ম পৃষ্ঠা ২৯
- Bengali Word মহাফা English definition ⇒ মাহাফা
- Bengali Word মহাফেজ English definition [মহাফেজ্] (বিশেষ্য) সরকারি কাগজপত্র রক্ষক বা হেফাজতকারী; record-keeper। মহাফেজখানা (বিশেষ্য) দলিলপত্র সংরক্ষিত করে রাখার কক্ষ; archive। {(আরবি) মুহাফিজ}
- Bengali Word মহাবন English definition [মহাবোন্] (বিশেষ্য) বিশাল ঘন অরণ্য। {(তৎসম বা সংস্কৃত) মহা+বন}
- Bengali Word মহাবল English definition [মহাবল্] (বিশেষ্য) অতিশয় বলশালী বা শক্তিশালী। □ (বিশেষ্য) পবন; বায়ু। {(তৎসম বা সংস্কৃত) মহা+বল; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word মহাবাক্য English definition [মহাবাক্কো] (বিশেষ্য) ১ মহাজন বা মহাপুরুষের জ্ঞানগর্ভ বাণী বা বাক্য। ২ মহাসংকল্প জ্ঞাপক বাক্য। {(তৎসম বা সংস্কৃত) মহা+বাক্য; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাবাহু English definition [মহাবাহু] (বিশেষণ) ১ অতিশয় বাহুবলসম্পন্ন; মহাবলশালী (মহাবাহু ওমর ছিলেন তাঁর দক্ষিণহস্ত-হবীবুল্লাহ বাহার)। ২ দীর্ঘবাহুবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) মহা+বাহু; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word মহাবিক্রম English definition [মহাবিক্ক্রম্] (বিশেষ্য) প্রবল পরাক্রম (মহাবিক্রমে ঝাঁপিয়ে পড়ল)। {(তৎসম বা সংস্কৃত) মহা+বিক্রম}
- Bengali Word মহাবিদ্যা English definition [মহাবিদ্দা] (বিশেষ্য) ১ পরাবিদ্যা; ঈশ্বর বিষয়ক জ্ঞান। ২ কালী; তারা, ষোড়শী, বগলা, ভুবনেশ্বরী, মাতঙ্গী, ভৈরবী, ছিন্নমস্তা, কমলা, ধূমাবতী-দূর্গার হিন্দু পুরাণোক্ত এই দশটি মূর্তি; দশমহাবিদ্যা। ৩ শ্রেষ্ঠবিদ্যা। ৪ (ব্যঙ্গার্থ) চুরিবিদ্যা; চৌর্যবিদ্যা। {(তৎসম বা সংস্কৃত) মহা+বিদ্যা; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাবিভ্রাট English definition [মহাবিভ্রাট, (বিশেষ্য) ১ মহা দায় (মহাবিভ্রাটে পড়ে গেলাম)। ২ বিষম গোলযোগ বা বিশৃঙ্খলা (মহাবিভ্রাট বেধে গেল)। {(তৎসম বা সংস্কৃত) মহা+বিভ্রাট; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাবিষ English definition [মহাবিশ্] (বিশেষ্য) দ্বিমুখ সর্প। {(তৎসম বা সংস্কৃত) মহা+বিষ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word মহাবিষুব English definition [মহাবিশুব্] (বিশেষ্য) মেষ রাশিতে সূর্যের সংক্রমণ কাল; দিন ও রাত্রির সমান হওয়ার সময়; চৈত্র সংক্রান্তি। {(তৎসম বা সংস্কৃত) মহা+বিষুব; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাবীর English definition [মহাবির্] (বিশেষণ) অতিশয় বীর্যবান বা বিক্রমশালী। □ (বিশেষ্য) ১ রামায়ণোক্ত হনুমান। ২ সুবিখ্যাত জৈন ধর্ম প্রচারক বর্ধমান মহাবীর। মহাবীর্য (বিশেষ্য) অতিশয় বীরত্ব (মহাবীর্যের পরীক্ষা)। {(তৎসম বা সংস্কৃত) মহা+বীর; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাবৃহতী English definition [মহাবৃহোতি] (বিশেষ্য) বড় বেগুন। {(তৎসম বা সংস্কৃত) মহা+বৃহতী}
- Bengali Word মহাবেগ English definition [মহাবেগ্] (বিশেষ্য) অতি দ্রুত বেগ বা গতি (মহা বেগে চলা)। মহাবেগবান (বিশেষণ) অত্যন্ত বেগযুক্ত। মহাবেগবতী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মহা+বেগ}
- Bengali Word মহাবৈদ্য English definition [মহাবোইদ্দো] (বিশেষ্য) ১ শ্রেষ্ঠ চিকিৎসক। ২ (ব্যঙ্গার্থ) হাতুড়ে চিকিৎসক; যম। {(তৎসম বা সংস্কৃত) মহা+বৈদ্য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word মহাবোধ English definition [মহাবোধ্] (বিশেষ্য) ১ মহাবোধসম্পন্ন। ২ বৌদ্ধধর্ম প্রচারক। মহাবোধি (বিশেষ্য) বুদ্ধদেব। {(তৎসম বা সংস্কৃত) মহা+বোধ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word মহাব্যাধি English definition [মহাবোধি] (বিশেষ্য) ১ দুরারোগ্য রোগ। ২ কুষ্ঠরোগ। ৩ ক্যানসার, এইডস প্রভৃতি দুরারোগ্য ব্যাধি। {(তৎসম বা সংস্কৃত) মহা+ব্যাধি; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাব্যোম English definition [মহাব্যোম্] (বিশেষ্য) নভোমণ্ডল; মহাশূন্য; মহাকাশ (মহাব্যোম জুড়ে বেড়ায় আশ্রয়হারা পাখী-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) মহা+ব্যোম; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাব্রণ English definition [মহাব্ব্রোন্] (বিশেষ্য) দুষ্টব্রণ; দুষ্টক্ষত। {(তৎসম বা সংস্কৃত) মহা+ব্রণ}
- Bengali Word মহাব্রাহ্মণ English definition [মহাব্রাম্হোন্] (বিশেষ্য) ১ হিন্দুসমাজে নিন্দিত ব্রাহ্মণ; নিকৃষ্ট ব্রাহ্মণ। ২ অগ্রদানী ব্রাহ্মণ; অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনকারী ব্রাহ্মণ। {(তৎসম বা সংস্কৃত) মহা+ব্রাহ্মণ; (কর্মধারয় সমাস)}