প পৃষ্ঠা ৫১
- Bengali Word পাত্র English definition [পাত্ত্রো] (বিশেষ্য) ১ আধার (ভোজনপাত্র, পানপাত্র)। ২ বিষয়; আস্পদ (স্নেহপাত্র)। ৩ মন্ত্রী; উজির; উপদেষ্টা (পাত্রমিত্র)। ৪ যোগ্যজন; উপযুক্ত ব্যক্তি (নিন্দার পাত্র)। ৫ নাটকের চরিত্র। ৬ বিবাহার্থী; বর (পাতপক্ষ)। ৭ ব্যক্তি (ভুল করার পাত্র সে নয়)। ৮ সাধারণ সৈন্য ও গ্রাম-বংশ-সঙ্ঘসূচক উপাধিবিশেষ (মহাপাত্র)। পাত্রী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। পাত্রতা (বিশেষ্য) ১ যোগ্যতা; উপযুক্ততা। ২ গৌরব; মহিমা। পাত্রস্থ (বিশেষণ) ১ বরের হাতে সমর্পিত। ২ যোগ্য পাত্রে ন্যস্ত; পাত্রগত। পাত্রাপাত্র (=পাত্র+অপাত্র) (বিশেষ্য) বিচারযোগ্য ও বিচারোর্ধ ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) □ পা+ত্র(ষ্ট্রন্)}
- Bengali Word পাতড়া English definition [পাত্ড়া] (বিশেষ্য) ১ পাতা বা উচ্ছিষ্ট পাতা (পাতড়া চেটে-ঈশ্বর গুপ্ত)। ২ বিতরণের জন্য পাতায় সাজিয়ে রাখা ভক্ষ্য দ্রব্য (কত ব্রাহ্মণ পণ্ডিত আসিয়া পাতড়া মারিবে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ পুথির পাতা। ৪ বংশ পরিচিতি বা পাতার তাড়া। {(তৎসম বা সংস্কৃত) পত্র>}
- Bengali Word পাথর English definition [পাথোর্] (বিশেষ্য) ১ পাষাণ; প্রস্তর; শিলা। ২ প্রস্তরনির্মিত ভোজনপাত্র বা থালা (পাথরে আমানী ভরি-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ৩ মণি; রত্ন (গোমেদ পাথর)। ৪ বাটখারা (পাল্লাপাথর)। পাথরকুচি (বিশেষ্য) ১ এক প্রকার ক্ষুদ্র গুল্ম। ২ প্রস্তরখণ্ড; পাথরের ছোট টুকরা। পাথর চাপা কপাল (বিশেষ্য) যে ভাগ্য আবরণ উন্মোচন করে প্রকাশ পায় না; অপ্রসন্ন ভাগ্য; দুরদৃষ্ট; দুর্ভাগ্য। পাথরে পাঁচ কিল-(আলঙ্কারিক) সৌভাগ্য; অত্যন্ত মঙ্গল; অত্যন্ত সুদিন। {(তৎসম বা সংস্কৃত) প্রস্তর>(প্রাকৃত)পাত্থর>}
- Bengali Word পাথরা English definition [পাথ্রা] (বিশেষ্য) পাথরের তৈরি পাত্র (সম্ভ্রমে ফুল্লরা পাতে মাটির পাথরা-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) প্রস্তর>(প্রাকৃত)পাত্থর> পাথর+ আ}
- Bengali Word পাথরি, পাথুরি English definition [পাথোরি, পাথুরি] (বিশেষ্য) মূত্রাশয়ের এক প্রকার রোগ; অশ্মরী। {(তৎসম বা সংস্কৃত) প্রস্তর>(প্রাকৃত)পাত্থর>পাথর+ই}
- Bengali Word পাথরিয়া English definition ⇒ পাথুরে
- Bengali Word পাথার English definition [পাথার্] (বিশেষ্য) সাগর; সমুদ্র; বিস্তীর্ণ জলরাশি (তুমি শান্তি তুমি হে অমৃত পাথার-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) প্রান্তর>?; (তৎসম বা সংস্কৃত) পাথস্(জল)>; (তুলনীয়) সিংহলি. বাতুরা>}
- Bengali Word পাথালি English definition [পাথালি] (বিশেষ্য) ১ পদতল উপর দিকে উত্থিত করে ধারণ। ২ বিস্তার; প্রস্থের দিক। আথালি পাথালি ⇒ আতালি পাতালি। পাথালি কোলা (বিশেষ্য), (বিশেষণ) দুই বাহুতে স্কন্ধ ও পদদ্বয় বেষ্টন করে ক্রোড়ে উত্তোলন (করিয়া পাথালি কোলা লক্ষ্মণে-কৃত্তিবাস ওঝা)। {(তৎসম বা সংস্কৃত) প্রস্থ>পাথ+আলি}
- Bengali Word পাথি, পাথী English definition [পাথি] (বিশেষ্য) বাঁশ বা কঞ্চির নির্মিত ছোট চুপড়ি বা ঝুড়ি (পসরা চুপড়ি পাথি-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পত্র>পাথ+ই}
- Bengali Word পাথুরি English definition ⇒ পাথরি
- Bengali Word পাথুরিয়া English definition ⇒ পাথুরে
- Bengali Word পাথুরে, পাথরিয়া, পাথুরিয়া English definition [পাথুরে, পাথোরিয়া, পাথুরিয়া] (বিশেষণ) ১ প্রস্তরনির্মিত (পাথুরে বাটি)। ২ পাথরের ন্যায় কঠিন (আাঁধার এখানে জমে কালো কালো পাথুরে পাহাড়-বিষ্ণু দে)। ৩ প্রস্তর সংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) প্রস্তর>পাথর+ইয়া= পাথরিয়া> পাথুরিয়া> পাথুরে}
- Bengali Word পাথেয় English definition [পাথেয়ো] (বিশেষ্য) পথের সম্বল বা খরচা (দিন চলে যায় শুধু প্রাণের পাথেয় লয়ে-সিকান্দার আবু জাফর)। {(তৎসম বা সংস্কৃত) পথিন্+এয়(ঢক্)}
- Bengali Word পাদ ১ English definition [পাদ্] (বিশেষ্য) ১ পদ; চরণ। পা। ২ মূল; শিকড় (পাদপ)। ৩ নিম্নভাগ (হিমালয়ের পাদদেশ)। ৪ চার ভাগের একভাগ; চতুর্থাংশ। ৫ শ্লোকের পঙ্ক্তি। ৬ সম্মানবাচক পদবি (প্রভুপাদ)। পাদগ্রহণ (বিশেষ্য) পা ছোঁয়া; চরণস্পর্শ; প্রণাম। পাদচারণা, পাদচারণ, (বিশেষ্য) পায়চারি। পাদচারী(-রিন্) (বিশেষণ) পায়ে হেঁটে বিচরণ করে এমন; পাদচারণকারী; পথিক। পাদটীকা (বিশেষ্য) গ্রন্থাদির পৃষ্ঠার নিম্নে প্রদত্ত টীকা; footnote। পাদত্রাণ (বিশেষ্য) জুতা; পাদুকা। পাদদেশ (বিশেষ্য) তলদেশ; নিম্নদেশ; নিম্নভাগ। পাদপদ্ম (বিশেষ্য) পদ্মের ন্যায় সুন্দর পা; চরণ-কমল। পাদপীঠ (বিশেষ্য) ১ পা রাখবার আসন, টুল ইত্যাদি। ২ কেন্দ্র; পবিত্র স্থান (শিক্ষার পাদপীঠ)। পাদপূরণ (বিশেষ্য) অরচিত বা লুপ্ত অংশ নতুনভাবে রচনার (বিশেষ্য) পদাঘাত; লাথি। পাদমূল (বিশেষ্য) পয়ের নিম্নভাগ; গোড়ালি। পাদলেহন (বিশেষ্য) পা-চাটা; হীনভাবে তোষামোদ। পাদশৈল (বিশেষ্য) বৃহৎ পর্বতের নিচের ক্ষুদ্র পাহাড়। {(তৎসম বা সংস্কৃত) □ পদ্+অ(ঘঞ্)}
- Bengali Word পাদ ২ English definition [পাদ্] (বিশেষ্য) ১ পায়ুপথ দিয়ে নিঃসৃত বায়ু। ২ বাতকর্ম। পাদা (ক্রিয়া) বায়ু নিঃসরণ করা; বাতকর্ম করা। □ (বিশেষ্য) বাতকর্মা; বায়ু-নিঃসরণ। {(তৎসম বা সংস্কৃত) পর্দ>}
- Bengali Word পাদক English definition ⇒ পাদোদক
- Bengali Word পাদপ English definition [পদোপ্] (বিশেষ্য) পা দ্বারা পান করে যে; বৃক্ষ; গাছ, উদ্ভিদ (অদূরে ত্রিশাল বিশাল পাদপ দঁড়িায়ে ভগ্ন চূড়া-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) পাদ□ পা+অ(ক)}
- Bengali Word পাদবিক English definition [পাদোবিক্] (বিশেষণ) পথিক; ভ্রমণকারী; পান্থ; পথবাহী। {(তৎসম বা সংস্কৃত) পদবি+ইক(ঠক্)}
- Bengali Word পাদরি English definition ⇒ পাদ্রি
- Bengali Word পাদা English definition ⇒ পাদা২