ন পৃষ্ঠা ৪০
- Bengali Word নিন্দ্য English definition [নিন্দো] (বিশেষণ) নিন্দার যোগ্য; নিন্দনীয়। {(তৎসম বা সংস্কৃত) √নিন্দ্+য(যৎ)}
- Bengali Word নিপট ১ English definition [নিপট্] (বিশেষণ) ১ অত্যন্ত; নিতান্ত; নিশ্চিত (নিপট আঁধার-জীবনানন্দ দাশ)। ২ খাঁটি; যথার্থ। {(তৎসম বা সংস্কৃত) নিবড়ি>}
- Bengali Word নিপট ২ English definition [নিপট্] (বিশেষ্য) লম্পট (নবসহজার মঞ্জরিসহ ভ্রমরী। চুমে ভোমরা নিপট হিয়া মরে গুমরি-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) লম্পট>}
- Bengali Word নিপতন English definition [নিপতোন্] (বিশেষ্য) নিচে পড়া; অধঃপতন। নিপতিত (বিশেষণ) ১ ভূপতিত। ২ অধঃপতিত। {(তৎসম বা সংস্কৃত) নি+√পত্+অন(ল্যুট্)}
- Bengali Word নিপাত English definition [নিপাত্] (বিশেষ্য) ১ ধ্বংস; মরণ; বিনাশ; উৎসন্ন। ২ অধঃপাত। {(তৎসম বা সংস্কৃত) নি+√পত্+অ(ঘঞ্)}
- Bengali Word নিপাতন English definition [নিপাতোন্] (বিশেষ্য) ১ বধ; বিনাশ; ধ্বংসসাধন; অধঃপতন। ২ (ব্যাকরণ) সূত্র নির্ধারিত নিয়মের ব্যতিক্রম (নিপাতনে সিদ্ধ)। নিপাতিত (বিশেষণ) ১ নিক্ষিপ্ত। ২ বিনাশিত; নিহত। {(তৎসম বা সংস্কৃত) নি+√পত্+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word নিপান English definition [নিপান্] (বিশেষ্য) ১ যে ক্ষুদ্র জলাশয়ে পশুপাখি পানি পান করে বা গোসল করে থাকে; ডোবা (মহিষেরা নিপানে অবগাহন করিা নিরুদ্বেগে জলক্রীড়া করুক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ জলাশয়ের নিকটবর্তী খাত; কৃত্রিম জলাশয় বা চৌবাচ্চা। ৩ দুগ্ধ দোহনপাত্র। {(তৎসম বা সংস্কৃত) নি+√পা+অন(ল্যুট্)}
- Bengali Word নিপীত English definition [নিপিতো] (বিশেষণ) নিঃশেষে পান করা হয়েছে এমন; সম্পূর্ণরূপে পানকৃত। {(তৎসম বা সংস্কৃত) নি+√পা+ত(ক্ত)}
- Bengali Word নিপীড়ক English definition [নিপিড়ক্] (বিশেষণ) কষ্ট দিয়ে থাকে এমন; পীড়নকারী; ক্লেশদায়ক। {(তৎসম বা সংস্কৃত) নি+√পীড়্+অক(ণ্বুল্)}
- Bengali Word নিপীড়ন English definition [নিপিড়ন্] (বিশেষ্য) ১ অত্যাচার; নিগ্রহ; উৎপীড়ন; কষ্টদান। ২ গলন; মর্দন; নিষ্পেসন। নিপীড়িত (বিশেষণ) অত্যাচারিত; দলিত; নিগৃহীত; নিষ্পিষ্ট। নিপীড়িতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নি+√পীড়্+অন(ল্যুট্)}
- Bengali Word নিপুণ English definition [নিপুন্] (বিশেষণ) ১ কুশলী; পটু; সমর্থ; দক্ষ; কার্যক্ষম। ২ অভিজ্ঞ। ৩ বিচক্ষণ। নিপুণা (স্ত্রীলিঙ্গ)। নিপুণতা (বিশেষ্য) দক্ষতা; পটুতা; নৈপুণ্য। {(তৎসম বা সংস্কৃত) নি+√পুণ্+অ(ক)}
- Bengali Word নিব English definition [নিব্] (বিশেষ্য) কলমের ধাতুনির্মিত মুখ বা মোচ যার সাহায্যে লেখা হয়। {(ইংরেজি) nib}
- Bengali Word নিবদ্ধ English definition [নিবদ্ধো] (বিশেষ্য) ১ বাঁধা হয়েছে এমন; বদ্ধ; আটকানো; সংলগ্ন। ২ পরিহিত। ৩ নিবিষ্ট; নিবেশিত (শঙ্খের মত সাদা পা’র দিকে তাহার দৃষ্টি নিবদ্ধ-আবু জাফর শামসূদ্দীন)। ৪ স্থাপিত। ৫ স্থিরীকৃত। ৬ গ্রথিত (মালা-নিবদ্ধ ফুল)। ৭ বিন্যস্ত। ৮ খচিত (প্রবাল-নিবদ্ধ অঙ্গুরী)। নিবদ্ধকরণ (বিশেষণ) তালিকাভুক্তকরণ; রেজিস্ট্রিভুক্তকরণ। {(তৎসম বা সংস্কৃত) নি+√বন্ধ্+ত(ক্ত)}
- Bengali Word নিবন্ধ English definition [নিবন্ধো] (বিশেষ্য) ১ প্রবন্ধ; সন্দর্ভ; রচনা। ২ গ্রন্থ; পুস্তক; বই; কিতাব। ৩ প্রস্তাব। ৪ উপায়; কৌশল; ফিকির। ৫ নিয়ম; ব্যবস্থা। ৬ নির্ধারণ; স্থিরীকরণ। ৭ আলাপ-আলোচনা (তোমা সনে নিবন্ধ করিনু দুই দণ্ড-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৮ বন্ধন; বাঁধন; সম্পর্ক স্থাপন। ৯ গীত; গান। ১০ ভাগ্যের লিখন; অদৃষ্ট (নিবন্ধ খণ্ডাইতে পারে শকতি কাহার-দৌলত উজির বাহরাম খান)। নিবন্ধিত (বিশেষণ) ১ রচিত; লিখিত। ২ গ্রথিত; আবদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) নি+√বন্ধ্+ত(ক্ত)}
- Bengali Word নিবন্ধক English definition [নিবনধোক্] (বিশেষ্য) যিনি তালিকাভুক্ত বা রেজিস্ট্রি করে থাকেন; registrar-এর নবসৃষ্ট পরিভাষা। {(তৎসম বা সংস্কৃত) নি+√বন্ধ্+অক(ণ্বুল্)}
- Bengali Word নিবন্ধন English definition [নিবর্ধোন্] (বিশেষ্য) ১ কারণ; জন্য; নিমিত্ত; হেতু (আমার এই প্রাণদণ্ড কোন গুরুতর অপরাধ নিবন্ধন নহে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ নির্ধারণ; বন্ধন। ৩ তালিকাভূক্তিকরণ। ৪ নিয়ম। ৫ রচনা। {(তৎসম বা সংস্কৃত) নি+√বন্ধ্+অন(ল্যুট্)}
- Bengali Word নিবন্ধিত English definition ⇒ নিবন্ধ
- Bengali Word নিবর্ত English definition [নিবর্তো] (বিশেষণ) বিরত; ক্ষান্ত; নিবৃত্ত। নিবর্তক (বিশেষণ) নিবারক; নিবৃত্তিকারী; বিনাশাকারী; engaged in subversive activities। নিবর্তন (বিশেষ্য) ১ বিরতি; ক্ষান্তি; নিবৃত্তি। ২ প্রত্যাগমন; প্রত্যাবর্তন। ৩ নিবারণ; নিষেধ। নিবর্তিত (বিশেষ্য) ১ ক্ষান্ত হয়েছে এমন; বিরত হয়েছে এমন। □ (বিশেষণ) ১ নিবারিত; নিষেধিত। ২ প্রত্যাগত; প্রত্যাবর্তিত হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) নি+√বৃৎ+অক(ণ্বুল্)}
- Bengali Word নিবর্হণ English definition [নিবর্হন্] (বিশেষ্য) ১ বধ বা বিনাশসাধন; বধ করা; ধ্বংস। ২ উৎসাদন; উন্মূলন। □ (বিশেষণ) নিবর্হিত। {(তৎসম বা সংস্কৃত) নি+বর্হ+অন(ল্যুট্)}
- Bengali Word নিবসই (মধ্যযুগীয় বাংলা) English definition [নিবসোই] (ক্রিয়া) বাস করে; বসতি করে। {(তৎসম বা সংস্কৃত) নিবসতি>}