দ পৃষ্ঠা ৬৩
- Bengali Word দ্ব্যণুক English definition [দোনুক্] (বিশেষ্য) দুই অনুসহযোগে গঠিত। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+অণু+ক(কপ্); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দ্ব্যর্থ English definition [দ্যার্থো] (বিশেষণ) ১ দুই রকমের অর্থ। ২ দুই রকমের অর্থবিশিষ্ট। দ্ব্যর্থক, দ্ব্যর্থবোধক (বিশেষণ) দুই রকমের অর্থ হয় এমন। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+অর্থ}
- Bengali Word দ্ব্যশীতি English definition [দ্যাশিতি] (বিশেষ্য) ৮২ সংখ্যা; বিরাশি। □ (বিশেষণ) বিরাশি সংখ্যক। দ্ব্যশীতিতম (বিশেষণ) বিরাশি সংখ্যার পূরক। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+অশীতি}
- Bengali Word দ্ব্যহ English definition [দ্যাহো] (বিশেষ্য) দুই দিন। দ্ব্যাহিক (বিশেষণ) ১ দুই দিনব্যাপী। ২ দুই দিন অন্তর অন্তর ঘটে এমন; সবিরাম (দ্ব্যাহিক জ্বর)। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+অহ; (দ্বিগু সমাস)}
- Bengali Word দ্বয় English definition [দয়্] (সর্বনাম) দুই; দ্বিসংখ্যক; যুগল; মিথুন। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+অয়(অয়চ্)}
- Bengali Word দ্যা ((মধ্যযুগীয় বাংলা)) English definition [দ্যা] (বিশেষ্য) দেবী (জননীক দ্যা এছে বলিআ-ময়নামতীর গান)। {(তৎসম বা সংস্কৃত) দেবী}
- Bengali Word দ্যাখতা English definition ⇒ দেখতা
- Bengali Word দ্যাখা English definition ⇒ দেখা
- Bengali Word দ্যাত্মবাদী English definition [দ্যাত্তোঁবাদি] (-দিন্) (বিশেষণ) দ্বৈতবাদী। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+আত্মবাদী; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দ্যাবাপৃথিবী English definition [দ্যাবাপ্রিথিবি] (বিশেষ্য) আকাশ ও পৃথিবী; স্বর্গ ও ধরণী। {(তৎসম বা সংস্কৃত) দিব্>দ্যাবা+পৃথিবী; (দ্বন্দ্ব সমাস)}
- Bengali Word দ্যাস্যা English definition [দাশ্শা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) শুদ্রজাতীয় বিধবার নামের শেষে ব্যবহৃত পদবী। {(তৎসম বা সংস্কৃত) দাস্যাঃ (দাসী+ষষ্ঠী (একবচন) অর্থ- দাসীর)}
- Bengali Word দ্যাহিক English definition ⇒ দ্ব্যহ
- Bengali Word দ্যু English definition [দু] (বিশেষ্য) স্বর্গ; আকাশ। দ্যুচর (বিশেষ্য) আকাশচর; স্বর্গচারী; উভচর পাখি। দ্যুলোক (বিশেষ্য) স্বর্গলোক; স্বর্গ (গেয়ে ধেয়ে যাক দ্যুলোক ভূলোক-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দিব্>(সমাসে পূর্বপদ হিসেবে)}
- Bengali Word দ্যুতি English definition [দুতি] (বিশেষ্য) প্রভা; দীপ্তি; কিরণ; শোভা; সৌন্দর্য। দ্যুতিতিমান (বিশেষণ) ১ জ্যোতির্ময়; দীপ্তিমালী। ২ শোভমান। {(তৎসম বা সংস্কৃত) √দ্যুত্+ই(ইন্)}
- Bengali Word দ্যুমণি English definition (বিশেষ্য) সূর্য। {(তৎসম বা সংস্কৃত) দ্যু+মণি; ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word দ্যুলোক English definition ⇒ দ্যু
- Bengali Word দ্যূত, দ্যূতক্রীড়া English definition [দুতো, দুতোক্ক্রিড়া] (বিশেষ্য) ১ বাজি রেখে পাশা খেলা; অক্ষক্রীড়া (নয়ানন্দ .... দূতক্রীড়া সুরাপান প্রভৃতি ব্যসনে আসক্ত হইল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ জুয়াখেলা; পণ বা বাজি রেখে খেলা (রাজপথ লইয়া দ্যূতক্রীড়া বসাইতে হইবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। দ্যূতকার, দ্যূতকর (বিশেষ্য) ১ যে পাশা খেলে। ২ জুয়াড়ি। {(তৎসম বা সংস্কৃত) √দিব্+ত(ক্ত)}
- Bengali Word দ্যো English definition [দো] (বিশেষ্য) স্বর্গ; আকাশ। {(তৎসম বা সংস্কৃত) √দ্যুৎ+ও(ডো)}
- Bengali Word দ্যোতক English definition [দোতোক্] (বিশেষণ) ১ দ্যোতনা বা সূচনা করে এমন; সূচক; প্রকাশক; ব্যঞ্জক। ২ উদ্বোধক; দীপ্তিমান। দোতন, দ্যোতনা (বিশেষ্য) ব্যঞ্জনা; সূচনা; দীপ্তি প্রকাশ; ব্যঞ্জনা। দ্যোতনি বি। দ্যোতিত (বিশেষণ) দীপ্ত; প্রকাশিত (প্রতীকের দ্বারা দ্যোতিত বানান উচ্চারণের বিভিন্নতা সৃষ্টি করে-কাজী দীন মোহাম্মদ)। দোতমান (বিশেষণ) ভাস্বর; প্রকাশমান; দীপ্তিমান। দ্যোতি (বিশেষ্য) দীপ্তি; জ্যোতি; ব্যঞ্জনা। দ্যোতিত (বিশেষণ) দীপ্ত; প্রকাশিত। {(তৎসম বা সংস্কৃত) √দ্যুৎ+অ(ঘঞ্)+অক(ণ্বুল্)}
- Bengali Word দ্রগড় English definition [দ্রগড়] (বিশেষ্য) দগড়; দামামা; ঢাক জাতীয় বাদ্য। {ধ্বন্যাত্মক}