ন পৃষ্ঠা ৩৬
- Bengali Word নিচ English definition ⇒ নীচ
- Bengali Word নিচু ১, নিচা English definition [নিচু, নিচা] (বিশেষ্য) ১ অনুন্নত; নিম্ন; অবনত; ছোট। ২ অবনত জায়গা; নিম্নস্থান। {(তৎসম বা সংস্কৃত) নীচ>}
- Bengali Word নিচু ২ English definition ⇒ লিচু
- Bengali Word নিচুল English definition [নিচুল্] (বিশেষ্য) ১ বেতস; বেতগাছ। ২ উত্তরীয় বস্ত্র। ৩ অধর; ঠোঁট। ৪ কবি কালিদাসের সমসাময়িক কবিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) নি+√চুল্+অ(অচ্)}
- Bengali Word নিচেতন English definition [নিচেতোন্] (বিশেষণ) অজ্ঞান; অচেতন (নির্ঘাত বিরহ শরে নিচেতন কৈল্ল মোরে নিঃশ্বাসেক রহিছে পরান-দৌলত উজির বাহরাম খান)। {নি+চেতন}
- Bengali Word নিচোর English definition [নিচোর্] (বিশেষ্য) ১ আবরণ বস্ত্র; অঙ্গত্রাণ (আমি যৌবন-ভীতু পল্লীবালার আঁচর কাঁচলি-নিচোর-কাজী নজরুল ইসলাম)। ২ বস্ত্রাঞ্চল; আঁচল। {(তৎসম বা সংস্কৃত) নিচোল>}
- Bengali Word নিচোল English definition [নিচোল্] (বিশেষ্য) ১ ঘাঘরা। ২ আঁচল; বস্ত্রাঞ্চল (তিতিল নিচোল তার নয়নের জলে-কৃত্তিবাস ওঝা)। ৩ অঙ্গত্রাণ; সাঁজোয়া। ৪ বিছানার চাদর। ৫ উত্তরীয়; পাগড়ি (মাথ আধপর রহল নিচোল-জ্ঞানদাস)। ৬ প্রচ্ছদপট; আস্তরণ; মলাট। নিচোল বাস (বিশেষ্য) ১ আঁচল; বস্ত্রাঞ্চল। ২ আচ্ছাদন-বস্ত্র; ওড়না (বক্ষের নিচোলবাস যায় গড়াগড়ি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) নি+√চুল্+অ(অচ্)}
- Bengali Word নিচোড়া (মধ্যযুগীয় বাংলা) English definition ⇒ নিংড়ানো (মুঠে নিচোড়িয়া-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {⇒ নিংড়ানো}
- Bengali Word নিচ্ছিদ্র English definition [নিচ্ছিদ্দ্রো] (বিশেষণ) ১ ছিদ্রহীন; ছিদ্রশূন্য। ২ ত্রুটিহীন; নিখুঁত। {(তৎসম বা সংস্কৃত) নি+ছিদ্র}
- Bengali Word নিচ্ছিন্দ English definition ⇒ নিশ্চিন্ত
- Bengali Word নিচয় ১ English definition [নিচয়্] (বিশেষ্য) ১ বৃন্দ; সমূহ (ফুটন্ত কমলমুখী নর্ত্তকীনিচয় প্রবেশিল সভাস্থলে-কায়কোবাদ)। ২ রাশি; সমুদয়। ৩ বৃদ্ধি; উপচয়। {(তৎসম বা সংস্কৃত) নি+√চি+অ(অচ্)}
- Bengali Word নিচয় ২ English definition [নিচয়্] (বিশেষ্য) নিশ্চয় (নিচয় কহলু ময় তোয়-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) নিশ্চয়}
- Bengali Word নিছক English definition [নিছক্] (বিশেষণ) খাঁটি; অমিশ্র; অবিকল; একমাত্র (সমস্ত নিছক সত্য কথা-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) নিঃসত্য>}
- Bengali Word নিছনি, নিছুনি English definition [নিছোনি, নিছুনি] (বিশেষ্য) ১ রূপ; লাবণ্য (আখেরী নবীর কদম পাকের ধুলির নিছনি লয়ে-শাহাদাত হোসেন)। ২ উপহার (রাজ অন্ত ধন জত তোমার নিছনি-সৈয়দ আলাওল)। ৩ বেশবিন্যাস; কেশ-রচনা (নিছনি করিতে গেনু লয়ে তৈল কুড়-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৪ অর্ঘ্য; নিবেদন (যদি না দিই নিছনি সেই প্রিয় সখার পার তলে-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। ৫ অশুভ; বালাই; অমঙ্গল (শ্বেত পীতকায় রাঙ্গা দুটি পায় নিছনি লইয়া মরিবে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৬ তুলনা; উপমা (কনকবরণ কিয়ে দরশন নিছনি দিয়ে যে তার-চণ্ডীদাস)। ৭ বরণ; ডালি; স্ত্রী আচারবিশেষ (নিছনি ডালা)। ৮ ঝাড়ন; গামছা। □ (বিশেষণ) নিবেদিত; নিবেদী (চরণের নিছনি কুল; চরণের রজ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) নির্মঞ্ছন>(মদ্যযুগীয় বাংলা) নেঞোছন>নিছন}
- Bengali Word নিছি English definition [নিছি] (ক্রিয়া) উপহার বিসর্জন দেওয়া (নিছি দিনু জাতিকূন-চণ্ডীদাস)। {নিছিয়া>}
- Bengali Word নিজ English definition [নিজ্] (বিশেষণ) ১ আপন; স্বীয়; own (লয়ে নিজগণ করিলা গমন করিতে দক্ষে দমন-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ স্বাভাবিক; স্বভাবত জন্মের এমন। □ সর্ব আপনি; স্বয়ং; নিজে (নিজের কাজ নিজে করেছি)। নিজকীয় (ক্রিয়াবিশেষণ) ১ নিজ সম্বন্ধীয়; স্বকীয়; ব্যক্তিগত (এখানে অনেকটা পরিমাণে নিজেকে ও নিজকীয়কে ছাড়িয়ে একটা ব্যাপক ভূমিকার উপরে থাকি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ নিজকৃত (নিজকীয় কাজ)। নিজত্ব (বিশেষ্য) ব্যক্তিত্ব; স্বাতন্ত্র্য (যার নিজত্ব বলে কোনো জিনিস নেই তার পক্ষে স্বাধীনতার কোনো প্রয়োজন নেই-প্রথম চৌধুরী)। নিজস্ব (অশুদ্ধ) তবে প্রচলিত) (বিশেষ্য) ১ যাতে অন্যের অধিকার নেই এমন (নিজস্ব বাড়ি)। ২ স্বকীয়; আপন। নিজে (ক্রিয়াবিশেষণ) স্বয়ং (নিজে বলেছি)। নিজের কোলে ঝোল টানা-অন্যকে বঞ্চিত করে নিজের স্বার্থ সাধন করা; স্বার্থপরতা। নিজের চরকায় তেল দেওয়া (ক্রিয়া) নিজের কাজে মন দেওয়া। নিজের ঢোল (ঢাক) নিজে বাজানো (ক্রিয়া) আত্মপ্রশংসা করা। নিজের পায়ে কুড়াল/কুড়ুল মারা (ক্রিয়া) নিজেই নিজের ক্ষতি বা সর্বনাশ করা। নিজের পায়ে দাঁড়ানো (ক্রিয়া) স্বাবলম্বী হওয়া। নিজের হাত কামড়ানো (ক্রিয়া) অত্যন্ত অনুশোচনা; কোনো কিছু করে পরে পস্তানো। {(তৎসম বা সংস্কৃত) নি+√জন্+অ(ড)}
- Bengali Word নিজন English definition [নিজন্] (পদ্যে ব্যবহৃত) (বিশেষণ) নির্জন; সঙ্গীহীন; একলা (নিজন নিদাঘ বেলা বিজন ছায়ায় ছিলেম শুয়ে-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) নির্জন>}
- Bengali Word নিজস্ব English definition ⇒ নিজ
- Bengali Word নিজাম English definition [নিজাম্] (বিশেষ্য) ১ হায়দ্রাবাদের প্রাক্তন মুসলমান অধিপতির উপাধিবিশেষ। ২ শাসনকর্তা; রাজপ্রতিনিধি। নিজামত, নিজামতি (বিশেষ্য) ১ নিজামের পদবি। ২ নিজামের অধিকার। ৩ নিজামের রাজ্য বা নিজামের জমিদারি। □ (বিশেষণ) ১ নিজাম-সংক্রান্ত; নিজামত সম্বন্ধীয়। ২ ফৌজদারি। {(আরবি) নিজামত}
- Bengali Word নিজে English definition ⇒ নিজ