ন পৃষ্ঠা ৩৮
- Bengali Word নিত্যানন্দ English definition [নিত্তানন্দো] (বিশেষ্য) নিতাই; শ্রীগৌরাঙ্গের বৈষ্ণবধর্ম প্রচারের সহযোগী। □ (বিশেষণ) সর্বদা আনন্দে থাকে এমন; সদানন্দ। {(তৎসম বা সংস্কৃত) নিত্য+আনন্দ}
- Bengali Word নিদ English definition = নিদ্রা
- Bengali Word নিদম (মধ্যযুগীয় বাংলা) English definition [নিদম্] (বিশেষণ) ১ নির্ধূম; ধূমশূন্য। ২ নির্জলা (জ্বাল দেয় নিদম করিয়া-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত) নির্ধূম>}
- Bengali Word নিদর্শন English definition [নিদর্শোন্] (বিশেষণ) ১ প্রমাণ। ২ অভিজ্ঞান; চিহ্ন। ৩ উদাহরণ; দৃষ্টান্ত; উল্লেখ। {(তৎসম বা সংস্কৃত) নি+ √দৃশ্+অন(ল্যুট্)}
- Bengali Word নিদর্শনা English definition [নিদর্শোনা] (বিশেষ্য) কাব্যে অর্থালঙ্কার বিশেষ; সাদৃশ্য হেতু কারে উপর অস্বভাবিক গুণধর্ম কার্যাদির আরোপ (যথা, ফুল দল দিয়া কাটিলা কি বিধাতা শাষ্মলী-তরুবরে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নি+√দৃশ্+অন(ল্যুট্)+আ(টাপ্)}
- Bengali Word নিদর্শনী English definition [নিদর্শোনি] (বিশেষ্য) সূচি; জ্ঞাপনী। {(তৎসম বা সংস্কৃত) নিদর্শন+ঈ(ঙীষ্)}
- Bengali Word নিদাঘ English definition [নিদাঘ্] (বিশেষ্য) ১ গ্রীষ্মকাল। ২ উত্তাপ (ফল্গু নদীর ন্যায় নিদাঘতাপে উত্তপ্ত পুরুষের জীবন করে সজীব ও সুস্নিগ্ধ-সৈয়দ মুর্তাজা আলী)। ২ ঘাম; উষ্মা। {(তৎসম বা সংস্কৃত) নি+√দহ্+অ(ঘঞ্)}
- Bengali Word নিদাটি English definition ⇒ নিদুটি
- Bengali Word নিদান, নিদেন English definition [নিদান্, নিদেন্] (বিশেষ্য) হেতু; মূল; কারণ; রোগের কারণ; ব্যাধি নির্ণয়কারী শাস্ত্র। □ (বিশেষণ) শেষ; চরম; অন্তিম (ভাবনা হইল কি হবে নিদানে-ভারতচন্দ্র রায়গুণাকর)। নিদানকাল (বিশেষ্য) অন্তিম সময়; মৃত্যু সময়; শেষ অবস্থা। নিদানতত্ত্ব, নিদানবিদ্যা, নিদানশাস্ত্র (বিশেষ্য) রোগের হেতু ও উৎপত্তি শাস্ত্র। {(তৎসম বা সংস্কৃত) নি+√দা+অন(ল্যুট্)}
- Bengali Word নিদারুণ English definition [নিদারুন্] (বিশেষণ) ১ অতি ভীষণ; অত্যন্ত দারুণ (নিদারুণ শাস্তি)। ২ কঠোর; নির্দয় (নিদারুণ বিধাতা)। ৩ অসহনীয়; অসহ্য (নিদারুণ বেদনা)। {নি+দারুণ}
- Bengali Word নিদালি, নিদালী English definition [নিদালি] (বিশেষ্য) ১ মন্ত্রপূত ধুলা যা নিদ্রালু করে। ২ নিদ্রার ভাব; ঘুমঘুম ভাব (দিবস আমার এখনো নিদালী ঘোরে রাতের কবলে বাঁধা-জাহানারা আরজু)। {নিদ+আলি}
- Bengali Word নিদিধ্যাস, নিদিধ্যাসন English definition [নিদিদ্ধ্যাস্, নিদদ্ধ্যাশোন্] (বিশেষ্য) শ্রুত বিষয়ের মনন ও ধ্যান; নিরন্তর পর্যালোচনা। {(তৎসম বা সংস্কৃত) নি+√ধ্যৈ+স(সন্)+অ(ঘঞ্)}
- Bengali Word নিদুখ (মধ্যযুগীয় বাংলা) English definition [নিদুখ্] (বিশেষণ) দুঃখশূন্য (নিদুখ কাহ্ন চরণে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {নি+দুখ}
- Bengali Word নিদুটি, নিদুলি, নিদাটি English definition [নিদুটি, নিদুলি, নিদাটি] (বিশেষ্য) ১ গাঢ় নিদ্রাজনক মন্ত্র। ২ নিদ্রা ভাব (আত্মহ্য অসূর্যলোক নক্ষত্রেও লেগেছে নিদুটি-সুধীন্দ্রনাথ দত্ত; লাগ লাগ নিদাটি নগর জুড়ে লাগ-ঘনরাম চক্রবর্তী)। {নিদ+উটি, উলি, আটি}
- Bengali Word নিদেন ১ English definition ⇒ নিদেশ
- Bengali Word নিদেন ২ English definition [নিদেন্] (অব্যয়) একান্ত; অন্তত; নেহাত; বড়জোর (আশা করি, নিদেন পক্ষে ছটা মাস কি এক বছরই-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) নিদান>}
- Bengali Word নিদেন ৩ English definition [নিদেন্] (বিশেষ্য) লাঙলের মুড়ার উপরের ধরার কাঠ দণ্ড। {অজ্ঞাতমূল}
- Bengali Word নিদেশ English definition [নিদেশ্] (বিশেষ্য) ১ আজ্ঞা; অনুমতি আদেশ (তোমার নিদেশে নেমে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ উক্তি; নির্দেশ। ৩ সংবাদ (এতহু নিদেশ কহলুঁ তোহে সুন্দরী-বিদ্যাপতি)। নিদিষ্ট (বিশেষণ) ১ উক্ত। ২ নির্দেশপ্রাপ্ত; আদিষ্ট। নিদেশপত্র (বিশেষ্য) কোনো ব্যাপারে নির্দেশ দেওয়া পত্র বা লিপি। নিদেষ্টা বিন নির্দেশ দিয়ে থাকে এমন ব্যক্তি; আদেশকারী। {(তৎসম বা সংস্কৃত) নি+√দিশ্+অ(ঘঞ্)}
- Bengali Word নিদ্রা English definition [নিদ্দ্রা] (বিশেষ্য) ১ ঘুম। নিদ্রাকর্ষণ (বিশেষ্য) নিদ্রাবেশ; তন্দ্রাঘোর; ঘুম পাওয়া। নিদ্রাগত (বিশেষণ) ঘুমন্ত; নিদ্রিত। নিদ্রাজড় (বিশেষণ) তন্দ্রা-জড়িত অবস্থা; সম্পূর্ণ নিদ্রাবস্থায় নয় (তার পরে নিদ্রাজড় অবস্থায় ভাবিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। নিদ্রাজনক (বিশেষণ) ঘুম পায় এমন; নিদ্রা উৎপাদক; ঘুমপাড়ানি। নিদ্রাতুর (বিশেষণ) ঘুমে কাতর; ঘুম-জড়িত (নিদ্রাতুর আঁখি পরে, সারা রাত্রি ধরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। নিদ্রান্বিত (বিশেষণ) ঘুমন্ত (বিমান কিঞ্চিৎ অবতীর্ণ করিয়া নিদ্রান্বিত লাবণ্যবতীকে লইয়া পলায়ন করিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। নিদ্রাবিষ্ট (বিশেষণ) ঘুম অচেতন; নিদ্রামগ্ন। নিদ্রাবেশ (বিশেষ্য) ঘুমের আবেশ; ঘুমের ঘোর; নিদ্রা পাওয়া; তন্দ্রালু। নিদ্রাভঙ্গ (বিশেষ্য) জাগরণ; ঘুম ভাঙা। নিদ্রাভিভূত (বিশেষণ) নিদ্রাবিশিষ্ট; নিদ্রামগ্ন। নিদ্রায়মাণ (বিশেষণ) ঘুমাচ্ছে এমন। নিদ্রালস (বিশেষণ) নিদ্রার আবেশে অবসন্ন বা জড়তাগ্রস্ত; তন্দ্রালস (নিদ্রালস আঁখিসম-রবীন্দ্রনাথ ঠাকুর)। নিদ্রালসা (স্ত্রীলিঙ্গ)। নিদ্রালু (বিশেষণ) নিদ্রাপ্রিয়; ঘুমাতে ভালোবাসে এমন; নিদ্রাশীল; ঘুম পেয়েছে এমন। নিদ্রিত (বিশেষণ) নিদ্রাগত, নিদ্রাবিষ্ট; ঘুমন্ত। নিদ্রিতা (স্ত্রীলিঙ্গ)। নিদ্রোত্থিত (বিশেষণ) ঘুম থেকে উঠেছে এমন; সদ্য জাগরিত। নিদ্রোত্থিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নি+√দ্রা+অ(অঙ্)}
- Bengali Word নিদয় English definition [নিদয়্] (বিশেষণ) নির্দয়; দয়াহীন; কঠোর (কে তুমি নিদয় নীরব ললনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। নিদয়া (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নির্দয়>}