দ পৃষ্ঠা ৫৩
- Bengali Word দেশিনী English definition [দেশিনি] (বিশেষ্য) তর্জনী নামক আঙুল। {(তৎসম বা সংস্কৃত) √দিশ্+ইন্(ণিনি)+ঈ(ঙীপ্)}
- Bengali Word দেশী English definition ⇒ দেশি
- Bengali Word দেহ ১ English definition [দেহো] ((পদ্যে ব্যবহৃত)) (ক্রিয়া) দাও (অধম সন্তানে মাগো দেহ পদছায়া-গান)। {দে+হ}
- Bengali Word দেহ ২ English definition [দেহো] (বিশেষ্য) শরীর; অঙ্গ (জীব-তারা যদি খসে এ দেহ-আকাশ হতে-মাইকেল মধুষূদন দত্ত)। দেহকোষ (বিশেষ্য) গায়ের চামড়া; ত্বক; চর্ম। দেহক্ষয়, দেহপাত (বিশেষ্য) ১ দেহের নাশ বা ধ্বংস; জীবন বিসর্জন; মৃত্যু। ২ স্বাস্থ্য বিসর্জন; স্বাস্থ্যহানি। দেহজ (বিশেষণ) দেহ থেকে জাত বা উৎপন্ন। □ (বিশেষ্য) পুত্র; ছেলে। দেহজা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) কন্যা; মেয়ে। দেহতত্ত্ব (বিশেষ্য) শারীরবিদ্যা; দেহের অঙ্গ-প্রত্যঙ্গ সম্পর্কিত বিদ্যা; physiology। ২ দেহের মধ্যেই সকল সত্য নিহিত এই তত্ত্ব; দেহ আত্মা ইত্যাদির তত্ত্ব (দেহতত্ত্বের গান)। দেহত্যাগ (বিশেষ্য) প্রাণত্যাগ; মৃত্যু। দেহপিঞ্জর (বিশেষ্য) দেহরূপ খাঁচা বা পিঞ্জর; যেখানে পাখিরূপ আত্মা বাস করে। দেহযাত্রা (বিশেষ্য) দেহধারণ; জীবনযাপন। দেহরক্ষা (বিশেষ্য) দেহত্যাগ; মৃত্যু। দেহরক্ষী (বিশেষ্য) রাজা, রাষ্ট্রনায়ক প্রভৃতির দেহ রক্ষার্থে যে রক্ষী তাঁদের সঙ্গে সঙ্গে থাকে। {√দিহ্+অ(অচ্)}
- Bengali Word দেহলি, দেহলী English definition [দেহোলি] (বিশেষ্য) দাওয়া; ঘরের সম্মুখস্থ রোয়াক; বারান্দা; দরজার চৌকাঠের উপরের বা নিচের কাঠ। {(তৎসম বা সংস্কৃত) দেহ+√লা+ই}
- Bengali Word দেহা English definition [দেহা] (বিশেষ্য) ১ শরীর; দেহ। ২ জীবন (সফল করহ দেহা দেহ আনুমতী-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) দেহ>}
- Bengali Word দেহাত English definition [দেহাত্] (বিশেষ্য) পল্লিগ্রাম; পাড়াগাঁ। দেহাতি, দেহাতী (বিশেষণ) ১ গাঁয়ে বাস করে এমন (তিনি দেখতে চান এদেশের দেহাতী আদমের দুঃসাহস-আলাউদ্দীন আল আজাদ)। ২ গাঁয়ে ব্যবহৃত। ৩ গ্রাম্য; গেঁয়ো; গ্রামে অবস্থিত (দেহাতি বালির রাস্তা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ফারসি) দেহাত}
- Bengali Word দেহাতীত English definition [দেহাতিত] (বিশেষণ) দৈহিক সম্পর্ক বর্জিত; আত্মিক; আধ্যাত্মিক (দেহাতীত প্রেম)। {(তৎসম বা সংস্কৃত) দেহ+অতীত}
- Bengali Word দেহাত্মবাদ, দেহাত্মপ্রত্যয় English definition [দেহাত্তোঁবাদ্, দেহাত্প্রোত্তয়্] (বিশেষ্য) দেহ ও আত্মা অভিন্ন এই মতবাদ বা বিশ্বাস; চার্বাকের মতবাদ। দেহাত্মবাদী (বিশেষ্য) (বিশেষণ) দেহই আত্মা বা দেহ থেকে পৃথক আত্মা নেই এই মতবাদে বিশ্বাসী; চার্বাকপন্থি; চার্বাক তাঁর অনুসারী দার্শনিক। {(তৎসম বা সংস্কৃত) দেহাত্মন্+বাদ, প্রত্যয়}
- Bengali Word দেহাত্যয় English definition [দেহাত্তয়্] (বিশেষ্য) দেহত্যাগ; মৃত্যু; জীবনাবসান (তাঁহার দেহাত্যয়ের কিছু দিন পূর্বে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) দেহ+অত্যয়}
- Bengali Word দেহান্ত, দেহাবসান English definition [দেহান্তো, দেহাবোশান্] (বিশেষ্য) দেহত্যাগ; মৃত্যু। {(তৎসম বা সংস্কৃত) দেহ+অন্ত, অবসান}
- Bengali Word দেহান্তর English definition [দেহান্তর্] (বিশেষ্য) অন্যদেহ; অন্য দেহ প্রাপ্তি; পুনর্জন্ম। {(তৎসম বা সংস্কৃত) দেহ+অন্তর; (নিত্য সমাস)}
- Bengali Word দেহাবসান English definition ⇒ দেহান্ত
- Bengali Word দেহারা ১ ((মধ্যযুগীয় বাংলা)), দেহেরা ((মধ্যযুগীয় বাংলা)) English definition [দেহারা, দেহেরা] (বিশেষ্য) মন্দির বা দেবালয় (ধর্মের দেহারা-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) দেবগৃহ>দেওঘর>}
- Bengali Word দেহারা ২ ((মধ্যযুগীয় বাংলা)) English definition [দেহারা] (বিশেষ্য) দ্বার; দরজা (দেহারা দেউল নাহি-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) দ্বার>}
- Bengali Word দেহালা English definition দেহালা ⇒ দেয়ালা
- Bengali Word দেহি English definition [দেহি] (ক্রিয়া) প্রদান করো; দাও। দেহি দেহি করা (ক্রিয়া) ক্রমাগত প্রার্থনা করা বা চাওয়া। {(তৎসম বা সংস্কৃত) √দা+লোট্+হি}
- Bengali Word দেহী (-হিন্) English definition [দেহি] (বিশেষণ) দেহ ধারণকারী; শরীরী (জেগে আছে দেহী প্রেম তাজ-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষ্য) দেহধারী জীব; আত্মা যে দেহ ধারণ করে। {(তৎসম বা সংস্কৃত) দেহ+ইন্(ইনি)}
- Bengali Word দেহুড়ী ((মধ্যযুগীয় বাংলা)), দেহুরী ((মধ্যযুগীয় বাংলা)) English definition [দেহুড়ি, দেহুরি] (বিশেষ্য) সদর দরজা; ফটক; বহির্দ্বার (দেহুড়ীর কাছে থাক হয়ে দানী গো-ভারতচন্দ্র রায়গুণাকর)। {⇒ দেউড়ি}
- Bengali Word দোবজা English definition [দোব্জা] (বিশেষ্য) একপ্রকার মোটা চাদর; উড়ানি (সরজে তোমার দোব্জা খানি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) দবীজ}