ন পৃষ্ঠা ৬৭
- Bengali Word নেকাব English definition [নেকাব্] (বিশেষ্য) অবগুন্ঠন; ঘোমটা (তোমার সকল প্রেম আবার লুকাতে চায় নেকাব প্রচ্ছায়-ফররুখ আহমদ)। {(আরবি) নিকাব}
- Bengali Word নেকার, ন্যাকার English definition [ন্যাকার্] (বিশেষ্য) বমন; বমি; উদ্গিরণ। {(তৎসম বা সংস্কৃত) ন্যক্কার>}
- Bengali Word নেকি, নেকী English definition [নেকি] (বিশেষণ) পুণ্য; সৎকাজ (নেকি করিলে হবে মউত আসান-সৈয়দ হামজা। {(ফারসি) নেক্}
- Bengali Word নেকো, নাকুয়া English definition [নেকো, নাকুয়া] (বিশেষণ) দীর্ঘ নাকযুক্ত; দীর্ঘনাসা। {নাক+উয়া>ও}
- Bengali Word নেকড়া, ন্যাকড়া English definition [ন্যাক্ড়া] (বিশেষ্য) ছিন্নবস্ত্র; জীর্ণবস্ত্রের টুকরা; ছেঁড়া কাপড়। নেকড়ার আগুন (বিশেষ্য) যে ব্যাপার সহজে জ্বলে। {(তৎসম বা সংস্কৃত) নক্তক>; (পালি) নোক্রা>}
- Bengali Word নেকড়ে English definition [নেকড়ে] (বিশেষ্য) বৃক; কুকুর জাতীয় হিংস্র পশু; wolf। {(তৎসম বা সংস্কৃত) বৃক>; (তুলনীয়) (হিন্দি) লকড়া}
- Bengali Word নেগা, নেগাহ English definition [নেগা, নেগাহ্] (বিশেষ্য) ১ দৃষ্টি; লক্ষ্য (তোমার ছোট লেড়কার ডৌল নেগা করে মোর বড় গমি হচ্ছেকালীপ্রসন্ন সিংহ)। ২ কৃপা; কৃপাদৃষ্টি। নেগাবান (বিশেষণ) ১ রক্ষণাবেক্ষণকারী। ২ সদয় দৃষ্টিসম্পন্ন (আল্লা তার হোন নেগাহ্বান-ফররুখ আহমদ)। {(ফারসি) নেগাহ্}
- Bengali Word নেগে (আঞ্চলিক) English definition [নেগে] (অসমাপিকা ক্রিয়া) জন্য। {লাগিয়া> লেগে>}
- Bengali Word নেঙ English definition ⇒ নেং
- Bengali Word নেঙচানো, লেঙচানো English definition [ন্যাঙ্চানো, ল্যাঙ্চানো] (ক্রিয়া) খোঁড়ানো। {(তৎসম বা সংস্কৃত) লঙ্গ; (ফারসি) নঙ্গ্> নেংচা+ আনো}
- Bengali Word নেঙরা English definition ⇒ নেংড়া
- Bengali Word নেচার English definition [নেচার্] (বিশেষ্য) প্রকৃতি; স্বভাব। {(ইংরেজি) nature}
- Bengali Word নেচারি English definition [নেচারি] (বিশেষ্য), (বিশেষণ) প্রকৃতিবাদী (বড় হইয়া নেচারী আর কাফের আখ্যা পাইয়াছি-মোহাম্মদ ওয়াজেদ আলী)। {(ইংরেজি) nature+(বাংলা) ই}
- Bengali Word নেছার, নেসার, নিছার English definition [নেছার, নেছার, নিছার] (বিশেষ্য) কুরবান; উৎসর্গ (খোদার নামে নেছার জান-বেনজীর আহমদ; জান নেসার করিতে ছুটিয়াছি-আবুল মনসুর আহমদ)। {(ফারসি) নিছার্}
- Bengali Word নেজ (আঞ্চলিক) English definition [ন্যাজ্] (বিশেষ্য) পুচ্ছ; লেজ। {(তৎসম বা সংস্কৃত) লঞ্জ>}
- Bengali Word নেজা ১, ন্যাজা ১, লেজা, ল্যাজা English definition [ন্যাজা, ন্যাজা, ল্যাজা, ল্যাজা] (বিশেষ্য) মাছের পুচ্ছভাগ (ন্যাজা মুড়ো ল্যাজা-মুড়া)। {(তৎসম বা সংস্কৃত) লঞ্জ> লেজ>+আ}
- Bengali Word নেজা ২, ন্যাজা ২ English definition [ন্যাজা] (বিশেষ্য) বর্শা; বাণ (নেজার ফলক উদ্ধার সম উগ্র গতিতে ছোটে-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) নিজাহ}
- Bengali Word নেজামত, নিযামত English definition [নেজামত, নিযামত] (বিশেষ্য) প্রধান শাসনকর্তার দফতর (নেজামত আদালতে নম্বরওয়ারী ও মৎফরেক্কার তদ্বির কত্তে হলেকালীপ্রসন্ন সিংহ)। {(ফারসি) নিজামত}
- Bengali Word নেজুড়ে English definition ⇒ লেজুড়ে
- Bengali Word নেটা ১ English definition ⇒ ন্যাটা