প পৃষ্ঠা ৫০
- Bengali Word পাতি ১, পাতিয়া English definition [পাতি, পাতিয়া] (বিশেষ্য) ১ জলজ তৃণবিশেষ; মাদুর বোনার একজাতীয় ঘাস। ২ বাঁশের নির্মিত ছোট ঝুড়ি; চুপড়ি (নানা সাজে ভরিলেন পাতি-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ৩ ফুলের সাজি (ফুলের পাতি-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) পত্র>}
- Bengali Word পাতি ২ English definition [পাতি] (বিশেষ্য) ১ পত্র; পর্ণ; পাতা। ২ চিঠি; পত্র; লিপি (কপটে লিখিয়া পাতি মজাইলি মোর জাতি-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পত্র+ঈ=পত্রী>}
- Bengali Word পাতি ৩, পাঁতি English definition [পাতি, পাঁতি] (বিশেষ্য) সারি; শ্রেণি (পাতি পাতি)। পাতি পাতি করে (ক্রিয়াবিশেষণ) তন্ন তন্ন করে (পাতি পাতি করে খোঁজা)। {(তৎসম বা সংস্কৃত) পঙ্ক্তি>পাঁতি>পাতি}
- Bengali Word পাতি ৪ English definition [পাতি] (বিশেষণ) ক্ষুদ্র ও নিম্ন পর্যায়ভুক্ত (পাতিহাঁস; পাতিলেবু; পাতিশিয়াল)। পাতি কাক (বিশেষ্য) ছোট জাতের কাক অর্থাৎ যে কাক দাঁড় কাক নয়। পাতিলেবু, পাতিনেবু (বিশেষ্য) ক্ষুদ্রাকৃতি এক ধরনের গোল লেবু। পাতি শিয়াল (বিশেষ্য) খেঁকশিয়াল; ছোট জাতের এক প্রকার শিয়াল। পাতিহাঁস (বিশেষ্য) ছোট জাতের হাঁস। {অ. পাতি (সামান্য, ছোট)>}
- Bengali Word পাতি ৫ English definition [পাতি] (বিশেষ্য) ঠিকানা; পাত্তা। {(হিন্দি) পাতা}
- Bengali Word পাতিত English definition [পাতিতো] (বিশেষণ) ১ নিচে ফেলা হয়েছে এমন; নিক্ষিপ্ত। ২ চুয়ানো; distilled। (তুলনীয়) ভূপাতিত। {(তৎসম বা সংস্কৃত) □ পত্+ণিচ্+ত(ক্ত)}
- Bengali Word পাতিত্য English definition [পাতিত্তো] (বিশেষ্য) পতিতের অবস্থা বা ভাব; অধঃপতনাবস্থা। {(তৎসম বা সংস্কৃত) □ পত্+ণিচ্+ত(ক্ত)+য(ষ্যঞ্)}
- Bengali Word পাতিনেবু English definition ⇒ পাতি৪
- Bengali Word পাতিব্রত্য English definition [পাতব্ব্রোত্তো] (বিশেষ্য) পতিব্রতার ধর্ম বা ভাব; পতিপরায়ণতা; সতীধর্ম; সতীত্ব (নিরতিশয় পাতিব্রত্যটা স্ত্রীর পক্ষে গৌরবের বিষয়-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) পতিব্রত+য(ষ্যঞ্)}
- Bengali Word পাতিল English definition [পাতিল্] (বিশেষ্য) মৃৎপাত্রবিশেষ; ক্ষুদ্র হাঁড়ি; তিজেল। {(তৎসম বা সংস্কৃত) পাত্রী>}
- Bengali Word পাতিলা English definition [পাতিলা] (বিশেষ্য) মধ্যযুগের বঙ্গদেশে নির্মিত প্রকাণ্ড আকৃতির বাণিজ্য জাহাজবিশেষ। {ম(বাংলা) পাতিল+আ}
- Bengali Word পাতিলেবু, পাতিশিয়াল, পাতিহাঁস English definition ⇒ পাতি৪
- Bengali Word পাতিয়ান, পতিয়ান English definition [পাতিয়ান্, পোতিয়ান] (বিশেষ্য) ১ প্রত্যয় স্থাপন; বিশ্বাস। ২ আশ্বাস (বাষ্মীকি মুনি দেন পাতিয়ান-কৃত্তি)। পাতিয়ায়ব (ব্রজবুলি) (ক্রিয়া) বিশ্বাস করব (কো পাতিয়ায়ব-জ্ঞানদাস)। {(তৎসম বা সংস্কৃত) প্রত্যয়>}
- Bengali Word পাতী (-তিন্) English definition [পাতি] (বিশেষণ) ১ পাতনোন্মুখ; পতনশীল; (সদ্যঃপাতী-মাইকেল মধূসূদন দত্ত)। ২ ভূক্তি; অন্তর্গত (আন্তঃপাতী)। ৩ শীতে যার পাতা শুকিয়ে ঝড়ে যায় (পাতী অরণ্যে কার পদপাত শুনি-সুধীণ্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) □ পত্+ইন(ণিনি)}
- Bengali Word পাতে পাতে, পাঁতে পাঁতে English definition [পাতেপাতে, পাঁতেপাঁতে] (ক্রিয়াবিশেষণ) পাতি পাতি করে খুঁজে (কৃষ্ণ যবে দেখিবেক গাছ পাঁতে পাঁতে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) পত্রে>+পত্রে>}
- Bengali Word পাত্তা English definition [পাত্তা] (বিশেষ্য) সংবাদ; খোঁজ; খবর; ঠিকানা; উদ্দেশ (তার পাত্তা পাওয়া ভার)। {(তৎসম বা সংস্কৃত) পত্র>}
- Bengali Word পাত্তাড়ি English definition ⇒ পাত২
- Bengali Word পাত্যমান English definition [পাত্তোমান্] (বিশেষণ) পতিত করা হচ্ছে এরূপ; ফেলে দেওয়া হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) □ পত্+ণিচ্+মান(শানচ্)}
- Bengali Word পাত্যারা, পাত্যায়া English definition [পাত্ত্যারা, পাত্যায়া] (বিশেষ্য) প্রত্যয; বিশ্বাস (আদ্যাশক্তি মোর মনে নাহিক পাত্যারা-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) প্রত্যয়>}
- Bengali Word পাত্যায়া English definition ⇒ পাত্যারা