ন পৃষ্ঠা ৬৬
- Bengali Word নেই English definition ⇒ নাই
- Bengali Word নেই আঁকড়া, নেই আঁকড়ী English definition ⇒ নাই আঁকড়া
- Bengali Word নেউগী (মধ্যযুগীয় বাংলা) English definition [নেউগি] (বিশেষ্য) সরকারি উচ্চপদস্থ কর্মচারীর উপাধিবিশেষ (নেউগী চৌধুরী নহি না করি তালুক-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) নিয়োগী (সদ্গোপের উপাধি)}
- Bengali Word নেউছয় (ব্রজবুলি) English definition [নেউছয়] (ক্রিয়া) নির্মঞ্ছন, আরতি বা আরাধনা করে (কত কত লখিমা চরণতল নেউছয়-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) নির্মঞ্ছন>}
- Bengali Word নেউটা ১, ন্যাওটা English definition ⇒ নেওটা
- Bengali Word নেউল English definition [নেউল্] (বিশেষ্য) বেজি। {(তৎসম বা সংস্কৃত) নকুল>}
- Bengali Word নেও ১, নাও English definition [ন্যাও, নাও] (ক্রিয়া) ১ গ্রহণ করো; লহ; লও। □ (অব্যয়) বিস্ময়সূচক; অবিশ্বাসবোধক (নেও ঠেলা)। ৩ বন্ধ করা; স্থগিত রাখা; বাদ দেওয়া প্রভৃতি অনুরোধ বোঝাতে ব্যবহৃত শব্দ (নেও যথেষ্ট হয়েছে)। {√নে>}
- Bengali Word নেও ২, নেয়ো English definition [নেয়ো] (ক্রিয়া) স্নান কোরো। {(তৎসম বা সংস্কৃত) √স্না>(প্রাকৃত) নহা>নাওয়া}
- Bengali Word নেও ৩ English definition [নেয়ো] (বিশেষ্য) বুনিয়াদ (নেও কাটা)। {(তৎসম বা সংস্কৃত) নেমি>}
- Bengali Word নেওটা ২ English definition [নেউটা] (ক্রিয়া) প্রত্যাবর্তন করা; ফেরা; প্রত্যাবৃত্ত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) নিবর্তন>}
- Bengali Word নেওটা, ন্যাওটা English definition [ন্যাওটা] (বিশেষণ) ১ স্নেহের ফলে অনুগত; বশীভূত। ২ অনুরক্ত। ৩ পোষা। {(তৎসম বা সংস্কৃত) স্নেহ>নেহ>নেউ, (তৎসম বা সংস্কৃত) স্নেহার্ত>নেউটা}
- Bengali Word নেওরা, নেউরা English definition [ন্যাওরা, নেউরা] (বিশেষ্য) ১ নম্রতা। ২ বিনয়; মিনতি; প্রার্থনা (নেওয়া করি ভাবিরে মাইরো না-শাহেদ আলী)। {(তৎসম বা সংস্কৃত) নম্রতা>}
- Bengali Word নেওয়া ১, নেয়া English definition [ন্যাওয়া, নেয়া] (ক্রিয়া) গ্রহণ করা; লওয়া। □ (বিশেষ্য) একই অর্থে। নেওয়ানো (ক্রিয়া) ১ গ্রহণ করানো; লওয়ানো। □ (বিশেষ্য) একই অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √নী> √নে+ আ}
- Bengali Word নেওয়া ২ (মধ্যযুগীয় বাংলা) English definition [ন্যাওয়া] (বিশেষ্য) প্রলেপ (পানের বুকে চুনের নেওয়া দিয়া-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত) লেপন>নেপা>}
- Bengali Word নেক English definition [নেক্] (বিশেষ্য) পুণ্য; ভালো; মঙ্গল; সু (নেক নযরে নেক রাহে বাদিতে জঞ্জাল-সৈয়দ হামজা)। □ (বিশেষণ) পুণ্যবান (নেকবান্দা)। নেকি (বিশেষ্য) সৎকাজ; পুণ্য। {(ফারসি) নেক্}
- Bengali Word নেকনজর, নেক নযর English definition [নেক্ নজোর্] (বিশেষ্য) ১ কৃপাদৃষ্টি; অনুকূলদৃষ্টি; অনুগ্রহদৃষ্টি; শুভদৃষ্টি; সুনজর (সরকারের খুব নেক নজরে-মনোজ বসু)। ২ (ব্যঙ্গার্থ) কুনজর; অনুগ্রহহীন দৃষ্টি; ক্রোধ। {(ফারসি) নেক + (আরবি) নজর}
- Bengali Word নেকনাম English definition [নেক্নাম্] (বিশেষ্য) সুখ্যাতি; সুনাম। □ (বিশেষণ) সুবিখ্যাত; খ্যাত; সুনামবিশিষ্ট। নেকনামি (বিশেষ্য) সুখ্যাতি; সুনাম। {(ফারসি) নেক্+ নাম}
- Bengali Word নেকবক্ত, নেকবখ্ত English definition [নেক্বক্ত, নেক্বখ্ত] (বিশেষণ) সৌভাগ্যবান, পুণ্যবান (বিবী বলে বড় নেকবক্ত এই মরদ-সৈয়দ হামজা)। {(ফারসি) নেকবখ্ত}
- Bengali Word নেকরা English definition ⇒ নাখরা
- Bengali Word নেকা ১, ন্যাকা English definition [ন্যাকা] (বিশেষণ) নির্বুদ্ধিতা; অজ্ঞতা ও সততার ভান করে এমন; ভণ্ড। নেকি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। নেকামো, নেকামি, নেকাপনা (বিশেষ্য) অজ্ঞতার ভান। নেকা সাজা (ক্রিয়া) জেনেও না জানার ভান করা; অজ্ঞতার ভান করা। {(ফারসি) নেক}