দ পৃষ্ঠা ৫২
- Bengali Word দেরি, দেরী English definition [দেরি] (বিশেষ্য) বিলম্ব। {(ফারসি) দেরি}
- Bengali Word দেরেগ English definition [দেরেগ্] (বিশেষ্য) দুঃখ (দেরেগ হইল বড় দেলেত আমার-সৈয়দ হামজা)। {(ফারসি) দরীগ্}
- Bengali Word দেরেঙ্গ English definition [দেরেঙ্গ্] (বিশেষ্য) দেরি; বিলম্ব (এটু দেরেঙ্গ করেন আপনারা যে আরও ক’জন মুসল্লি আসতিচেন-কাজী ইমদাদুল হক)। {(ফারসি) দিরঙ্গ}
- Bengali Word দেল English definition ⇒দিল
- Bengali Word দেলকো English definition ⇒ দেরকো
- Bengali Word দেলখোশ, দেলখোস, দেলগির, দেলবন্দ English definition ⇒ দিল
- Bengali Word দেলা English definition [দেলা] (বিশেষ্য) ধুলা; খেলার সহশব্দ (জান কত খেলা-দেলা গুণের সাগর-ভারতচন্দ্র রায়গুণাকর)। {ধুলা>}
- Bengali Word দেলাসা English definition ⇒ দিলাসা
- Bengali Word দেলোয়ার English definition ⇒ দিল
- Bengali Word দেশ English definition (বিশেষ্য) ১ মহাদেশের ভৌগোলিক অংশবিশেষ। ২ মহাদেশের রাজনৈতিক বিভাগবিশেষ; রাষ্ট্র (বাংলাদেশ) ৩ স্থায়ী বাসভূমি; জন্মস্থান; স্বদেশ (দেশত্যাগ)। ৪ প্রদেশ (যেমন ভারতের পশ্চিমবঙ্গ)। ৫ স্বগ্রাম (দেশের বাড়িতে যাওয়া)। ৬ স্থান; অঞ্চল (মরুদেশ)। ৭ দিক; ভাগ; অংশ; space (পার্শ্বদেশ, তলদেশ)। ৮ সঙ্গীতের একটি রাগের নাম। দেশকাল (বিশেষ্য) স্থান ও সময়। ২ পরিবেশ; অবস্থা। দেশ-কাল-পাত্র (বিশেষ্য) ১ স্থান; সময় ও ব্যক্তি বিশেষের স্বরূপ। ২ পরিবেশ; অবস্থা। দেশকালোচিত (বিশেষণ) স্থান ও সময়ের যোগ্য বা অনুরূপ পরিবেশ অনুযায়ী। দেশজ (বিশেষণ) দেশজাত; স্বদেশে উৎপন্ন; দেশি। দেশজানিত (বিশেষণ) স্বদেশে পরিচিত; দেশপ্রসিদ্ধ; নামজাদা (তা তুমি একটা দেশজানিত বীরপুরুষ, তুমি তার অপমান সয়ে চলে এলে-ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ)। দেশজোড়া ⇒ দেশব্যাপী। দেশড়ি, দেশড়ী (বিশেষ্য) দেশ পর্যটন (ঘটনাক্রমে সেইসময় পদব্রজ্যে দেশড়ী করিতে করিতে এই বাজী উপস্থিত-মীর মশাররফ হোসেন)। দেশদেশান্তর (বিশেষ্য) স্বদেশ এবং বিদেশ; বিভিন্ন বা নানা দেশ। দেশদ্রোহ (বিশেষ্য) স্বদেশের ক্ষতি বা সর্বনাশ বিধান। দেশদ্রোহী (বিশেষ্য) (বিশেষণ) দেশের শত্রু বা দুশমন বা ক্ষতিসাধক; দেশের অকল্যাণ সাধনে লিপ্ত এমন। দেশধর্ম (বিশেষ্য) দেশের আচার বা ব্যবহার। দেশপ্রসিদ্ধ, দেশবিখ্যাত (বিশেষণ) দেশজোড়া খ্যাতি আছে এমন। দেশপ্রেম, দেশভক্তি (বিশেষ্য) স্বদেশের প্রতি ভালোবাসা বা টান। দেশবন্ধু (বিশেষ্য) দেশের সর্বসাধারণের বন্ধু বা হিতকারী ব্যক্তি। দেশ-বিষ্ণু দেশ (বিশেষ্য) ১ স্বদেশ ও অন্যদেশ। দেশব্যাপী, দেশময়, দেশজোড়া (বিশেষণ) সারা দেশে পরিব্যাপ্ত (দেশব্যাপী সুনাম)। দেশমান্য, দেশপূজ্য (বিশেষণ) দেশের সর্বসাধারণের শ্রদ্ধা ও ভক্তির পাত্র। দেশমুখ (বিশেষ্য) দেশের মুখ্য বা প্রধান ব্যক্তি (সেই বেটা হবে দেশমুখ-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। দেশহিত (বিশেষ্য) স্বদেশের কল্যাণ। দেশহিতব্রত (বিশেষ্য) ১ স্বদেশের কল্যাণ সাধনের উদ্দেশ্যে গৃহীত কর্তব্য বা সংকল্প। ২ স্বদেশের কল্যাণ সাধন যার ব্রত। দেশহিতব্রতী, দেশহিতৈষী (বিশেষণ) স্বদেশের কল্যাণ সাধনরূপ ব্রত গ্রহণ করেছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √দিশ্+অ(ঘঞ্)}
- Bengali Word দেশনা English definition [দেশোনা] (বিশেষ্য) ১ উপদেশ; নির্দেশ; আদেশ; উল্লেখ। ২ শিক্ষা; পরামর্শ। দেশিক (বিশেষ্য) যিনি ‘দেশনা; দেন। {(তৎসম বা সংস্কৃত) দিশ্+অন(ল্যুট্)+আ}
- Bengali Word দেশলাই English definition ⇒ দিয়াশলাই
- Bengali Word দেশাচার English definition [দেশাচার্] (বিশেষ্য) দেশের জনসাধারণের মধ্যে প্রচলিত আচার বা রীতি। {(তৎসম বা সংস্কৃত) দেশ+আচার; ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word দেশাত্মবোধ English definition [দেশাত্তোঁবোধ্] (বিশেষ্য) নিজ দেশের স্বার্থই নিজের স্বার্থ এই উপলব্ধি; দেশের জন্য দরদ বা প্রেম। {(তৎসম বা সংস্কৃত) দেশ+আত্মবোধ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word দেশান্তর English definition [দেশান্তর্] (বিশেষ্য) ১ অন্য দেশ; ভিন্ন দেশ; দূরদেশ। ২ দ্রাঘিমা; মুখ্য মধ্যরেখা থেকে কোনো নির্দিষ্ট স্থানের কৌণিক দূরত্ব বা নিরক্ষবৃত্তের চাপ; longitude। দেশান্তরিত (বিশেষণ) ১ দূরদেশে বা অন্য দেশে গত। ২ স্বদেশ থেকে বহিষ্কৃত বা বিতাড়িত। ৩ বিদেশবাসী। দেশান্তরী, দেশান্তরি (বিশেষণ) ১ স্বদেশত্যাগী; বিদেশগত; দেশান্তরিত (না হয় এ দেশ ছেড়ে হতাম দেশান্তরি-ঘনরাম চক্রবর্তী)। ২ বিদেশবাসী। {(তৎসম বা সংস্কৃত) দেশ+অন্ত; (নিত্য সমাস)}
- Bengali Word দেশাল English definition [দেশাল্] (বিশেষণ) দেশীয়; দেশি; দেশজাত; দেশে প্রচলিত (দেশাল সিঁদুর চাই নাক আমি-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) দেশ+(বাংলা) আল}
- Bengali Word দেশি, দেশী, দিশি (কথ্য.) English definition [দেশি, দেশী, দিশি] (বিশেষণ) ১ দেশজাত; স্বদেশজাত বা স্বদেশে উৎপন্ন (যদিচ দেশি কুকুরের অপেক্ষা-রবীন্দ্রনাথ ঠাকুর); দিশি সিনেমায় ঋষি-মহিমায় ইচ্ছা পূরণ-বুদ্ধদেব বসু)। ২ দেশবাসী (পরদেশি)। দেশি কুমড়া ⇒ কুমড়া। দেশীয়, দেশ্য (বিশেষণ) ১ দেশি; স্বদেশে জাত বা উৎপন্ন। ২ দেশ-সংক্রান্ত। ৩ দেশ-প্রচলিত (দেশীয় প্রথা)। ৪ প্রায় কাছাকাছি (অষ্টাদশবর্ষদেশীয়)। দেশোয়ালি (বিশেষ্য) দেশীয় ভাব বা অবস্থা; স্বদেশি মানুষ; পরিবেশ বা আবহাওয়া (এমনই হয় দূর বিদেশে দেশোয়ালি পেলে-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত) দৈশিক>(প্রাকৃত) দেসিঅ>দেশি}
- Bengali Word দেশিক English definition [দেশিক্] (বিশেষণ) ১ স্থানীয়; স্থানিক; local। ২ স্থানীয় বাসিন্দা। {(তৎসম বা সংস্কৃত) দেশ+ইক (ঠন্)}
- Bengali Word দেশিকোত্তম English definition [দেশিকোত্তম্] (বিশেষ্য) ১ শ্রেষ্ঠ আচার্য; গুরু; পথনির্দেশক। ২ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদেয় ডিলিট বা ‘ডক্টর অব ফিলোসফি’ সমপর্যায়ের সম্মানসূচক উপাধি। {(তৎসম বা সংস্কৃত) দেশিক+উত্তম}
- Bengali Word দেশিত English definition [দেশিতো] (বিশেষণ) ১ আদিষ্ট বা উপদিষ্ট। ২ নির্ধারিত; নিয়ন্ত্রিত। {√দেশি+ত(ক্ত)}