দ পৃষ্ঠা ৫৪
- Bengali Word দোবারা, দোবরা English definition [দোবারা, দোব্রা] (বিশেষণ) ১ ডবল; দুবার করা হয়েছে এমন; পরিষ্কার দানাদার (কুষ্মাণ্ডের অম্বল তাহে দোবরা চিনি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) দুবারহ্}
- Bengali Word দোমতি English definition [দোমতি] (বিশেষণ) দুটো মোতি বা মুক্তা যুক্ত। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+মৌক্তিক>}
- Bengali Word দোরমা English definition ⇒ দোলমা
- Bengali Word দোরস্ত English definition ⇒ দুরস্ত
- Bengali Word দোয়াজা, দোয়াজি English definition [দোয়াজা, দোআজি] (বিশেষণ) ১ দ্বিতীয়। ২ দ্বিগুণ। {(তৎসম বা সংস্কৃত) দ্বি>}
- Bengali Word দৌত্য English definition [দৌউত্তো] (বিশেষ্য) ১ দূতের কাজ; দূতালি; প্রতিনিধিত্ব। ২ ঘটকালি (পরীদের দৌত্যে হানিফা সোনাভান পরিণয় এই কাব্যের মূল ঘটনা-আনিসুজ্জামান)। {(তৎসম বা সংস্কৃত) দূত+য(ষ্যঞ্)}
- Bengali Word দেড় English definition [দেড়্] (বিশেষণ) এক ও আধ; (দেড় টাকা)। দেড়গজি (বিশেষণ) ((আলঙ্কারিক)) খুব লম্বা (গ্রীক ভাষার অভিধান খুলিয়া খুব দেড়গজী রকম একটা নাম প্রস্তুত করিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। দেড়া, দেড়ি (বিশেষণ) ১ দেড়গুণ (নিতে নারি দেড়ি ভার হইল অস্থির-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ২ বাড়তি; উদ্বৃত্ত (যে দিন যতেক পায় সেই দিন তাই খায়, না রহে সম্বল দেড়ি-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী; শাপলার হাটে তরমুজ বেচি দুপয়সা করি দেড়ি-জসীমউদ্দীন)। দেড়কিয়া (বিশেষ্য) পাটিগণিতে ‘দেড়’-এর নামতা। {(তৎসম বা সংস্কৃত) সার্ধ+এক>}
- Bengali Word দেড়কো English definition [দেড়্কো] (বিশেষ্য) পিলসুজ; দীপাধার (পোড়া মাটির বড় লালদেড়কোর ওপরকার প্রদীপটা জ্বালিয়ে দিল-নরেন্দ্রনাথ মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) দীপরক্ষক>দীয়রক্ষ>দেরক্ষ>দেড়কো}
- Bengali Word দেড়ে, দেড়েল, দেড়ো English definition [দেড়ে, দেড়েল্, দেড়ো] (বিশেষণ) দাড়িযুক্ত; শ্মশ্রুমণ্ডিত; শ্মশ্রুল। {(তৎসম বা সংস্কৃত) দাঢিকা>দাড়ি+ইয়া>এ, আল>এল}
- Bengali Word দেয় English definition [দেয়ো] (বিশেষ্য) দানের যোগ্য; দিতে হবে এমন; দাবত্য। {(তৎসম বা সংস্কৃত) √দা+য(যৎ}
- Bengali Word দেয়া ১, দেওয়া English definition [দেয়া, দ্যাওয়া] (বিশেষ্য) ১ আকাশ; গগন। ২ আকাশের মেঘ (আসমানেতে কাল মেঘ দেওয়ার ডাকে ঘন-পূর্ববঙ্গ গীতিকা)। দেয়া ডাকে (ক্রিয়া) মেঘ গর্জন করে। {(তৎসম বা সংস্কৃত) দেব>দেও>দেয়া}
- Bengali Word দেয়া ২ English definition ⇒ দেওয়া২
- Bengali Word দেয়ান English definition ⇒ দেওয়ান
- Bengali Word দেয়ার English definition [দেআর] (বিশেষ্য) দ্বীপ সদৃম স্থান। {(তৎসম বা সংস্কৃত) দ্বীপাকার>}
- Bengali Word দেয়াল, দেওয়াল English definition [দেয়াল্, দেওয়াল্] (বিশেষ্য) ১ প্রাচীর; ইট বা মাটি দ্বারা গাঁথা বেষ্টনী। ২ প্রাচীরগাত্র (দেয়ালে লাগানো)। দেয়ালগির, দেয়ালগিরি, দেয়ালগিরী, দেওয়াগীর (বিশেষ্য) প্রাচীরগাত্রে সংলগ্ন চিমনিযুক্ত ঝুলন্ত প্রদীপবিশেষ (সাপের মেজে, সাপের কড়ী, সাফের মণির দেওয়ালগিরি-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার; দেয়ালগীর শোভিছে সুন্দর শ্রেণীমত-কায়কোবাদ)। দেয়াল তুলে দেওয়া (ক্রিয়া) ((আলঙ্কারিক)) ব্যবধান সৃষ্টি করা; দেখা-সাক্ষাৎ বন্ধ করা। দেয়ালেরও কান আছে-গোপন কথা কাহারো শোনার অত্যন্ত সম্ভাবনা অর্থে। {(ফারসি) দিরার}
- Bengali Word দেয়ালগিরি, দেয়ালগীর English definition ⇒ দেয়াল
- Bengali Word দেয়ালা, দিয়ালা, দেহালা English definition [দেয়ালা, দিয়ালা, দেহালা] (বিশেষ্য) স্বপ্নে শিশুর কান্না হাসি প্রভৃতি (জননীর কোলে নিন্দে ক্ষণে হাসে ক্ষণে কান্দে সাধু সুত করয়ে দেয়ালা-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। দেয়ালা করা (ক্রিয়া) পূর্বোক্ত অর্থে (নিন্দ্রায় দিয়ালা করে-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) দেবলীলা>}
- Bengali Word দেয়ালি English definition ⇒ দেওয়ালি
- Bengali Word দেয়াসিনি, দেয়াশিনী English definition [দেয়াশিনি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ দেবকন্যা (কান দেয়াসিনী রূপসীর বাজল নূপুর-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ দেবসেবিকা; পূজারিণী। ৩ মন্ত্রসিদ্ধা স্ত্রীলোক (তিনি দেয়াসিনী, আসনে বসিয়া যাঁকে যাহা বলিবেন তাহাই সত্য হয়-গোপাল হালদার)। {(তৎসম বা সংস্কৃত) দেববাসিনী>}
- Bengali Word দেয়াসী, দেয়াশী (অপ্রপ্রয়োগ) English definition [দেয়াশি] (বিশেষ্য) মনসা শীতলা প্রভৃতি দেবতার পূজারী বা পাণ্ডা। {(তৎসম বা সংস্কৃত) দেববাসী>}