দ পৃষ্ঠা ৫০
- Bengali Word দেক English definition [দ্যাখ্] (ক্রিয়া) দর্শন করা। □ (অব্যয়) মনোযোগ আকর্ষণ ভয়প্রদর্শন সতর্কীকরণ ইত্যাদিসূচক সম্বোধন (দেখ, ভাল হবে না বলছি)। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্>(প্রাকৃত) দেক্খ>√দেখ্}
- Bengali Word দেখতা English definition [দ্যাখ্তা] (বিশেষণ) ১ দেখা গিয়েছে এমন; দৃষ্ট। ২ প্রত্যক্ষে ঘটেছে এমন (আমার দেখতা কত কিছু ঘটে গেল)। □ (ক্রিয়াবিশেষণ) সমসাময়িক; চোখের সম্মুখে (আমাদের দেখতা সে বড় হল)। {√দেখ্+তা}
- Bengali Word দেখন English definition [দ্যাখোন্] (বিশেষ্য) দর্শন; দেখা; দেখামাত্র। {√দেক্+অন}
- Bengali Word দেখন-হাসি English definition [দ্যাখোন্হাশি] (বিশেষণ) দেখা হলেই হাসে এমন। ২ দেখলে মনে আনন্দ হয় এবং মুখে হাসি ফোটে এমন (চোখে ওর বন্ধুতার হাসি মাখা দেখন হাসি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। □ (বিশেষ্য) হাস্যময়ী সখী যাকে দেখলে মনে আনন্দ হয় এবং মুখে হাসি ফোটে। {দেখন+হাসি}
- Bengali Word দেখা English definition [দ্যাখা] (ক্রিয়া) ১ দর্শন করা; চোখে পড়া (চাঁদ দেখা)। ২ দৃষ্টিপাত করা; তাকানো; চাওয়া (অন্যদিকে দেখা)। ৩ তত্ত্ব নেওয়া; তত্ত্বাবধান করা। ৪ সেবা শুশ্রূষা করা (রোগীকে দেখার মতো লোক নেই)। ৫ চিকিৎসা করা (তোমাকে কোন ডাক্তার দেখছে?)। ৬ অভিজ্ঞতা থাকা; প্রত্যক্ষ জ্ঞান লাভ করা (এ বয়সে কতো দেখেছি)। ৭ পরীক্ষা বা পর্যবেক্ষণ করা; বিচার-বিবেচনা করা (নাড়ি দেখা, অবস্থা দেখা)। ৮ বিলম্ব করা; অপেক্ষা করা (দেখো কী হয়)। ৯ খুঁজে বের করা; সন্ধান নেওয়া (বাসা দেখা, গাড়ি দেখা)। ১০ চেষ্টা করা (আর দেখে কী হবে?)। ১১ জব্দ করা; হুমকি দেওয়া; ভয় দেখানো; চোখ রাঙানো (তোমাকে দেখে নেব)। ১২ স্থির করা; বোঝা; সিন্ধান্তে আসা (ভেবে দেখো এ কাজ পারবে কিনা)। ১৩ সাবধান হওয়া (দেখো ভুল যেন না হয়)। ১৪ উপভোগ করা (খেলা দেখা)। ১৫ অনুসরন করা; অবলম্বন করা (গুরুর পথ দেখা)। ১৬ পাঠ করা (খবরের কাগজ দেখা)। ১৭ সাক্ষাৎ করা (একবার ওকে দেখে যাও)। ১৮ ধারণা করা (এ তো দেকছি আস্ত গাধা)। ১৯ দর্শন; সাক্ষাৎ (দেখা পাওয়া, চোখের দেখা)। □ (বিশেষণ) দৃষ্ট (দেখা জিনিস)। দেখই ((ব্রজবুলি)) (ক্রিয়া) দেখে। দেখতে না দেখতে-অত্যন্ত অল্প সময়ের মধ্যে; অতি দ্রুত। দেখব ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) ১ দেখব। ২ দেখবে। দেখবি ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) ১ দেখবে। ২ দেখবি। দেখ-ভাল করা (ক্রিয়া) অনুসন্ধান করা; উত্তমরূপে দেখা; খোঁজখবর করা। দেখ-মার করা (ক্রিয়া) দেখতে পেলেই প্রহার করা। দেখলি ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) দেখলে। দেখলু, দেখলু ((মধ্যযুগীয় বাংলা)) দেখলাম। দেখিয়ে/দেখাইয়া দেওয়া (ক্রিয়া) ১ শেখানো; বাতলিয়ে দেওয়া; পড়া দেখিয়ে দেওয়া; পথ দেখিয়ে দেওয়া। ২ জব্দ করা; ভীতি প্রদর্শন করা। (আমাকে মারলে দেখিয়ে দেবো)। দেখাদেখি (বিশেষ্য) ১ পরস্পর দেখা-সাক্ষাৎ। ২ পরস্পর অনুকরণ (পরীক্ষার হলে খাতা দেখাদেখি করো না)। □ (ক্রিয়াবিশেষণ) অনুকরণে; নকলে (ওর দেখাদেখি তুমিও একাজ করলে)। দেখানো (ক্রিয়া) প্রদর্শন করা; অন্যের দৃষ্টি আকর্ষণ করা (কাপড়টা ওকে দেখাও)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থে। দেখায়লি ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) দেখালে (হসইতে কব তুঁহু দর্শন দেখায়লি-বিদ্যাপতি)। দেখায়সি ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) দেখাও। দেখাশুনা, দেখাশোনা (বিশেষ্য) ১ তত্ত্বাবধান; খোঁজখবর। ২ দেখা-সাক্ষাৎ। দেখা-সাক্ষাৎ (বিশেষ্য) পরস্পর সাক্ষাৎ ও আলাপ। দেখতে/দেখিতে (ক্রিয়াবিশেষণ) নিমেষের মধ্যে; অল্প সময়ের মধ্যে; চোখের সম্মুখে। দেখিল ((মধ্যযুগীয় বাংলা)), দেখিলুঁ ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) দেখলাম (আহ্মে দেখিলুঁ বড়ায়ি-বড়ু চণ্ডীদাস; শ্যামেরে দেখিলুঁ যাইয়া-জয়দেব)। দেখে নেওয়া (ক্রিয়া) প্রতিশোধ নেওয়ার ভয় দেখানো। চোখের দেখা ⇒ চোখ। লোক দেখানো ⇒ লোক। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্>√দেখ্+আ}
- Bengali Word দেখিআঁ ((মধ্যযুগীয় বাংলা)) English definition [দেখিয়াঁ] (অব্যয়) অপেক্ষা; চেয়ে (আমাকে দেখিআঁ তোহ্ম অধিক রূপসী-বড়ু চণ্ডীদাস) {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্>√দেখ্>}
- Bengali Word দেগজা English definition [দেগজা] (বিশেষ্য) বাংলার মধ্যযুগে প্রণীত চরকায় তৈরি জামার কাপড়। {(তৎসম বা সংস্কৃত) সার্ধ+এক>দেড়>+গজ+আ}
- Bengali Word দেছ English definition [দেছো] (ক্রিয়া) দিয়েছ (অঞ্জলি দেছ রাজা সত্যেন্দ্র)। {দিয়াছ্>}
- Bengali Word দেণ্ডারা English definition [দেন্ডারা] (বিশেষ্য) ঢ্যাঁডারা; ঢাক ঢোল পিটিয়ে প্রচার বা বিজ্ঞাপন (নাক চুন কাটিয়া দেণ্ডারা দিব-দ্বিজ বংশীদাস)। {⇒ টেঁটরা}
- Bengali Word দেদার English definition [দেদার্] (বিশেষণ) প্রচুর; অনেক; এন্তার; বিস্তর (খুড় মনের সাধে দেদার ভুল লিখিয়াছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(ফারসি) দীদরার; (ফারসি) দীদহরার}
- Bengali Word দেদীপ্যমান English definition [দেদিপ্পোমান্] (বিশেষণ) অত্যন্ত উজ্জ্বল বা দীপ্তিময় দেখাচ্ছে এমন; অতিশয় দীপ্তিশীল; জাজ্বল্যমান (আমার সম্মুখে দেদীপ্যমান হইয়া উঠিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √দীপ্+য(যঙ্)+মান(শানচ্)}
- Bengali Word দেদো English definition [দেদো] (বিশেষণ) দাদ রোগ আছে এমন। {দাদ+উয়া>}
- Bengali Word দেধান English definition [দেধান্] (বিশেষ্য) জোয়ার বা মক্কা গাছের মতো সরু গাছ ও তার শস্য। {(তৎসম বা সংস্কৃত) দেবধান্য>}
- Bengali Word দেন English definition [দেন্] (বিশেষ্য) দেনা; ঋণ; কর্ম। দেনদার ⇒ দেনাদার। লেন-দেন (বিশেষ্য) ১ আদান-প্রদান; দেওয়া-নেওয়া। ২ দেনা-পাওনা সম্পর্কিত ব্যাপার। {(আরবি)দায়ীন}
- Bengali Word দেনমোহর, দেনমহর, দায়নমহর, মোহরানা English definition [দেনমোহোর, দেন্মহোর্, দায়ন্মহোর্, মহোরানা] (বিশেষ্য) মুসলিম বিবাহে স্বামী স্ত্রীকে যে অর্থ দিতে অঙ্গীকার করে; কাবিন। {(আরবি)দায়ীন মহর্}
- Bengali Word দেনা English definition [দেনা] (বিশেষ্য) ১ ধার; কর্জ; ঋণ (আমি চুকিয়ে দিয়েছি নিয়েছি সকল পাওনা-দেনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ যে অর্থ ফেরত দিতে হবে। ৩ অর্থ ইত্যাদি প্রদান (লেনা-দেনা)। দেনাদার, দেনদার (বিশেষ্য) (বিশেষণ) ঋণী; খাতক। দেনা-পাওনা (বিশেষ্য) শোধযোগ্য ও প্রাপ্তিযোগ্য অর্থ। দেনায় কুরে খাওয়া (ক্রিয়া) ঋণভারে জর্জরিত হওয়া। দেনার দায়ে মাথা বিক্রি করা (ক্রিয়া) দেনায় জর্জরিত হওয়া। {(আরবি)দায়ীন্}
- Bengali Word দেনুয়া English definition [দেনুয়া] (বিশেষণ) ১ প্রদত্ত; দানে ব্যয় করা হয়েছে এমন। ২ দান সম্পর্কিত। ৩ দানযোগ্য; দেয়। {দান+উয়া>দানুয়া>}
- Bengali Word দেনে-মোহাম্মদ ওয়াজেদ আলীলা, দেনেয়াল English definition [দেনেওয়ালা, দেনেয়াল্] (বিশেষ্য) দানকারী; দাতা। {(তৎসম বা সংস্কৃত) দান+(তৎসম বা সংস্কৃত) পাল>(বাংলা) ওয়ালা,>}
- Bengali Word দেনো English definition ⇒ দানুয়া
- Bengali Word দেন্ত ((মধ্যযুগীয় বাংলা)) English definition [দেন্তো] (ক্রিয়া) দেন; প্রদান করেন (ভিক্ষুকের দেন্ত ধন কে তারে বুঝায়-সৈয়দ আলাওল)। {√দে>}