ন পৃষ্ঠা ৬৮
- Bengali Word নেটা ২, ন্যাটা English definition [ন্যাটা] (বিশেষণ) বাঁ হাত বেশি চলে এমন; ডান হাতের কাজ বাঁ হাতে করে এমন। {(তুলনীয়) (হিন্দি) লওটা}
- Bengali Word নেঠা (মধ্যযুগীয় বাংলা) English definition [ন্যাঠা] (বিশেষ্য) ছুতা। ২ ঝঞ্ঝাট; উৎপাত; মুশকিল (কথায় দিয়া নেঠা-ঘনরাম চক্রবর্তী)। {লেঠা>}
- Bengali Word নেত English definition [নেতো/নেত্] (বিশেষ্য) প্রাচীনকালের সূক্ষ্ণ রেশমি কাপড় বা পট্টবস্ত্র (নানা বর্ণ আচ্ছাদিল নেত পাটাম্বর-দৌখা)। নেতধটি (বিশেষ্য) রেশমের তৈরি সূক্ষ্ণ বস্ত্র (নেতধটি মোরা পাই নাই খুঁজে-সত্যেন্দ্রনাথ দত্ত)। নেতবাস (বিশেষ্য) তসরের কাপড় (নেতবাস দিয়া ঢাক মস্তক সভার-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) নেত্র>}
- Bengali Word নেতব্য English definition [নেতোব্বো] (বিশেষণ) নিতে হবে এমন; নেওয়ার উপযুক্ত বা যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √নী+তব্য>}
- Bengali Word নেতা (নেতৃ) English definition [নেতা] (বিশেষণ) ১ নিয়ে যায় এমন; পরিচালক; নায়ক। ২ পথপ্রদর্শক। ৩ সেনাপতি। ৪ প্রধান। ৫ অগ্রণী; অগ্রগামী। নেত্রী (স্ত্রীলিঙ্গ)। নেতৃত্ব (বিশেষ্য) নেতার পদ; পরিচালকের কাজ। {(তৎসম বা সংস্কৃত) √নী+তৃ(তৃচ্)}
- Bengali Word নেতা ২, ন্যাতা English definition [ন্যাতা] (বিশেষ্য) ১ জীর্ণ মলিন বস্ত্রখণ্ড; কানি। ২ মেঝে মুছবার ছেঁড়া কাপড়। {(তৎসম বা সংস্কৃত) নক্তক>}
- Bengali Word নেতানো English definition [ন্যাতানো] (ক্রিয়া) অবসাদগ্রস্ত হওয়া; মিয়ানো। নেতিয়ে পড়া (ক্রিয়া) অবসন্ন হয়ে পড়া (সুধন্য আতিথ্যে নেতিয়ে পড়ে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) লতা>+(বাংলা) আনো}
- Bengali Word নেতিবাচক English definition [নেতিবাচোক্] (বিশেষণ) নিষধার্থক; negative (আমি যা বলেছি তা সম্পূর্ণ নেতিবাচক–সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) ন+ইতিবাচক}
- Bengali Word নেতৃ, নেতৃত্ব English definition ⇒ নেতা১
- Bengali Word নেত্র English definition [নেত্ত্রো] (বিশেষ্য) চক্ষু; চোখ; নয়ন। নেত্রগোচর (বিশেষণ) দৃষ্টিগোচর। নেত্রচ্ছদ, নেত্রপল্লব (বিশেষ্য) চোখের পাতা; নেত্রপক্ষ্ম (দুই নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া অশ্রুজল পড়িতে লাগিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। নেত্রপাত (বিশেষ্য) অবলোকন; দৃষ্টিপাত; দর্শন। নেত্রমল (বিশেষ্য) চোখের পিচুটি; কেতর। {(তৎসম বা সংস্কৃত) √নী+ত্র(ষ্ট্রন্)}
- Bengali Word নেত্রী English definition ⇒ নেতা
- Bengali Word নেপ English definition ⇒ লেপ২
- Bengali Word নেপটানো, লেপটানো, ন্যাপটান, ল্যাপটানো English definition [ন্যাপ্টানো, ল্যাপ্টানো, ন্যাপ্টানো, ল্যাপ্টানো] (ক্রিয়া) লিপ্ত হওয়া; জড়িয়ে থাকা। {(তৎসম বা সংস্কৃত) লিপ্ত>}
- Bengali Word নেপথ্য English definition [নেপোত্থো] (বিশেষ্য) ১ রঙ্গমঞ্চের অন্তরালবর্তী জায়গা; প্রেক্ষাগৃহের আড়ালে বা গোপনীয় স্থানে। ২ রঙ্গালয়ের সাজঘর বা সজ্জাঘর। ৩ অভিনেতা-অভিনেত্রীর সাজসজ্জা বা বেশভূষা। নেপথ্যবিধান (বিশেষ্য) বেশ-বিন্যাস; অভিনেতা-অভিনেত্রীর অভিনয়ের পূর্বে সাজগোজ। নেপথ্যে (ক্রিয়া-বিশেষ্য), (বিশেষণ) ১ রঙ্গমঞ্চের আড়ালে। ২ (আলঙ্কারিক) সাধারণের আড়ালে বা অগোচরে; গোপনে। {(তৎসম বা সংস্কৃত) নেপথ+য(যৎ)}
- Bengali Word নেপাল ১ English definition [নেপাল্] (বিশেষ্য) ভারতের উত্তরে হিমালয়স্থ দেশের ও রাষ্ট্রের নাম; হিমালয়-কন্যা। নেপালি (বিশেষণ), (বিশেষ্য) নেপালের অধিবাসী বা বাসিন্দা বা নিবাসী। □ (বিশেষণ) ১ নেপাল সম্পর্কিত। ২ নেপালে উৎপন্ন। {(তৎসম বা সংস্কৃত) নৃপাল>}
- Bengali Word নেপাল ২, ন্যাপলা English definition [নেপাল্, ন্যাপ্লা] (বিশেষ্য) মানুষের নাম। {(তৎসম বা সংস্কৃত) নৃপাল>নিরিপাল>নেপাল>ন্যাপলা}
- Bengali Word নেপো, নেপা, ন্যাপা English definition [নেপো, ন্যাপা, ন্যাপা] (বিশেষণ) ধূর্ত ব্যক্তি। বাটপাড়; অধিকারহীন চালাক ব্যক্তি। যার ধন তার নয়, নেপোয় মারে দই-পরিশ্রমীকে বঞ্চিত করে ধূর্তের সুবিধা ভোগ। {ন. নৃপ>}
- Bengali Word নেফাক English definition ⇒ নিফাক
- Bengali Word নেবা ১, নেবানো English definition ⇒ নিবা
- Bengali Word নেবা ২ English definition ⇒ ন্যাবা