দ পৃষ্ঠা ৬১
- Bengali Word দৌর্মনস্য English definition [দৌউর্মনোশ্শো] (বিশেষ্য) ১ দুশ্চিন্তা; দুর্ভাবনা; চিত্তের দুঃখজনিত অবসাদ। ২ দুঃখ। {(তৎসম বা সংস্কৃত) দুর্মনস্+য(ষ্যঞ্)}
- Bengali Word দৌলত, দৌলৎ English definition [দৌউলত্] (বিশেষ্য) ঐশ্বর্য; ধনরত্ন; সম্পদ (ধনদৌলত বাড়ে নাক-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দয়া; অনুগ্রহ; আনুকূল্য; সহায়তা; প্রভাব (তিনি নিজের বেতন বাড়িয়ে তোলেন ছাত্রের দৌলতে-অবনীন্দ্রনাথ ঠাকুর); যার দৌলতে বেঁচে গেলাম-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। দৌলতখানা (বিশেষ্য) ১ ঐশ্বর্য বা ধনসম্পদপূর্ণ বাসভবন; ধনীর প্রসাদ। ২ গৃহ; বাসস্থান (কোথায় দৌলৎখানা চলেছো কোথায় নৌজোয়ান-ফররুখ আহমদ)। দৌলতদার, দৌলতমন্দ (বিশেষণ) ঐশ্বর্যশালী; ধনী (সাবাস দৌলতমন্দ এত মাল থাকে যার সাথে-সৈয়দ হামজা)। দৌলতদারি (বিশেষ্য) ঐশ্বর্যশালিতা। দৌলতশালা (বিশেষ্য) রত্নাগার; ঐশ্বর্যভাণ্ডার (কত ভাত তার যার দুনিয়ার সব দৌলতশালা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি)দরলত}
- Bengali Word দৌহিত্র English definition [দৌহিত্ত্রো] (বিশেষ্য) দুহিতা বা কন্যার পুত্র; নাতি। দৌহিত্রী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) কন্যার কন্যা; নাতনী। {(তৎসম বা সংস্কৃত) দুহিত+অ(অঞ্)}
- Bengali Word দৌড় English definition [দোউড়্] (বিশেষ্য) ১ বেগে গমন; ধাবন; ছুট (দৌড় দেওয়া)। ২ প্রতিযোগিতামূলক ধাবন (ঘোড়দৌড়)। ৩ বেগে পলায়ন (দৌড় মারা)। ৪ সীমা; বিস্তার; প্রসার (স্মৃতিশাস্ত্রে তার বিদ্যার দৌড় কত-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৫ ((ব্যঙ্গার্থ)) ক্ষমতা (মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত-প্রবাদ)। দৌড় ঝাঁপ, দৌড়ধাপ (বিশেষ্য) ১ ধাবন ও লম্ফ; দৌড় ও লাফ। ২ দাপাদাপি; উদ্দামভাবে সশব্দে চলাফেরা। ৩ ব্যস্ততার সঙ্গে ছুটাছুটি বা দৌড় দৌড়ি (দৌড়ঝাঁপ করা)। {(তৎসম বা সংস্কৃত) √দ্রু>}
- Bengali Word দৌড়া English definition [দোউড়া] (ক্রিয়া) ছোটা; বেগে ধাবিত হওয়া; দ্রুত গমন করা। {দৌড়+আ}
- Bengali Word দৌড়াদৌড়ি English definition [দোউড়াদোউড়ি] (বিশেষ্য) ছুটাছুটি; ক্রমাগত ইতস্তত ধাবন বা দৌড়। {দৌড়+আ+দৌড়+ই}
- Bengali Word দৌড়ানো, দৌড়নো English definition [দোউরানো, দোউরনো] (ক্রিয়া) ১ ছোটা; বেগে ধাবিত হওয়া; দৌড় দেওয়া (চোরটার পেছনে দৌড়াও)। ২ দৌড় বা ছুটাছুটি করানো (ঘোড়াকে দৌড়াচ্ছে)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। {দৌড়+আনো}
- Bengali Word দৌড়ী English definition [দৌউড়ি] (বিশেষ্য) রজ্জু; দড়ি (নহে বা বান্ধিআঁ রাখিবোঁ দৃঢ় দৌড়ী-বড়ু চণ্ডীদাস)। {(তুলনীয়) দাড়ি}
- Bengali Word দ্বন্দ্ব English definition [দন্দো] (বিশেষ্য) ১ বিরোধ (দ্বন্দ্ব-কলহে উভয় পক্ষের ক্ষতি)। ২ কলহ; ঝগড়া; বিবাদ (কেহ কেহ বহুবীহি ও দ্বন্দ্ব লইয়া মহাদ্বন্দ্ব করিতেছেন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৩ যুদ্ধ; মল্লযুদ্ধ (দ্বন্দ্বে আহ্বান করা)। ৪ সমাসবিশেষ; সমপ্রাধান্যপূর্ণ উভয় পদের সমাস। ৫ পরস্পর বিরোধী দুই বিষয়। ৬ জোড়া; যুগল; মিথুন; স্ত্রী-পুরুষ। দ্বন্দ্বযুদ্ধ (বিশেষ্য) দুই ব্যক্তির মধ্যে লড়াই; duel; মল্লযুদ্ধ। দ্বন্দ্ব সমাস (বিশেষ্য) (ব্যাকরণ) যে সমাসে প্রত্যেক পদের অর্থপ্রাধান্য থাকে। দ্বন্দ্বাতীত (বিশেষণ) সুখ-দুঃখাদি বোধের অতীত; সর্বাবস্থায় সহিষ্ণু এমন। দ্বন্দ্বী (-ন্দ্বিন্) (বিশেষণ) ১ বিবাদকারী; বিবাদী; অন্যের বিরোধী বা শত্রু। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+দ্বি, (কর্মধারয় সমাস); দ্বম্+দ্ব (নিপাতনে)}
- Bengali Word দ্বাচত্বারিংশ English definition [দাচত্তারিঙ্শো] (বিশেষ্য) (বিশেষণ) ৪২ সংখ্যা বা সংখ্যক। দ্বাচত্বারিংশৎ (বিশেষ্য) ৪২ সংখ্যা; বিয়াল্লিশ। □ (বিশেষণ) ৪২ সংখ্যক। দ্বাচত্বারিংশত্তম (বিশেষণ) ৪২ সংখ্যার পূরক। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+চত্বারিংশ}
- Bengali Word দ্বাত্রিংশ English definition [দাত্রিঙ্শো] (বিশেষ্য) (বিশেষণ) ৩২ সংখ্যা বা সংখ্যক। দ্বাত্রিংশৎ (বিশেষ্য) ৩২ সংখ্যা; বত্রিশ। □ (বিশেষণ) ৩২ সংখ্যক। দ্বাত্রিংশত্তম (বিশেষণ) ৩২ সংখ্যার পূরক। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+ত্রিংশ}
- Bengali Word দ্বাদশ English definition [দাদাশ্] (বিশেষ্য) ১২ সংখ্যা; বারো। □ (বিশেষণ) ১২ সংখ্যক; ১২ সংখ্যার পূরক। দ্বাদশী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) একাদশীর পরবর্তী (শুক্লা দ্বাদশী)। □ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ দ্বাদশ বর্ষ বয়স্কা (দ্বাদশী কন্যা)। ২ দ্বাদশ স্থানে অবস্থিতা। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+দশন্}
- Bengali Word দ্বাপর English definition [দাপর্] (বিশেষ্য) ১ হিন্দু পুরাণোক্ত যুগবিশেষ; চারটি যুগের তৃতীয়টি (দ্বাপর যুগের মৃত্যু ঠেলিয়া-কাজী নজরুল ইসলাম; মানুষের ৮,৬৪,০০০ বছর পরিমাণ। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+পর; সুপ্সুপা}
- Bengali Word দ্বাবিংশ English definition [দাবিঙ্শো] (বিশেষ্য) (বিশেষণ) ২২ সংখ্যা বা সংখ্যক। দ্বাবিংশতি (বিশেষ্য) ২২ সংখ্যা; বাইশ। □ (বিশেষণ) ২২ সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+বিংশ}
- Bengali Word দ্বার English definition [দার্] (বিশেষ্য) দরজা; দুয়ার; প্রবেশ ও নির্গমনের পথ। দ্বারগ্রামবাসী (বিশেষণ) নগরের দ্বারে বা উপকণ্ঠে বাস করে এমন। দ্বারদেশ, দ্বারপ্রান্ত (বিশেষ্য) দরজার নিকটবর্তী স্থান; অতি নিকটবর্তী স্থান। ২ ((আলঙ্কারিক)) অতি নিকটবর্তী স্থান। দ্বারপণ্ডিত (বিশেষ্য) সেকালে যে পণ্ডিতের কাছে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে শিক্ষার্থীরা শিক্ষালয়ে প্রবেশ করতে পারত। দ্বারপাল, দ্বারবান, দ্বাররক্ষক, দ্বাররক্ষী, দ্বারী, দ্বারিক (বিশেষ্য) দারোয়ান; দৌবারিক; দরজায় পাহারারত কর্মচারী (এমন সময়ে দ্বারপাল আসিয়া কহিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর; মন্ত্রী হইতে দ্বারী মহাশয় সবে গম্ভীরমুখ-রবীন্দ্রনাথ ঠাকুর; আচম্বিতে দেখিলেন দ্বারিক দুর্জন-রামরাম বসু)। দ্বারস্থ-দরজায় উপনীত বা অবস্থিত। ২ ((আলঙ্কারিক)) সাহায্য বা ভিক্ষাপ্রার্থী; শরণাগত (ভয়ে যত ভূপতি দ্বারস্থ)। দ্বারে দ্বারে (ক্রিয়াবিশেষণ) দুয়ারে দুয়ারে; ঘরে ঘরে (আমি দ্বারে দ্বারে যাব ভিক্ষা মাগি খাব-রামপ্রসাদ সেন [বিদ্যাসুন্দর])। দ্বারোদ্ঘাটন (বিশেষ্য) দরজা খোলা। ২ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক প্রারম্ভ (দুঃস্বপ্নের দ্বারোদ্ঘাটনের মত-আকাআ)। {(তৎসম বা সংস্কৃত) √দ্বারি+অ(অচ্)}
- Bengali Word দ্বারকা, দ্বারিকা, দ্বারবতী English definition [দারোকা, দারিকা, দারাবোতি, দার্বতি] (বিশেষ্য) আরব সাগরের তীরে গুজরাটের কাথিওয়াড়ে অবস্থিত নগরবিশেষ; মহাভারতোক্ত শ্রীকৃষ্ণের আবাসস্থল। দ্বারকানাথ, দ্বারিকানাথ, দ্বারকাপতি, দ্বারিকাপতি, দ্বারকেশ (বিশেষ্য) কৃষ্ণ। {(তৎসম বা সংস্কৃত) দ্বার+ক(কন্)+আ(টাপ্), (তৎসম বা সংস্কৃত) দ্বার+বৎ(বতুপ্)+ঈ(ঙীপ্)}
- Bengali Word দ্বারা English definition [দারা] (অব্যয়) সাহায্যে; মারফতে; দিয়ে; কর্তৃক; যোগে। {(তৎসম বা সংস্কৃত) দ্বার্+আ(৩য়া (একবচন)); অনুসর্গ}
- Bengali Word দ্বারী (-রিন্) English definition ⇒ দ্বার। {(তৎসম বা সংস্কৃত) দ্বার+ইন্(ইনি)}
- Bengali Word দ্বাষষ্টি English definition [দাশোশ্টি] (বিশেষ্য) (বিশেষণ) ৬২ সংখ্যা বা সংখ্যক; বাষট্টি। দ্বাষষ্টিতম (বিশেষণ) ৬২ সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+ষষ্টি}
- Bengali Word দ্বাসপ্ততি English definition [দাশপ্তোতি] (বিশেষ্য) (বিশেষণ) ৭২ সংখ্যা বা সংখ্যক; বাহাত্তর। দ্বাসপ্ততিতম (বিশেষণ) ৭২ সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+সপ্ততি}