দ পৃষ্ঠা ৬০
- Bengali Word দোয়জ English definition ⇒ দুঅজ
- Bengali Word দোয়া ১, দোআ English definition [দোয়া] (বিশেষ্য) আশীর্বাদ; মঙ্গল কামনা (দোয়া করে কলেমা পড়িয়া-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। আল্লার দোয়ায় (ক্রিয়াবিশেষণ) আল্লাহর রহমতে। দোয়া দরুদ (বিশেষ্য) আল্লাহর মহিমা কীর্তন ও মঙ্গল প্রার্থনা এবং হজরত মুহম্মদ (সা.)-এর উপর আল্লাহর অনুগ্রহ প্রার্থনা। বদদোয়া (বিশেষ্য) অভিশাপ। {(আরবি)দু’আ}
- Bengali Word দোয়া ২ English definition ⇒ দোয়া
- Bengali Word দোয়াজ-দহম English definition [দোয়াজ্দহোম্] (বিশেষণ) বারোই (করিবর দুয়ারে এলো দোয়াজ দহম-এস. এন. কিউ জুলফিকার আলী (নছরু))। ফাতেহা দোয়া (বিশেষ্য) ১২ই রবিউল আউয়াল তারিখে হজরত মুহম্মদ (সা.)-এর জন্ম ও মৃতুদিবস। {(ফারসি) দুয়াজ দহম}
- Bengali Word দোয়াত English definition [দোয়াত্] (বিশেষ্য) মস্যাধার; লেখার কালি রাখার আধারবিশেষ। দোয়াতদানি (বিশেষ্য) দোয়াত রাখার পাত্রবিশেষ (টেবিলের উপর পাথরের দোয়াতদানি-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(আরবি)দরাত}
- Bengali Word দোয়ানি English definition ⇒ দো
- Bengali Word দোয়াব, দোআব, দুআব English definition [দোয়ার্, দোযাব্, দুআব্] (বিশেষ্য) দুই নদীর মধ্যবর্তী অঞ্চ, দুই নদীযুক্ত বা দুই নদী-বিধৌত দেশ। {(ফারসি) দু+আব্; (তৎসম বা সংস্কৃত) দ্বি+অপ্}
- Bengali Word দোয়ার English definition ⇒ দো
- Bengali Word দোয়ারকি, দোয়ারি English definition ⇒ দোহার
- Bengali Word দোয়াড় English definition [দোআড়্] (বিশেষণ) দুই সুচি (দোয়াড় চিয়াড় বান-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {দ্বি+(বাংলা) আড়}
- Bengali Word দোয়াড়ি English definition [দোয়াড়ি] (বিশেষ্য) মাছ-ধরা বাঁশের দোয়াড়ির উপর বসিয়া আছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) দোয়াড়+ই}
- Bengali Word দোয়েম English definition [দোয়েম্] (বিশেষণ) দ্বিতীয় উৎকৃষ্ট; প্রথম পর্যায়ের নয়। {(তৎসম বা সংস্কৃত) দ্বিতীয়>}
- Bengali Word দোয়েল, দয়েল, দহিয়াল English definition [দোয়েল্, দোয়েল্, দোহিয়াল্] (বিশেষ্য) সুমধুর গায়ক পাখিবিশেষ; বাংলাদেশের জাতীয় পাখি; magpie-robin (কোথায় ডাকে দোয়েল শ্যামা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) দধিরাল>(পাখিটির দুই পাশে দধির মতো সাদা দাগ থাকার জন্য এমন নাম) (আঞ্চলিক) দইয়াল}
- Bengali Word দৌবারিক English definition [দোউবারিক্] (বিশেষ্য) দ্বারপাল; দ্বারী; দ্বারবান; দারোয়ান (ফেরে দ্বারে দৌবারিক-মাইকেল মধুষূদন দত্ত)। দৌবারিকী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) দ্বার+ইক(ঠক্)}
- Bengali Word দৌরাত্ম্য English definition [দোউরাত্তোঁ] (বিশেষ্য) ১ নির্যাতন; উৎপীড়ন; নিষ্ঠুরতা; অত্যাচার (ভাইদের দৌরাত্ম্য সহ্য করা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ পাপাচরণ; দুরাচারমূলক কাজ; বদ স্বভাব। ৩ দুরন্তপনা; অশান্ত আচরণ; উপদ্রব। {(তৎসম বা সংস্কৃত) দুরাত্মন্+য(ষ্যঞ্)}
- Bengali Word দৌর্গত্য English definition দৌর্গত্য [দোউর্গত্তো] (বিশেষ্য) ১ দারিদ্র্য; দুরবস্থা। ২ লাঞ্ছনা। ৩ মালিন্য। {(তৎসম বা সংস্কৃত) দুর্গতি+য(ষ্যঞ্)}
- Bengali Word দৌর্গন্ধ্য English definition [দোউর্গন্ধো] (বিশেষ্য) দুর্গন্ধের ভাব; দুর্গন্ধযুক্ততা। {(তৎসম বা সংস্কৃত) দুর্গন্ধ+য(ষ্যঞ্)}
- Bengali Word দৌর্জন্য English definition [দোউর্জোন্নো] (বিশেষ্য) দুর্ব্যবহার; দুর্জনের আচরণ। বিপরীতার্থক শব্দ সৌজন্য। {(তৎসম বা সংস্কৃত) দুর্জন+য(ষ্যঞ্)}
- Bengali Word দৌর্বল্য English definition [দৌউর্বোললো] (বিশেষ্য) ১ দুর্বলতা; শক্তিহীনতা। ২ কোনো বিষয়ে অসংযম বা অতিরিক্ত আসক্তি; মোহ; অতি আকর্ষণ। {(তৎসম বা সংস্কৃত) দুর্বল+য(ষ্যঞ্)}
- Bengali Word দৌর্ভাগ্য English definition [দৌউর্ভাগ্গো] (বিশেষ্য) মন্দভাগ্য; দুরদৃষ্ট। বিপরীতার্থক শব্দ সৌভাগ্য। {(তৎসম বা সংস্কৃত) দুর্ভগ+য(ষ্যঞ্)}