দ পৃষ্ঠা ৫৭
- Bengali Word দোপট্টি English definition [দোপট্টি] (বিশেষ্য) দুই ভাঁজ করে সেলাই করা চাদর বা বস্ত্র; দোপাট্টা। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+পট্ট>}
- Bengali Word দোপাটি, দোপটী English definition [দোপাটি] (বিশেষ্য) এক প্রকার ফুল (ভক্তির সাজি ভরিলে স্বদেশী, বাধুলি, টগড় দোপাটি চুর্ণি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) দ্বিপুট>}
- Bengali Word দোপাট্টা English definition ⇒ দো
- Bengali Word দোপিয়াজা, দোপেয়াজা, দোপিয়াজি English definition [দোপিয়াজা, দোপেয়াজা, দোপিয়াজি] (বিশেষ্য) অধিক পিয়াজ সহযোগে প্রস্তুত মাছ বা মাংসের ঝোলহীন ব্যঞ্জন। {(ফারসি) দোপিয়াজহ্}
- Bengali Word দোবুটি English definition [দোবুটি] (বিশেষ্য) দুই স্তরবিশিষ্ট পাঁপড়িযুক্ত বর্ষা-কালীন ফুলবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) দোপাটি>}
- Bengali Word দোবে, দুবে English definition [দোবে, দুবে] (বিশেষ্য) বিহারি ব্রাহ্মণের উপাধিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) দ্বিবেদী}
- Bengali Word দোমালা English definition [দোমালা] (বিশেষ্য) অর্ধপক্ব নারকেল। {(অজ্ঞাতমূল)}
- Bengali Word দোযখ English definition ⇒ দোজখ
- Bengali Word দোর English definition [দোর্] ⇒ দুয়ার। দোরগোড়া (বিশেষ্য) দুয়ারের নিচু অংশ (যেখানে সমাজের দোর-গোড়ায় দাঁড়িয়ে আমাদের মাথা নিচু করতে হচ্ছে-বুদ্ধদেব বসু)। দোরষষ্ঠী (বিশেষ্য) তিথিবিশেষ যা হিন্দু ঘরের দুয়ারে পালন করা হয় (দোরষষ্ঠী বলে হলুদ ও দুর্বো দিয়ে পূজো করা হলো-কালীপ্রসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত) দ্বার>}
- Bengali Word দোরক, দোরকা English definition [দোরক্, দোর্কা] (বিশেষ্য) বাদ্যযন্ত্র বাঁধার তার বা ডোর। {(তৎসম বা সংস্কৃত) দোরক; (তুলনীয়) (বাংলা) ডোর}
- Bengali Word দোরকা, দোরোকা, দোরাখা English definition [দোর্কা, দোরোকা, দোরাখা] (বিশেষণ) উভয় পিঠেই সমান কারুকার্য বা রং-বিশিষ্ট (দোরকা শাল)। {(ফারসি) দু+রুখ্(মুখ)+(বাংলা) আ}
- Bengali Word দোররা English definition [দোর্রা] (বিশেষ্য) চাবুক (সেথা উমরের দোর্রা হানিয়া আনো পথ মুক্তির-ফররুখ আহমদ)। {(আরবি)দুর্রাহ}
- Bengali Word দোরোকা English definition ⇒ দোরকা
- Bengali Word দোরোন English definition [দোরোন্] (বিশেষ্য) পরিমাণবোধক শব্দ; পরিমাণবিশেষ; দ্রোণ। {(তৎসম বা সংস্কৃত) দ্রোণ>}
- Bengali Word দোর্দণ্ড English definition [দোর্দন্ডো] (বিশেষ্য) বাহুদণ্ড; ভুজরূপ দণ্ড। □ (বিশেষণ) প্রবল। দোর্দণ্ড প্রতাপ (বিশেষ্য) দৃঢ় বাহুবল; প্রবল শক্তি। □ (বিশেষণ) অত্যন্ত শক্তিশালী; দুর্দমনীয় প্রতাপযুক্ত। দোর্দণ্ড শাসন (বিশেষ্য) দৃঢ় শক্তিসম্পন্ন শাসন; প্রবল প্রতাপশালী শাসকের শাসন (দোর্দণ্ড শাসনের সু-শীতল ছায়ায়-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) দোঃ+দণ্ড; ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word দোল English definition [দোল্] (বিশেষ্য) ১ দোলন; ঝুলনের কাজ (শশধর জল মাঝে খেলে মৃদু দোল-রজনীকান্ত সেন)। ২ দোলা; শিরিকা (চতুর্দোলা)। ৩ হোলি; ফাল্গুনী পূর্ণিমায় কৃষ্ণের ঝুলন উৎসব। দোল খাওয়া (ক্রিয়া) ১ আন্দোলিত হওয়া। ২ দ্বিধায় পড়া (তার মন দোল খাচ্ছে)। দোলদুর্গোৎসব (বিশেষ্য) ১ দোলযাত্রা ও দুর্গোৎসব ইত্যাদির ন্যায় হিন্দুদের প্রধান প্রধান ব্যয়সাধ্য ধর্মোৎসব। দোলমঞ্চ (বিশেষ্য) দোলযাত্রা উপলক্ষে রাধাকৃষ্ণের দোলার জন্য নির্মিত উচ্চ বেদি। যাত্রা (বিশেষ্য) হোলি উৎসব; কৃষ্ণের ঝুলন উৎসব। {(তৎসম বা সংস্কৃত) দুল্+অ(অচ্)}
- Bengali Word দোলক English definition [দোলোক্/দোলক্] (বিশেষ্য) ১ দোলে এমন বস্তু; ঘরিড় পেন্ডুলাম; pendulum। ২ হারের মধ্যস্থলস্থ অলঙ্কারবিশেষ; তখতি (এ যেমন মোতির হারের মাঝখানে হীরার দোলক-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √দুল্+অক(ণ্বুল্)}
- Bengali Word দোলন English definition [দোলন্] (বিশেষ্য) ১ আন্দোলন; কম্পন; দোল খাওয়া (ঢেউয়ের দোলায় কোন্ সে বুকে দোলন মনে পড়ে-রখা)। ২ ঝুলন। দোলন্ত (বিশেষণ) দোলে এমন (শেফালির দোলন্ত আঁচলখানি-শাহাদাত হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) √দুল্+অন(ল্যুট্)}
- Bengali Word দোলনা English definition [দোলনা] (বিশেষ্য) ১ শিশুকে দোল দেওয়ার জন্য তৈরি বাঁশের বা কাঠের নির্মিত কাঠামো বা শয্যাবিশেষ (শিশুদের দোলনা)। ২ বৃক্ষশাখায় রশি বেঁধে ঝুলবার ও দুলবার আসনবিশেষ। {দোলন+আ}
- Bengali Word দোলমা, দোরমা English definition [দোল্মা, দোর্মা] (বিশেষ্য) মাছ বা মাংসের পুর দেওয়া পটলের ব্যঞ্জন। {(অজ্ঞাতমূল)}