দ পৃষ্ঠা ৫১
- Bengali Word দেব English definition [দেব্] (বিশেষ্য) দেবতা; সুর; অমর; ক্রিদশ। ২ ঈশ্বর। ৩ অধিপতি। ৪ হিন্দুসমাজে প্রচলিত শব্দান্তের গৌরবসূচক প্রয়োগ (গুরুদেব, পিতৃদেব)। ৫ রাজা বা ব্রাহ্মণের উপাধিবিশেষ (দেবশর্মা)। দেবকন্যা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) দেবতার কন্যা; দেবদুহিতা; অপ্সরা। দেবকল্প (বিশেষ্য) দেবতার সদৃশ। দেবকার্য (বিশেষ্য) পূজা উপসান যজ্ঞাদি যা দেবতার প্রীতিজনক কাজ। দেবকাষ্ঠ (বিশেষ্য) দেবদারু গাছ। দেবকুল (বিশেষ্য) ১ দেউল; মন্দির; দেবালয়। ২ দেবতাগণ। ৩ দেবতার গোষ্ঠী। দেবকুলপ্রিয় (বিশেষণ) দেবতাদের অনুগৃহীত (দেবকুল প্রিয় রঘুকুলমণি-মাইকেল মধুষূদন দত্ত)। দেবখাত (বিশেষ্য) অকৃত্রিম জলাশয়; স্বাভাবিক হ্রদ। দেবগুরু (বিশেষ্য) দেবতার গুরু; বৃহস্পতি। দেবগৃহ (বিশেষ্য) মন্দির; দেবালয়। দেবতা (বিশেষ্য) দেব বা দেবী। দেবতাত্মা, দেবাত্মা (বিশেষ্য) দেবতাস্বরূপ; দেবকল্প; দেবতা আত্মা যার সে। দেবতার গতিক-আকাশের বা মেঘের অবস্থা। দেবত্ব (বিশেষ্য) দেবতার ভাব ও ঐশ্বর্য। দেবত্র, দেবোত্তর (বিশেষণ) ১ হিন্দু সমাজে দেবসেবায় উৎসর্গীকৃত (দেবত্র সম্পত্তি)। ২ দেবসেবার জন্য প্রদত্ত সম্পত্তি (দেশে কিছু দেবোত্তর সম্পত্তি-রাজশেখর বসু (পরশু))। দেবদত্ত (বিশেষণ) ১ দেবতা কর্তৃক প্রদত্ত; দৈব। ২ দেবতার উদ্দেশে দত্ত। দেবদর্শন (বিশেষ্য) মন্দিরে বা পূজাস্থলে দেবতার মূর্তি দর্শন। দেবদারু (বিশেষ্য) এক প্রকার বৃক্ষ। দেবদাসী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) দেবমন্দিরের নর্তকী বা পরিচারিকা। দেবদুর্লভ (বিশেষণ) ১ দেবতার পক্ষেও সুলভ নয় এমন (জয় গোপবল্লভ ভক্তবল্লভ দেবদুর্ল্লভ-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ অসামান্য (দেবদুর্লভ গুণ)। দেবদূত (বিশেষ্য) স্বর্গীয় বার্তাবাহক; ঈশ্বর প্রেরিত দূত; ফেরেশ্তা। দেব-দেব (বিশেষ্য) ১ দেবতাদের দেবতা; শ্রেষ্ঠ দেবতা। ২ মাহাদেব; ব্রহ্মা; বিষ্ণু। দেবদ্বেষী (-ষিন্) (বিশেষণ) ১ দেবতাদের হিংসাকারী। ২ অসুর; দানব। দেবধান্য (বিশেষ্য) জোয়ার; দেধান; দেবধান। দেবধূপ (বিশেষ্য) গুগ্গুল। দেবনাগর, দেবনাগরী (বিশেষ্য) নাগরী; যে হরফে হিন্দি ইত্যাদি ভাষা লেখা হয়। দেবপতি (বিশেষ্য) দেবরাজ ইন্দ্র। দেবপশু (বিশেষ্য) বলিদানের পশু। দেবপুরী (বিশেষ্য) ১ অমরাবতী; ইন্দ্রালয়; স্বর্গ। ২ ((আলঙ্কারিক)) অতি সুন্দর ভবন বা অট্টালিকা। দেব প্রতিষ্ঠা (বিশেষ্য) দেবমন্দির এবং তন্মধ্যে দেবমূর্তি স্থাপন। দেববাক্য, দেববাণী (বিশেষ্য) ১ দৈববাণী। ২ সংস্কৃত ভাষা। দেবব্রত (বিশেষ্য) রাজা শান্তনুর পুত্র ভীষ্ম। দেবভাষা (বিশেষ্য) সংস্কৃত ভাষা। দেবভূমি (বিশেষ্য) ১ স্বর্গ। ২ তীর্থস্থান। ৩ হিমালয়। ৪ ((আলঙ্কারিক)) স্বর্গের মনোরম স্থান। দেবমাতা (বিশেষ্য) হিন্দু পুরাণের কশ্যপপত্নী অদিতি। দেবমাতৃক (বিশেষণ) বৃষ্টির পানির উপর শস্যোৎপাদন নির্ভরশীল এমন (দেবমাতৃক দেশ)। দেবমান (বিশেষ্য) দেবতাদের কালের হিসাব; মানবের এক বৎসরের সমান দেবতাদের একদিন; এক প্রকার হিসাবে গণনা (দেবমানে পরিপূর্ণ শতেক বৎসর-ঘনরাম চক্রবর্তী)। দেবমায়া (বিশেষ্য) ১ অবিদ্যা; অজ্ঞানতা। ২ সাংসারিক মায়ামোহ। ৩ দেবতার কুহক; কৌশল বা মায়া (দেবমায়া বুঝিতে না পারি-মাইকেল মধুষূদন দত্ত)। দেবযান (বিশেষ্য) ১ ব্যোমযান; দিব্যরথ (শোভিল আকাশে দেবযান-মাইকেল মধুষূদন দত্ত)। ২ যে পথে জ্ঞানীগণ স্বর্গে গমন করেন। ৩ বিমান। দেবযানী (বিশেষ্য) স্ত্রী শুক্রের কন্যা ও যযাতির পত্নী। দেবযোনি (বিশেষ্য) ভূত, প্রেত, পিশাচ ইত্যাদি উপদেবতা। দেবরথ (বিশেষ্য) ১ ব্যোমযান। ২ সূর্যরথ। দেবরাজ-স্বর্গের দেবতাদের রাজা ইন্দ্র। দেবর্ষি (বিশেষ্য) যিনি দেবতা ও ঋষি; দেবর্ষি নারদ। দেবল (বিশেষ্য) দেবমন্দিরের সেবক; পূজারী ব্রাহ্মণ; পুরোহিত (পিছে পিছে ধায় দেবল স্খলিখ গতি-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষণ) দেবালয়ের সেবায় নিযুক্ত (মূর্খ যত দেবল ব্রাহ্মণ-সত্যেন্দ্রনাথ দত্ত)। দেবলোক (বিশেষ্য) দেবতাদের বাসস্থান স্বর্গ; অমরাবতী। দেবশত্রু (বিশেষ্য) অসুর; দানব; দৈত্য। দেবশর্মা (বিশেষ্য) ব্রাহ্মণদের নামের বা পদরিব শেষে ব্যবহৃত সাধারণ ও বিশেষ উপাধি। দেবশিল্পী (-ল্পিন্) (বিশেষ্য) বিশ্বকর্মা। দেবসেনা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) কার্তিকের স্ত্রী। □ (বিশেষ্য) দেবগণের সৈন্য। দেবসেনাপতি (বিশেষ্য) কার্তিকেয়। দেবস্ব (বিশেষ্য) ১ দেবত্র; দেবসেবার উদ্দেশ্যে উৎসর্গীকৃত সম্পত্তি। ২ দেবতার প্রাপ্য বা সম্পত্তি। {√দিব্+অ(অচ্)}
- Bengali Word দেবকী, দৈবকী English definition [দেবোকি, দোইবোকি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) শ্রীকৃষ্ণের মাতা; বসুদেবের স্ত্রী। দেবকী-নন্দন (বিশেষ্য) কৃষ্ণ। {(তৎসম বা সংস্কৃত) √দিব্+অক(ণ্বুল্)+ঈ(ঙীষ্)}
- Bengali Word দেবন English definition [দেবোন্] (বিশেষ্য) ১ বাজি রেখে পাশা খেলাবিশেষ (দেবন দোষ ধর্মশাস্ত্রে কয়-কাশীরাম দাস)। ২ আক্ষেপ; বিলাপ। {(তৎসম বা সংস্কৃত) √দিব্+অন(ল্যুট্)}
- Bengali Word দেবর, দেওর English definition [দেবোর্, দ্যাওর্] (বিশেষ্য) স্বামীর ছোট ভাই (তোমর দেওর বল্লে; ঘটকদের কথাবার্তা নাকি খুব ভাল-আও)। {(তৎসম বা সংস্কৃত) √দ্বিতীয়বর; (তুলনীয়) গ্রিক deor}
- Bengali Word দেবা English definition [দেবা] (বিশেষ্য) ১ ((ব্যঙ্গার্থ)) পুরুষ; বর; দেবতা (যেমন দেবা তেমনি দেবী-দীনবন্ধু মিত্র)। ২ (বহুব) দেবতা (সেব অন্য দেবী দেবা-ঘরা)। দেবাংশ (বিশেষ্য) দেবতার অংশ; দেববংশ (দেবাংশে জন্ম লয় যে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। দেবাগার (বিশেষ্য) মন্দির। দেবাজীব (বিশেষ্য) ১ দেবতার পূজা করাই যার জীবিকা। ২ পূজারি ব্রাহ্মণ। দেবাত্মা (বিশেষণ) ১ দেবতাতুল্য; দেবতাত্মা। ২ দেবতার মতো স্বভাব এমন। দেবাদিদেব (বিশেষ্য) ১ হিন্দু দেবতাদের মধ্যে প্রধান। ২ মহাদেব; শিব। ৩ বিষ্ণু; নারায়ণ। দেবাদেশ (বিশেষ্য) ১ দেবতার আজ্ঞা বা নির্দেশ; প্রত্যাদেশ (দেবাদেশে রণে আমি আহ্বানি রে তোরে-মাইকেল মধুষূদন দত্ত)। ২ দৈব প্রেরণা। {(তৎসম বা সংস্কৃত) দেব>, দেবাঃ(বহুব.)}
- Bengali Word দেবারি English definition [দেবারি] (বিশেষ্য) ১ দেবতাদের শত্রু। ২ দৈত্য; অসুর; রাক্ষস প্রভৃতি। {(তৎসম বা সংস্কৃত) দেব+অরি}
- Bengali Word দেবালয়, দেবায়তন English definition [দেবালয়্, দেবায়োতোন্/দেবায়তোন্] (বিশেষ্য) দেবতার মন্দির। {(তৎসম বা সংস্কৃত) দেব+আলয়/আয়তন}
- Bengali Word দেবাশ্রিত English definition [দেবাস্স্রিতো] (বিশেষণ) দেবতা কর্তৃক রক্ষিত; দেবতার আশ্রয়প্রাপ্ত; শরণাগত বা অনুগ্রহপ্রাপ্ত (দেবাশ্রিত সদা এ দাস দেবতাকুল রক্ষিবে দাসেরে-মাইকেল মধুষূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) দেব+আশ্রিত; ৩(তৎপুরুষ সমাস)}
- Bengali Word দেবায়তন English definition [দেবায়োতোন্] (বিশেষ্য) দেবমন্দির। {(তৎসম বা সংস্কৃত) দেব+আয়তন; ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word দেবী English definition [দেবি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ স্ত্রীদেবতা বা দেবকন্যা। ২ ভগবতী; দূর্গা; পরমেশ্বরী; আদ্যাশক্তি। ৩ বয়োজ্যেষ্ঠ স্ত্রীলোক বা ভদ্রমহিলাদের নামান্তে হিন্দু সমাজে ব্যবহৃত সম্ভ্রমার্থক পদবি (মাতৃদেবী, ইন্দিরা দেবী)। দেবীপুরাণ (বিশেষ্য) চণ্ডীদেবীর মাহাত্মাসূচক উপপুরাণবিশেষ। দেবীভাগবত (বিশেষ্য) দেবীর মাহাত্ম্যসূচক পুরাণবিশেষ। দেবীমাহাত্ম্য (বিশেষ্য) মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত চণ্ডিকা দেবীর মহিমাবিষয়ক অংশ; ‘চণ্ডী’ গ্রন্থ। {(তৎসম বা সংস্কৃত) √দিব্+অ(অচ্)+ঈ(ঙীষ্)}
- Bengali Word দেবেন্দ্র English definition [দেবেন্দ্রো] (বিশেষ্য) দেবরাজ ইন্দ্র। {(তৎসম বা সংস্কৃত) দেব+ইন্দ্র; ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word দেবেশ English definition [দেবেশ্] (বিশেষ্য) দেবতাদের ঈশ্বর; শিব; ইন্দ্র; বিষ্ণু; ব্রহ্মা। {(তৎসম বা সংস্কৃত) দেব+ঈশ; ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word দেবোত্তর English definition ⇒ দেব
- Bengali Word দেবোপম English definition (বিশেষ্য) দেবতুল্য। {(তৎসম বা সংস্কৃত) দেব+উপমা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দেব্যা (অপ্র) English definition [দেব্বা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বিধবা ব্রাহ্মণকন্যার উপাধি। {(তৎসম বা সংস্কৃত) দেবী+৬ষ্ঠী (একবচন) = দেব্যাঃ>}
- Bengali Word দেমাক, দেমাগ English definition [দেমাক্, দেমাগ্] (বিশেষ্য) ১ মস্তিষ্ক; মাথার মগজ (তার দিমাগ ভর্তি গোবর)। ২ অহঙ্কার; গর্ব; আত্মাভিমান (বুদ্ধির দেমাক আজ ক্ষণেকের তরে যাক ভেসে-আগদুল গনি হাজারী)। ৩ বুদ্ধি (দুইগুণ হইল জোর বাড়িল দেমাগ-সৈয়দ হামজা)। দমোকি, দেমাকে, দেমাগি, দেমাগে (বিশেষণ) অহঙ্কারী; গর্বিত; আত্মাভিমানী (এটার মত দেমাকে, অদ্ভুত জানোয়ার আর দুটি দেখা যায় না-অঠপা; নবাব বাহাদুরের প্রজারা ভারি দেমাগি-মীমো)। {(আরবি)দিমাগ; (ফারসি) দিমাগ}
- Bengali Word দের English definition [দের্] (বিশেষ্য) বিলম্ব; দেরি (ইয়াদ হইল আর নাহি সহে দেব-সৈয়দ হামজা)। দের আইয়াদ, দোরোস্ত আইয়াদ-বিলম্বে ঘটলে কার্য ভালো হয়; বিলম্বে কার্যসিদ্ধি। {(ফারসি) দের}
- Bengali Word দেরকো, দেলকো English definition [দের্কো, দেল্কো] (বিশেষ্য) কাঠের তৈরি পিলসুজ বা দীপাধার (দেলকোর পরে তেল চটা উঠে চেটে নিক পিদুমের তেলটুকু-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দীপবৃক্ষ বা দীপরক্ষা>; (ফারসি) দরখত}
- Bengali Word দেরাক্ত, দেরাকৃত্, দরখ্ত English definition [দেরাক্ত্, দেরাক্ত্, দরখ্ত্] (বিশেষ্য) গাছ; বৃক্ষ (শূন্যের পর এক দেরাক্ত পয়দা দেখতে কি মজা-পাগলা কানাই)। {(ফারসি) দরখ্ত্}
- Bengali Word দেরাজ English definition [দেরাজ্] (বিশেষ্য) টেবিল, আলমারি প্রভৃতির মধ্যগত বাক্সের মতো আধারবিশেষ যা টেনে খোলা এবং ঠেলে বন্ধ করা যায়; টানা; drawer (পুরাতন দেরাজের মত-সৈয়দ আলী আশরাফ)। {(ফারসি) দর্জ}