দ পৃষ্ঠা ৫৯
- Bengali Word দোসালা English definition ⇒ দো
- Bengali Word দোসুতি, দোসুতী, দোসুতী English definition ⇒ দুসুতি
- Bengali Word দোস্ত English definition [দোস্তো] (বিশেষ্য) বন্ধু; মিত্র; সুহৃদ (কি কারণে দোস্ত মোর হইল বিকল-হেয়াত মাহমুদ)। দোস্ত-আশনা (বিশেষ্য) বন্ধু ও আপনজন (তারপর জিজ্ঞেস করলেন, কাবুল শহরে দোস্ত আশনা নেই-সৈয়দ মুজতবা আলী)। দোস্তদার (বিশেষ্য) বন্ধু, ইয়ার, সখা ইত্যাদি (যত কেহ দোস্তদার খুশী চামি সবাকার-সৈয়দ হামজা)। দোস্তি, দুস্তি (বিশেষ্য) বন্ধুত্ব; সখ্য। যত দুস্তি তত কুস্তি-অতিরিক্ত মাখামাখির ফল শত্রুতা। {(ফারসি) দোস্ত্}
- Bengali Word দোস্তে, দুস্তে English definition [দোস্তে, দুস্তে] (অব্যয়) জন্য (খাওয়ার দোস্তে ঘুইরা মরবি-পূর্ববঙ্গ গীতিকা)। {(তুলনীয়) (হিন্দি) রাস্তে}
- Bengali Word দোহ English definition [দোহো] (বিশেষ্য) দোহনপাত্র; দুধ দোয়ানোর পাত্র; দুধের কেঁড়ে। {(তৎসম বা সংস্কৃত) √দুহ্+অ(ঘঞ্)}
- Bengali Word দোহক English definition [দোহোক্] (বিশেষ্য) (বিশেষণ) ১ যে দুধ দোহন করে, দোগ্ধা। ২ ((আলঙ্কারিক)) শোষক; যে অন্যকে শোষণ করে বড় হয়। দোহজ (বিশেষ্য) দুধ। {(তৎসম বা সংস্কৃত) √দুহ্+অক(ণ্বুল্)}
- Bengali Word দোহদ English definition [দোহোদ্] (বিশেষ্য) ১ গর্ভবতী নারীর বিভিন্ন সাধ বা প্রাপ্তিস্পৃহা; গর্ভিণীর ভোজনস্পৃহা। ২ গর্ভ। দোহদ দান (বিশেষ্য) গর্ভবতী রমণীকে তার স্পৃহা অনুযায়ী খাদ্য ও বাঞ্ছিত বস্তু দান; সাধপ্রদান। দোহদবতী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) কোনো খাদ্যবস্তুতে স্পৃহাবতী গর্ভিণী। দোহদ লক্ষণ (বিশেষ্য) গর্ভলক্ষণ। {(তৎসম বা সংস্কৃত) দোহ+√দা+অ(ক)}
- Bengali Word দোহন English definition [দোহোন্] (বিশেষ্য) দুধ দোয়ার কাজ; শোষণ; অন্যের অর্থাদি কৌশলে ধীরে ধীরে আত্মসাৎকরণ। দোহনী (বিশেষ্য) স্ত্রী ১ দোহনকারিণী (রতি রস কাম দোহনী-বড়ু চণ্ডীদাস)। ২ দুধ দোহন করার পাত্র। দোহনীয়, দুহ্য, দোহ্য (বিশেষণ) দোহন করার যোগ্য বা উপযুক্ত; দোহনযোগ্য (দোহনীয় গাভী)। {(তৎসম বা সংস্কৃত) √দুহ্+অন(ল্যুট্)}
- Bengali Word দোহরানো, দোহরান English definition [দোহোরানো] (ক্রিয়া) পালটানো; পুনরাবৃত্তি করা (সেই কথাটি অন্ততঃ দুইবার তিনবার দোহোরাইয়া শুনিবেন-মীর মশাররফ হোসেন)। {(তুলনীয়) (হিন্দি) দোহরা}
- Bengali Word দোহা ১ English definition [দোঁহা] (বিশেষ্য) ১ বাংলা চর্যাপদ, প্রাকৃত ও হিন্দি ভাষার ছন্দবিশেষ। ২ ঐরূপ ছন্দে রচিত প্রাচীন বাংলা অপভ্রংশ ও মধ্যযুগের হিন্দিতে রচিত দুই চরণবিশিষ্ট পদ (তুলসীদাসী রামায়ণ হইতেই অনর্গল দোঁহা আবৃত্তি করিয়া যাইতে লাগিল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তুলনীয়) (হিন্দি) দোঁহা}
- Bengali Word দোহা, দোয়া, দুহা English definition [দোহা, দোয়া, দুহা] (ক্রিয়া) দোহন করা (দাতার কামধেনু দানবে দুহিছে-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষ্য) দোহন। □ (বিশেষণ) দোহন করা হয়েছে এমন (দোহা ছাগি)। দোহানো, দোয়ানো (ক্রিয়া) দোহন করানো। {(তৎসম বা সংস্কৃত) দোহ+(বাংলা) আ}
- Bengali Word দোহাই English definition [দোহাই] (বিশেষ্য) (অব্যয়) ১ দিব্য; শপথ; কিরা (আল্লার দোহাই যদি না কহ আমারে-সৈয়দ সুলতান)। ২ অছিলা; অজুহাত; ছুতা (অসুখের দোহাই)। ৩ সুবিচার; দয়া ইত্যাদি প্রার্থনাসূচক আহ্বান (দোহাই মহারাজ)। ৪ অনুরোধ, মিনতি, কাতরতা বা আবেদনের ভাব প্রকাশ (দোহাই হুজুর)। ৫ দায়িত্ব আরোপ; প্রামাণ্য স্থাপন (অন্যের দোহাই দিয়ে কার্যসিদ্ধি করা)। দোহাই দেওয়া (ক্রিয়া) ১ শপথ করা। ২ নজির দেখানো। দোহাই পাড়া (ক্রিয়া) ১ অজুহাতের সৃষ্টি করা; অছিলা করা; ছুতা দেওয়া। {(তুলনীয়) (ফারসি) দু’আ}
- Bengali Word দোহাতিয়া, দোহাথিয়া English definition [দোহাতিয়া, দোহাথিয়া] (ক্রিয়াবিশেষণ) দুই হাত দিয়ে (দোহাতিয়া বাড়ি মারে-কৃষ্ণচন্দ্র মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) দ্বি হস্ত+(বাংলা) ইয়া}
- Bengali Word দোহান ১ English definition [দোহান্] ((মধ্যযুগীয় বাংলা)) (সর্বনাম) উভয়েই (কামরসে রতিশাস্ত্রে দোহান বিদ্বান-দৌলত উজির বাহরাম খান)। {দুইজন>}
- Bengali Word দোহার ১, দোয়ার ১ English definition [দোহার্, দোয়ার্] (বিশেষ্য) গায়কের সহকারী; যে মূল গায়কের সুরে ধুয়া ধরে (দোহারেরাও মিলে ও তালে দোরস্ত-কালীপ্রসন্ন সিংহ)। দোহারকি, দোহারি, দোয়ারকি, দোয়ারি (বিশেষ্য) ১ দোহারের কাজ, বৃত্তি বা পেশা; মূল গায়েন কর্তৃক গীত গানের ধুয়ার পুনরাবৃত্তি। ২ মূল গায়কের সহকারিতা। {(তৎসম বা সংস্কৃত) ধ্রুবকার/দ্বিকার>}
- Bengali Word দোহার ২, দোয়ার ২ English definition [দোহার্] (বিশেষ্য) মাছ ধরার উপকরণবিশেষ (সাঁজের বেলায় খাদুন দোহার গেছে তারা পেতে রাখি-বন্দে আলী মিয়া)। {(অজ্ঞাতমূল)}
- Bengali Word দোহারা ১ English definition [দোহারা] (বিশেষণ) ১ দ্বিগুণ। ২ দুই ভাঁজবিশিষ্ট; যাতে দুই প্রস্থ বুনন আছে। ৩ স্থূল ও কৃশের মাঝামাঝি; পুষ্টাঙ্গ; সুঠাম (দোহারা চেহারা খাসা-হেয়াত মাহমুদ)। একহারা বিণ। {(তৎসম বা সংস্কৃত) দ্বি>; (তুলনীয়) (হিন্দি) দোহারা}
- Bengali Word দোহারা ২, দুহারী English definition (বিশেষ্য) মন্দির; ঠাকুরবাড়ি। {(তৎসম বা সংস্কৃত) দ্বার>}
- Bengali Word দোহারি English definition ⇒ দোহার১
- Bengali Word দোহাল English definition [দোহাল্] (বিশেষ্য) (বিশেষণ) ১ দোগ্ধা; যে গরু দোহন করে; দোহক। ২ যে দুধ দেয়; দুগ্ধদাতা; দোহন করা যায় এমন; দোহনযোগ্য (দোহাল গরুকে কলাই খাওয়ালে দুধ নাকি বেশী হয়-বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত) দোহ+√লা+অ(অক)}