ম পৃষ্ঠা ২৭
- Bengali Word মহাজন English definition [মহাজোন্] (বিশেষ্য) ১ অত্যন্ত ধার্মিক ব্যক্তি; সাধু ব্যক্তি; মহৎ ব্যক্তি। ২ বড় ব্যবসায়ী বা ব্যাপারী; আড়তদার; বণিক; উত্তমর্ণ; সুদ নিয়ে ঋণ দেয় যে; উত্তমর্ণ কুসীদজীবী। ৩ বৈষ্ণব পদকর্তা। মহাজনি, মহাজনী (বিশেষণ) ১ মহাজনগিরি; ব্যবসায় কর্ম; তেজারতি (তাহা হইলে সেই বাণিজ্যের করব মহাজনি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ তেজারতি বা কুসীদজীবী সংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) মহান্+জন}
- Bengali Word মহাজ্ঞান English definition [মহাগ্গ্যান্] (বিশেষ্য) ১ শ্রেষ্ঠ বা পরম জ্ঞান। ২ মৃতকে পুরুজ্জীবিত করার বিদ্যা। মহাজ্ঞানী(-নিন্) (বিশেষণ) পরম জ্ঞানবান। {(তৎসম বা সংস্কৃত) মহা+জ্ঞান; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাঢ্য English definition [মাহাঢ্ঢো] (বিশেষ্য) বিরাট ঐশ্বর্যশালী; মহাধনী। {(তৎসম বা সংস্কৃত) মহা+আঢ্য; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাতপা, মহাতপাঃ English definition [মহাতপা, মহাতপাহ্] (বিশেষ্য) (বিশেষণ) অতি কঠোর তপস্বী; উগ্রতাপস। {(তৎসম বা সংস্কৃত) মহা+তপঃ>}
- Bengali Word মহাতেজা(ঃ), মহাতেজস্বী English definition [মহাতেজাহ্, মহাতেজোশ্শি] (বিশেষণ) ১ অতিশয় তেজস্বী; অতীব শৌর্যসম্পন্ন। ২ অতিশয় দীপ্তিশালী। ৩ অগ্নি। {(তৎসম বা সংস্কৃত) মহা+তেজ>}
- Bengali Word মহাতৈল, মহাতেল English definition [মহাতোইলো, মহাতেল্] (বিশেষ্য) মানব দেহের তেল বা চর্বি। {(তৎসম বা সংস্কৃত) মহা+তৈল, (বাংলা) তেল; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাত্মা English definition [মহাত্তাঁ] (বিশেষণ) ১ অতিমহৎ; উদারহৃদয়; মহানুভব; মহাপ্রাণ। ২ বদান্য। {(তৎসম বা সংস্কৃত) মহান+আত্মা; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাদেব English definition [মহাদেব্] (বিশেষ্য) শিব; মহেশ্বর। {(তৎসম বা সংস্কৃত) মহা+দেব}
- Bengali Word মহাদেবী English definition [মহাদেবি] (বিশেষ্য) ১ হিন্দুদেবী ভগবতী; মহেশ্বরী; দুর্গাদেবী। ২ রাজার প্রধানা মহিষী; পাটরানী। {(তৎসম বা সংস্কৃত) মহা+দেবী; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাদেশ English definition [মহদেশ্] (বিশেষ্য) অনেকগুলো দেশযুক্ত বৃহত্তম ভৌগোলিক বিভাগ (এশিয়া মহাদেশ)। {(তৎসম বা সংস্কৃত) মহা+দেশ}
- Bengali Word মহাদ্রাবক English definition [মহাদ্দ্রাবোক্] (বিশেষ্য) ১ গন্ধকের আরক। ২ গলানোর জন্য ব্যবহার্য রাসায়নিক বস্তুবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) মহা+দ্রাবক; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহান English definition ⇒ মহৎ
- Bengali Word মহানগরী English definition [মহানগোরি] (বিশেষ্য) অতি বৃহৎ; নগর; রাজধানী। {(তৎসম বা সংস্কৃত) মহা+নগরী; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহানন্দ English definition [মহানন্দো] (বিশেষ্য) অত্যন্ত গভীর আনন্দ; পরমানন্দ। □ (বিশেষণ) অতিশয় আনন্দিত। {(তৎসম বা সংস্কৃত) মহা+আনন্দ}
- Bengali Word মহানবমী English definition [মহানবোমি] (বিশেষ্য) শারদীয় দুর্গা পূজার নবমী তিথি। {(তৎসম বা সংস্কৃত) মহা+নবমী; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহানরক English definition [মহানরোক্](বিশেষ্য) অতিশয় ক্লেশদায়ক নরক বা স্থান। {(তৎসম বা সংস্কৃত) মহা+নরক; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহানস English definition [মহানশ্] (বিশেষ্য) রন্ধনগৃহ; রান্নাঘর। {(তৎসম বা সংস্কৃত) মহা+অনঃ>}
- Bengali Word মহানাদ English definition [মহানাদ্] (বিশেষ্য) ভয়ঙ্কর শব্দ; অতি উচ্চধ্বনি; বিপুল শব্দ। □ (বিশেষণ) উচ্চ ধ্বনিযুক্ত। ২ গম্ভীর নাদকারী (সিংহাদি পশু)। ৩ বর্ণণোন্মুখ; বর্ষণকারী। {(তৎসম বা সংস্কৃত) মহা+নাদঃ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word মহানিদ্রা English definition [মহানিদ্দ্রা] (বিশেষ্য) মৃত্যু; মরণ; চিরনিদ্রা। {(তৎসম বা সংস্কৃত) মহা+নিদ্রা; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহানিম English definition [মহানিম] (বিশেষ্য) নিমসদৃশ বৃক্ষ। {(তৎসম বা সংস্কৃত) মহা+নিম}