ধন-সম্পত্তি। দায়ভাগ (বিশেষ্য) ১ পৈতৃক সম্পত্তি বিভাগ সম্পর্কিত প্রাচীন আইন গ্রন্থ। {(তৎসম বা সংস্কৃত) √দা+অ(ঘঞ্)}
- Bengali Word দায় ২ English definition [দায়্] (বিশেষ্য) ১ বিপদ; অবাঞ্ছিত অবস্থা (করিয়া অনেক ন্যায়, ঘুচাইয়া সব দায়-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ২ দায়িত্ব; দায়িত্বপূর্ণ কর্ম; বড় রকমের কাজ (কন্যাদায়)। ৩ প্রয়োজন; গরজ; কারণ (মুখে বলে হায় হায়, হাসে নবানুর দায়; কদাচিত না রহিব দেশে-সৈয়দ হামজা)। ৪ ঝুঁকি (পরের দায় ঘাড়ে নেওয়া)। ৫ অপরাধ; দোষ (চুরির দায়ে ধরা পড়া); অন্যায়। ৬ ক্ষোভ; জ্বালা; মনস্তাপ (হিন্দুরে নাপাক বলে এত বড় দায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৭ সম্বন্ধ; সংস্রব (তোমার সংহতি মম নাহি কোন দায়-কালীপ্রসন্ন সিংহ)। দায়গ্রস্ত (বিশেষণ) ১ সংকটে পতিত; বিপদ্গ্রস্ত। ২ ঋণী; কর্তব্যভারে পীড়িত। দায় পড়া (ক্রিয়া) গরজ থাকা; প্রয়োজন অনুভব করা (ওকে সাধবার জন্যে আমার ভারি দায় পড়েছে)। দায়মাল (বিশেষ্য) দাবির মাল; চোরাইমাল (দায়মাল ধরা পড়া)। দায়ে টেকা, দায়ে পড়া (ক্রিয়া) সংকটে পড়া; বিপদে পড়া; বাধ্য হওয়া (ওরা আপনিই সেটা মেটাবার উপায় করে নেবে দায়ে ঠেকে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) পেটের দায়; জীবিকার প্রয়োজন বা গরজ; ক্ষুধার বা অনাহারের যন্ত্রণা। □ (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) দায়িত্ব> (বাংলা) দায়; (তৎসম বা সংস্কৃত) দা+অ(ঘঞ্) (দান অর্থে)}
- Bengali Word দায়মূল English definition [দায়্মুল্] (বিশেষ্য) যাবজ্জীবন কারাবাস; দ্বীপান্তরবাস রূপ দণ্ড (ধারা একটু বদলাইয়া দিলে তার দায়মূলও হইতে পারে-আবুল মনসুর আহমদ)। দায়মূলী বিণ। {(আরবি)দায়েমূল্ হব্স্}
- Bengali Word দায়রা English definition [দায়্রা] (বিশেষ্য) ১ উচ্চ ফৌজদারি আদালত; সেশন কোর্ট। ২ উচ্চ ফৌজদারি আদালতে বিচার। দায়রা সোপর্দ, দায়রা সোপরদ্দ (বিশেষণ) বিচারার্থে উচ্চ ফৌজদারি আদালতে প্রেরিত। {(আরবি)দা’ ইরাহ}
- Bengali Word দায়াদ English definition [দায়াদ্] (বিশেষ্য) ১ উত্তরাধিকারের অংশীদার বা দাবিদার। ২ জ্ঞাতি; আত্মীয়। ৩ সগোত্র (চণ্ডীদাসের দায়াদ তোমরা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ আত্মজ; পুত্র। দায়দায়াদি (বিশেষ্য) আত্মীয়-স্বজন (দাই এরা এমন একটা জাত যাদের সাতগ্রামে দায়দায়াদী নেই-সরদার জয়েনউদ্দীন)। দায়াদি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) উত্তরাধিকারিণী। ২ কন্যা। □ (বিশেষণ) উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) দায়+আ+√দা+অ(ক)}
- Bengali Word দায়িক English definition [দায়িক্] (বিশেষণ) ১ দায়ী; বাধ্য (সে কোনরূপে শান্তির দায়িক নহে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ঋণী; খাতক। {(তৎসম বা সংস্কৃত) দায়+ইক}
- Bengali Word দায়িত্ব, দায়িত্বজ্ঞান, দায়িনী English definition ⇒ দায়ী
- Bengali Word দায়ী (-য়িন্) English definition [দায়ি] (বিশেষণ) ১ দেনাদার এমন; দিতে হবে এমন; দিতে বাধ্য এমন; প্রদানকারী (দুঃখদায়ী)। ২ কর্তব্যের ভার বা ঝুঁকি পড়েছে এমন (এর জন্য তুমিই দায়ী)। ৩ কোনো কর্মের জন্য কৈফিয়ত দিতে বাধ্য; প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরাধী; দায়িক। দায়িনী (স্ত্রীলিঙ্গ)। দায়িত্ব (বিশেষ্য) ১ কর্তব্যবার। ২ ঝুঁকি (এ কাজের দায়িত্ব নেয়া সম্ভব নয়)। ৩ কোনো কাজের ভালোমন্দের দায় (তোমার নিজের দায়িত্বে এ কাজ করতে হবে)। দায়িত্বজ্ঞান (বিশেষ্য) কর্তব্যভার সম্পর্কে অনুভূতি; দায় গ্রহণের; গুরুত্ববোধ। {(তৎসম বা সংস্কৃত) √দা+ইন্(ণিনি)}
- Bengali Word দায়ের English definition [দায়ের্] (বিশেষণ) রুজু; বিচারের জন্য আদালতে পেশ করা হয়েছে এমন (মামলা দায়ের করা)। □ (ক্রিয়া) দায়ের করা। {(আরবি)দা’ ইরাহ}
- Bengali Word দি ১ English definition ⇒ দিদি
- Bengali Word দি ২, দিই English definition [দি, দিই] (ক্রিয়া) দান করি; দেই। {(তৎসম বা সংস্কৃত) √দা>}
- Bengali Word দিআর (-প্রাচীন বাংলা) English definition [দিয়ার্] (ক্রিয়া) দাও। {(তৎসম বা সংস্কৃত) √দা>}
- Bengali Word দিওয়ালী English definition ⇒ দেওয়ালী
- Bengali Word দিওয়ালী ২ English definition ⇒ দেওয়ালী
- Bengali Word দিক ১ English definition [দিক্] (বিশেষ্য) ১ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈর্ঋত, ঊর্ধ্ব, অর্ধ-এই দশ দিক। ২ অভিমুখ (বাড়ির দিকে যাওয়া)। ৩ পার্শ্ব; সীমা (বাঁ দিক, জমিটার দু’দিকেই খাল আছে)। ৪ অংশ; পক্ষ; তরফ; দল (কোন দিকে; কার দিকে)। ৫ প্রদেশ; অঞ্চল; স্থান (দক্ষিন দিকের লোক)। দিক চক্র (বিশেষ্য) দিগ্বলয়; মণ্ডলাকার; চক্রবাল। দিকপতি, দিকপাল (বিশেষ্য) ১ হিন্দুমতে দশ দিকের দেবতা; ইন্দ্র, অগ্নি, যম ইত্যাদি দেবতা (গন্ধর্ব ভুজঙ্গ নরসিন্ধু সাধ্য বিদ্যাধর নবগ্রহ দিকপাল দশ-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ প্রবল প্রতাপান্বিত বা মহাপ্রভাবশালী ব্যক্তি। দিকশূল (বিশেষ্য) হিন্দুমতে গ্রহনক্ষত্রাদির অশুভ অবস্থানের জন্য বিশেষ দিকে বা দিনে যাত্রা নিষিদ্ধ হওয়া। {(তৎসম বা সংস্কৃত) √দিশ্+ক্বিন্}
- Bengali Word দিক ২, দেক English definition [দিক্, দেক] (বিশেষ্য) বিরক্ত; উত্ত্যক্ত ও জ্বালাতন। দিক করা (ক্রিয়া) বিরক্ত করা; জ্বালাতন করা (করুক নাক বিশ্ববাসী যতই আমায় দিক কেন-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। দিকদারি, দিগদারি, দেকসেক (বিশেষ্য) বিরক্তি; অসন্তোষ; জ্বালাতন (দুত্তোর বড় দেক্সেক্ লাগে-রজনীকান্ত সেন; শালার দিকেদারী যে দুনিয়ায় কত রকম-শওকত ওসমান)। {(আরবি)দিক্ক}
- Bengali Word দিকদারি, দেকসেক English definition ⇒ দিক২
- Bengali Word দিকাদিক English definition [দিকাদিক্] (বিশেষ্য) দিগ্বিদিক (দিকাদিক ভেদ নাই টলমল (সর্বনাম) ঠাঁই-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) দিগ্বিদিক>}
- Bengali Word দিগক্ষরা English definition [দিগোক্খরা] (বিশেষ্য) একটি সংস্কৃত ছন্দের নাম। {(তৎসম বা সংস্কৃত) দিক্+অক্ষরা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দিগঙ্গনা, দিগ্বধূ, দিগ্বধূ English definition [দিগঙ্গনা, দিগ্বোধু, দিগ্বোধু] (বিশেষ্য) আকাশের নানাদিকে অবস্থিত এক শ্রেণির কাল্পনিক নারী; আটদিকের দিব্যাঙ্গনাগণ (পশ্চিম দিগ্বধূ দেখে সোনার স্বপন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দিক্+অঙ্গনা, বধূ; (কর্মধারয় সমাস)}