দ পৃষ্ঠা ৫৮
- Bengali Word দোলা ১ English definition [দোলা] (বিশেষ্য) ১ দোলনা। ২ পালকি বা শিবিকাবিশেষ; চতুর্দোল (বরকন্যা চলে দিব্য দোলা আরোহণে-ঘনরাম চক্রবর্তী)। ৩ শব বহনের খাটুনি বা মাচান (বাঁশের দোলায় চড়িয়ে শ্মশানঘাটে নিয়ে যাচ্ছে)। {(তৎসম বা সংস্কৃত) √দুল্>+(বাংলা) আ}
- Bengali Word দোলা ২ English definition ⇒ দোলাই
- Bengali Word দোলা ৩, দুলা English definition [দোলা, দুলা] (ক্রিয়া) ১ ঝোলা। ২ দ্বিধায় পড়া (আত্মার সংশয়ে প্রাণ সদাই দোলে-গিরিশ চন্দ্র সেন)। {(তৎসম বা সংস্কৃত) √দুল্>}
- Bengali Word দোলাই, দোলা English definition [দোলাই, দোলা] (বিশেষ্য) দুই স্তর কাপড় দিয়ে প্রস্তুত শীতবস্ত্র (ছাড়িয়া পাটের দোলা সবে করে পাখীর খেলা পড়ে খসি ভূষণ অম্বর-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(তুলনীয়) হি দুলাই}
- Bengali Word দোলানো, দুলানো, দুলনো English definition [দোলানো, দুলানো, দুলনো] (ক্রিয়া) দোল দেওয়া; আন্দোলিত করা। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) দোল+(বাংলা) আনো; ক্রিয়ারূপ-দোলাই, দোলাও, দোলায়, দোলান; অক্রি-দুলিয়ে, দোলাতে, দোলালে ইত্যাদি}
- Bengali Word দোলায়মান English definition [দোলায়োমান্] (বিশেষণ) দোদুল্যমান; দুলছে এমন; দোলনশীল। □ (বিশেষ্য) সংশয়াপন্ন; দ্বিধাগ্রস্ত; সন্দিহান। □ (বিশেষণ) চঞ্চল। {(তৎসম বা সংস্কৃত) √দোলয়+মান(শানচ্)}
- Bengali Word দোলায়িত English definition [দোলায়িতো] (বিশেষণ) ১ আন্দোলিত; দোলানো হচ্ছে এমন। ২ ঝুলানো হয়েছে বা হচ্ছে এমন। দোলায়িত চিত্ত (বিশেষ্য) ১ সংশয়াপন্ন মন; দ্বিধাগ্রস্ত চিত্ত। {(তৎসম বা সংস্কৃত) √দোলায়+ত(ক্ত)}
- Bengali Word দোলিকা, দোলী English definition [দোলিকা, দোলি] (বিশেষ্য) ডুলি; ছোট শিবিকা। {(তৎসম বা সংস্কৃত) √দোল্+ঈ(ঙীষ্)+ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word দোশালা English definition ⇒ দো
- Bengali Word দোষ English definition [দোষ] (বিশেষ্য) অপরাধ; মন্দকাজ (দোষ করা)। ২ ত্রুটি; খুঁত (দক্ষের এ দোষ কেন বেদের এ দোষ-ভারতচন্দ্র রায়গুণাকর)। দোষক্ষালন (বিশেষ্য) অপরাধ মোচন। দোষগ্রাহী(-হিন্), দোষদর্শী (-র্শিন্) (বিশেষণ) ছিদ্রান্বেষী; অপরের দোষ ধরে বা দেখে এমন। দোষজ্ঞ (বিশেষণ), (বিশেষ্য) ১ দোষ-ত্রুটি জানে এমন, দোষ-গুণ বিচার করতে সক্ষম। ২ পণ্ডিত। ৩ চিকিৎসক। দোষত্রয় (বিশেষ্য) ১ রাত, পিত্ত, কফ-এই তিন দোষ। ২ রাগ, দ্বেষ, মোহ-এই তিন রিপু। দোষ দেওয়া (ক্রিয়া) অপরের নিন্দা করা; অন্যের চরিত্রের উপর কলঙ্ক আরোপ করা। দোষল (বিশেষণ) দোষ আছে এমন; দোষযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) √দুষ্+অ(ঘঞ্)}
- Bengali Word দোষা ১, দুষা English definition [দোশা, দুশা] (ক্রিয়া) দোষ দেওয়া; দোষারোপ করা (অনর্থক তাকে দোষা কেন?)। দোষাদোষ (বিশেষ্য) দোষগুণ; দোষ-অদোষ। দোষানো (ক্রিয়া) দোষ দেওয়ানো বা দেখানো। {(তৎসম বা সংস্কৃত) দোষ+(বাংলা) আ}
- Bengali Word দোষা ২ English definition [দোষা] (বিশেষ্য) ১ রাত্রিকাল। ২ চন্দ্র। দোষাতন (বিশেষণ) নৈশ; রাত্রিকালীন। {(তৎসম বা সংস্কৃত) √দুষ্+অ(ঘচ্)+আ(টাপ্)}
- Bengali Word দোষাবহ English definition [দোশাবহো] (বিশেষণ) দোষজনক; দোষযুক্ত; অপরাধজনক। {(তৎসম বা সংস্কৃত) দোষ+আবহ}
- Bengali Word দোষারোপ English definition [দোষারোপ] (বিশেষ্য) দোষ দেওয়া; দোষ প্রদান; অপরাধীকরণ। {(তৎসম বা সংস্কৃত) দোষ+আরোপ}
- Bengali Word দোষাশ্রিত English definition [দোশাস্স্রিতো] (বিশেষণ) দোষযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) দোষ+আশ্রিত}
- Bengali Word দোষী(-ষিন্) English definition [দোশি] (বিশেষণ) অপরাধী; দোষযুক্ত। দোষিণী (স্ত্রীলিঙ্গ)। দোষী করা, দুষী করা (ক্রিয়া) অপরাধী করা বা দায়ী করা। {দোষ+ইন(ঘিনুণ্)}
- Bengali Word দোষৈকদর্শী (-শিন্), দোষৈকদৃক English definition [দোশোইকোদোর্শি, দোশোইকোদৃক্] (বিশেষণ) কেবল অপরের দোষই দেখে এমন; গুণগ্রাহী নহে এমন; ছিদ্রান্বেষী। {(তৎসম বা সংস্কৃত) দোষ+একদর্শী, একদৃক্}
- Bengali Word দোসর English definition [দোশোর্] (বিশেষ্য) সঙ্গী; সাথি; অংশীদার; দ্বিতীয় ব্যক্তি (সম্পদে বিপদে তিনিই ছিলেন হযরতের দোসর-হাবীবুল্লাহ বাহার)। ২ সহায়; সাহায্যকারী। দোসরী (স্ত্রীলিঙ্গ) সঙ্গিনী; সখী (আয় দোসরী বনে গিয়ে হেরি সেই বংশীধারী-গান)। {(তৎসম বা সংস্কৃত) দ্বিতীয়+√স্>দ্বিতীয়সর>}
- Bengali Word দোসরা, দোস্রা, দুসরী English definition [দোশোরা/দোশরা, দোশ্রা, দুশোরি] (বিশেষণ) ১ দ্বিতীয় (আর দোসরা কথা বলো না)। ২ অন্য; অপর (আমি দোসরা এলাকায় ঘরের ঠ্যাকনা করেছি-মাইকেল মধুষূদন দত্ত)। ৩ মাসের তারিখের ক্ষেত্রে দ্বিতীয় (দোসরা পৌষ)। {দোসর+আ;(হিন্দি) দুসরা}
- Bengali Word দোসারি English definition (বিশেষ্য) দুই পঙ্ক্তি; দুই থাক বা শ্রেণি। {দুই+সারি>}