ন পৃষ্ঠা ৩৭
- Bengali Word নিজ্ঝুম English definition ⇒ নিঝুম
- Bengali Word নিঝঞ্ঝাট, নির্ঝঞ্ঝাট English definition [নিঝন্ঝাট্, নিজ্ঝন্ঝাট্] (বিশেষ্য) নির্বিবাদ; ঝঞ্ঝাটশূন্য। {নিঃ+ঝঞ্ঝাট}
- Bengali Word নিঝর English definition [নিঝর্] (বিশেষ্য) ১ নির্ঝর; উৎস; ঝরনা (রৌদ্র শুষ্ক হইল নিঝর, তরুলতা শাখা ফুল কমল-কাজী নজরুল ইসলাম)। ২ ঝরা; অশ্রুধারা। {(তৎসম বা সংস্কৃত) নির্ঝর>}
- Bengali Word নিঝুম, নিজ্ঝুম English definition [নিঝুম্, নিজ্ঝুম্] (বিশেষণ) ১ সম্পূর্ন নীরব বা নিঃশব্দ; নিষ্পন্দ। ২ সম্পূর্ণ আচ্ছন্ন; সর্বতোভাবে আবিষ্ট। {নি+ঝুম(<ঘুম)}
- Bengali Word নিট ১, নীট ১ English definition [নিট্] (বিশেষণ) ১ খাঁটি; সত্য; ন্যায্য; প্রকৃত (আমি যারে যাহা খুসী হয়ে দিই তাই তার নিট প্রাপ্য-রজনীকান্ত সেন)। {(তৎসম বা সংস্কৃত) নিষ্ঠা; (তুলনীয়) (ইংরেজি) net}
- Bengali Word নিট ২, নীট ২ English definition [নিট্] (বিশেষণ) ১ খরচ বাদে থাকে এমন (বিষয় সম্পত্তিতে নীট আয় ছয়টি হাজার-মীর মশাররফ হোসেন)। ২ আনুষঙ্গিক বিষয় বা বস্তু বাদ দিয়ে থাকে এমন। নিট মুনাফা (বিশেষ্য) আনুষঙ্গিক খরচ বাদে লাভের অংশ (তার থেকে এই আমার নিট মুনাফা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) net}
- Bengali Word নিটোল English definition [নিটোল্] (বিশেষণ) ১ টোলহীন; সুগোল; সুডৌল; হৃষ্টপুস্ট; নিখুঁত (পূর্ণ নিটোল গভীর ঘন কালো-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ পূর্ণ; সুবিকশিত। ৩ তল; স্থল; প্রদেশ। ৪ কপোল। {(তৎসম বা সংস্কৃত) নিস্তল>}
- Bengali Word নিঠুর English definition ⇒ নিষ্ঠুর
- Bengali Word নিত English definition [নিত্] (বিশেষণ) প্রত্যহ; নিত্য; রোজ। {(তৎসম বা সংস্কৃত) নিত্য>}
- Bengali Word নিতকনে English definition [নিত্কোনে] (বিশেষ্য) বিবাহের সময়ে কনের কুমারী সঙ্গিনী। {নিত (<(তৎসম বা সংস্কৃত) মিথ্যা)+কনে}
- Bengali Word নিতবর English definition [নিত্বর্] (বিশেষ্য) বিবাহকালে পাত্রের কুমারী সঙ্গী (দাদারা চলেছেন বে করতে তুইও যাবি নিতবর হয়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {নিত(<(তৎসম বা সংস্কৃত) মিথ্যা)+বর}
- Bengali Word নিতর English definition [নিথর্] (বিশেষণ) আলোড়নহীন; স্থির; নিস্পন্দ; শান্ত; তরঙ্গহীন; নিশ্চল; নিস্তব্ধ; নিঃশব্দ (মুখর হউক নিথর কানন নিত্য নূতন কুহু-কেকায়-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) নি+থর(<(তৎসম বা সংস্কৃত) স্থির)}
- Bengali Word নিতল English definition [নিতল্] (বিশেষ্য) ১ অতল; অতি গভীর; তলহীন (নীহারিকার নিতল বুকে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ সপ্ত পাতালের একটি। {(তৎসম বা সংস্কৃত) নি+তল; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিতস্ব English definition [নিতম্বো] (বিশেষ্য) ১ (প্রধানত স্ত্রীলোকের) কটির পশ্চাদ্ভাগ; জঘনের বিপরীত দিক; পাছা। ২ পর্বতের পার্শ্বদেশ; পর্বতসানু (গিরিনিতম্ব)। ৩ বাঁক (আরেক বিস্ময় নদীর নিতম্বে কাঁপে-সানাউল হক)। নিতম্বিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) স্থূল বা প্রশস্ত নিতম্ব আছে এমন। □ (বিশেষ্য) প্রশস্ত নিতম্ববর্তী নারী। {(তৎসম বা সংস্কৃত) নি+√তম্+ব(ক্বন্)}
- Bengali Word নিতা English definition [নিতা] (বিশেষ্য) দাওয়াত। নিমন্ত্রণ। {(তৎসম বা সংস্কৃত) নিমন্ত্রণ>; (তুলনীয়) (হিন্দি) নেওতা}
- Bengali Word নিতাই English definition [নিতাই] (বিশেষ্য) নিত্যানন্দ। {(তৎসম বা সংস্কৃত) নিত্যানন্দ>}
- Bengali Word নিতান্ত English definition [নিতান্তো] (বিশেষণ) ১ অতিশয়; খুব; অধিক (নিতান্ত দুঃখ)। ২ ঘনিষ্ঠ; অতি নিকট (নিতান্ত আত্মীয়)। □ (ক্রিয়াবিশেষণ) ১ নেহাত; নেহায়েত; পক্ষে; একান্ত (নিতান্তই যদি যেতে চাও)। ২ অবশ্য (নিতান্ত যাবে দিন, এদিন যাবে-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) নি+√তম্+ত(ক্ত)}
- Bengali Word নিতি, নিতুই English definition ⇒ নিত্য
- Bengali Word নিত্ত (মধ্যযুগীয় বাংলা) English definition [নিত্তো] (ক্রিয়াবিশেষণ) নিত্য; প্রতিদিন (নিত্ত সঙ্খ ঘণ্টাধ্বনি বাজে-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) নিত্য>}
- Bengali Word নিত্য, নিতি, নিতুই English definition [নিত্তো, নিতি, নিতুই] (ক্রিয়াবিশেষণ) ১ অহরহ; প্রত্যহ; সর্বদা; সতত। ২ দৈনিক; প্রাত্যহিক। □ (বিশেষণ) ১ ধ্রুব; পরিবর্তনশূন্য। ২ অনাদি; অনন্ত; অক্ষয় (নিত্যনিরঞ্জন)। ৩ কালাতীত; চির। ৪ অবিরাম; নিরবচ্ছিন্ন (বীণার ঝঙ্কারসম যে প্রীতি ধ্বনিত হয় নিতি-সুফী মোতাহার হোসেন)। নিত্যকর্ম, নিত্যকৃত্য, নিত্যক্রিয়া (বিশেষ্য) দৈনন্দিন কর্ম; প্রত্যহ আচরণীয় শাস্ত্রীয় অনুষ্ঠান। নিত্যকাল (বিশেষ্য) চিরকাল; অনন্তকাল। নিত্যনৈমিত্তিক (বিশেষণ) ১ প্রতি দিবসের; দৈনন্দিন। ২ প্রত্যহ করণীয়। □ (বিশেষ্য) নির্দিষ্ট কালোচিত কিন্তু নিয়ত অনুষ্ঠেয় ক্রিয়া-কর্ম। নিত্যপ্রলয় (বিশেষ্য) সুষুপ্তি; অতি গভীর নিদ্রা। নিত্যসঙ্গী (বিশেষ্য) যে সব সময়ে সঙ্গে থাকে; সর্বক্ষণের সাথী। নিত্যসমাস (বিশেষ্য) (ব্যাকরণ) যে সমাসে সমাসবদ্ধ পদ ব্যতীত অন্য পদের সাহায্যে সমস্ত পদের অর্থ নির্ণীত হয় (যেমন-গত্যন্তর); যে সমাসে ব্যাসবাক্য হয় না বা ভিন্ন পদ দ্বারা হয়। {(তৎসম বা সংস্কৃত) নি+ত্য)ত্যপ্)}