ন পৃষ্ঠা ৩৯
- Bengali Word নিধন English definition [নিধন্] (বিশেষ্য) ১ বিনাশ; ধ্বংস; সংহার; মৃত্যু (দূতের মুখে শুনি সুতের নিধন-মাইকেল মধুসূদন দত্ত)। ২ লগ্ন থেকে অষ্টম স্থান। □ (বিশেষণ) দরিদ্র; ধনহীন। নিধনপতি (বিশেষ্য) হিন্দুমতে প্রলয়কর্তা; শিব। {(তৎসম বা সংস্কৃত) নি+√ধা+অন(যুচ্)}
- Bengali Word নিধনিয়া English definition [নিধোনিয়া] (বিশেষণ) ধনহীন; নির্ধন। {(তৎসম বা সংস্কৃত) নির্ধন+ (বাংলা) ইয়া>}
- Bengali Word নিধান English definition [নিধান্] (বিশেষ্য) ১ ভাণ্ডার; আধার; আগার; আশ্রয় (পিতা যদি দয়ার নিধান-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ নিবেশ; স্থাপন; অর্পণ। ৩ আস্বাদ। ৪ (গণিত.) লগারিদমের ঘাতাঙ্ক গণনের প্রথম রাশি; base of logarithm। ৫ আমানত; গচ্ছিত। {(তৎসম বা সংস্কৃত) নি+√ধা+অন(ল্যুট্)}
- Bengali Word নিধানী English definition [নিধানি] (বিশেষণ) ধানশূন্য; ধানবর্জিত (কে আসবে আর ঐ নিধানী মাঠের কাছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {নি+ধান+ঈ}
- Bengali Word নিধার English definition [নিধার্] (বিশেষণ) ঋণ নাই এমন। {(তৎসম বা সংস্কৃত) নি+ধার}
- Bengali Word নিধার্য (মধ্যযুগীয় বাংলা) English definition [নিদার্জো] (বিশেষণ) ১ নির্ধারিত; স্থিরীকৃত। ২ সিদ্ধান্ত (শুন রাজা নিগার নিধার্য)। {(তৎসম বা সংস্কৃত) নিধার্য}
- Bengali Word নিধি English definition [নিধি] (বিশেষ্য) ১ গচ্ছিত ধন; ধনরত্ন (মিললে নিধি জলের তলে থাকবে না সে ছড়িয়ে আর-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ আধার; পাত্র; ভাণ্ডার (গুণনিধি)। ৩ কুবেরের ধনবিশেষ। ৪ অমূল্য সম্পদ; রত্নসদৃশ বস্তু (রক্ষঃকুলনিধি)। ৫ বিশেষ উদ্দেশ্যে নিয়োজিত তহবিল বা ধন (শেরে-বাংলা স্মৃতিনিধি)। {(তৎসম বা সংস্কৃত) নি+√ধা+ই(কি)}
- Bengali Word নিধুবন ১ English definition [নিধুবোন্] (বিশেষ্য) ১ রতিবিলাস; মৈথুন; কামকেলি; রমণ। ২ আমোদ-প্রমোদ; ক্রীড়া-কৌতুক। {(তৎসম বা সংস্কৃত) নি+ধুবন}
- Bengali Word নিধুবন ২ English definition [নিধুবোন্] (বিশেষ্য) বৃন্দাবনে অবস্থিত নিধু নামক বন; রাধা-কৃষ্ণের কেলি-মালঞ্চ (নিধুবনে রমণী রসরঙ্গে মাতলুঁ তোহে ভগব কোন বেলা-বিদ্যাপতি)। {(বাংলা) নিধু+ (তৎসম বা সংস্কৃত) বন}
- Bengali Word নিধেয় English definition [নিধেয়ো] (বিশেষণ) আমানত বা গচ্ছিত বা ন্যাসরূপে রাখার উপযুক্ত। {অহমিয়া/অসমিয়ানি+√ধা+য}
- Bengali Word নিনাদ English definition [নিনাদ্] (বিশেষ্য) উচ্চ ধ্বনি; শব্দ; গর্জন। নিনাদিত (বিশেষণ) ১ ধ্বনিত। ২ গর্জনপূর্ণ; নাদপূর্ণ। ৩ ঘোষিত (ভেরী রবে নিনাদিত সংবাদ)। ৪ ঝঙ্কৃত; বাদিত (নিনাদিত হইল অসি কোষে)। {(তৎসম বা সংস্কৃত) নি+√নদ্+অ(ঘঞ্)}
- Bengali Word নিনু ১ English definition [নিনু] (বিশেষণ) নিচু; নিম্ন; হেঁট (তোমার হুকুমে লোহা হইল নিনু পদানত যত গজরিগি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ নম্র; বিনত; আনত। ৩ হীন। {(তৎসম বা সংস্কৃত) নিম্ন>}
- Bengali Word নিনু ২ English definition [নিনু] (বিশেষ্য) লিনেন; ক্ষৌমবস্ত্র। {(ইংরেজি) linen}
- Bengali Word নিনু ৩ English definition [নিনু] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) লইলাম। {(তৎসম বা সংস্কৃত) নী>}
- Bengali Word নিন্দ English definition ⇒ নিদ্রা
- Bengali Word নিন্দক, নিন্দুক English definition [নিন্দুক্, নিন্দুক্] (বিশেষণ) কুৎসাকরণ; নিন্দাকরণ; অপবাদ দান (তেমনি কতগুলি লোক তাঁহার গ্রন্থের নিন্দক ছিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √নিন্দ্+অক(ণ্বুল্)}
- Bengali Word নিন্দন English definition [নিন্দন্] (বিশেষ্য) কুৎসাকরণ; নিন্দাকরণ; অপবাদ দান। {(তৎসম বা সংস্কৃত) √নিন্দ্+অন(ল্যুট্)}
- Bengali Word নিন্দা ১ English definition [নিন্দা] (বিশেষ্য) অপযশ; কুখ্যাতি; কুৎসা; কলঙ্ক; অখ্যাতি; বদনাম। নিন্দা করা (ক্রিয়া) ১ কুৎসা বর্ণনা করা; নিন্দা করা (নিন্দিল যতেক সভাজন)। ২ তিরস্কার করা (মুখের উপর নিন্দা করা)। ৩ দোষ দেওয়া। নিন্দাজনক (বিশেষণ) অপযশপূর্ণ; কলঙ্ককর। নিন্দাবাদ (বিশেষ্য) কুৎসা; অপযশকীর্তন; নিন্দন। নিন্দার্হ (বিশেষণ) নিন্দার যোগ্য; নিন্দনীয়। নিন্দাসূচক (বিশেষণ) নিন্দা বোঝায় এমন; কুৎসাজনক। {(তৎসম বা সংস্কৃত) √নিন্দ্+আ(টাপ্)}
- Bengali Word নিন্দিত English definition [নিন্দিতো] (বিশেষ্য) নিন্দা করা হয়েছে এরূপ; অপবাদিত। □ (বিশেষণ) ১ আপত্তিকর; গর্হিত; দূষণীয়; অনুচিত। ২ তুলনায় মহত্তর (চম্পক-নিন্দিত বর্ণ; মৃণালনিন্দিত বাহু, কাজল-নিন্দিত কেশ)। নিন্দিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √নিন্দ্+ত(ক্ত)}
- Bengali Word নিন্দুক English definition ⇒ নিন্দক