ম পৃষ্ঠা ২৪
- Bengali Word মসলন্দ, মছলন্দ English definition [মস্লন্দো] (বিশেষ্য) ১ উৎকৃষ্ট শ্রেণির এক প্রকার মাদুর (সেই মছলন্দের পরে হাতেম নাইয়া বসিয়া-সৈয়দ হামজা)। ২ কারুকার্যমণ্ডিত মোটা অথচ নরম কম্বলবিশেষ (ঘরের মাঝখানে মছলন্দ শয্যার উপর রাজা বসিয়া আছেন-রবীন্দ্রনাথ ঠাকুর; শোষকের আসন। মছলন্দি (বিশেষণ) ১ মছলন্দ-পাতা। ২ রাজকীয় জাঁকজমকপূর্ণ (বাবুকে নিয়মিত সিংহাসনরূপ মছলন্দী মসনদে বসাইলে পরে-ভব)। {সিদ্ধা মৎস্যেন্দ্রনাথ; (আরবি) মস্নদ্}
- Bengali Word মসলা, মশলা, মসল্লা, মশল্লা English definition [মশ্লা, মস্লা, মশোল্লা, মসোল্লা] (বিশেষ্য) ১ ব্যঞ্জনাদি মুখরোচক করার জন্য ব্যবহৃত উপকরণ (রান্নার মসলা, পানের মসলা)। (বিশেষ্য) কোনো দ্রব্য প্রস্তুতের উপকরণ (ইটের মসলা)। {(আরবি) সমালিহ বহুব}
- Bengali Word মসলিন English definition [মস্লিন্] (বিশেষ্য) অতি কোমল ও সূক্ষ্ম কার্পাস বস্ত্রবিশেষ; মলমল (ঢাকাই মসলিন)। সম্ভবত প্রাচীন ব্যবিলনের মসৌলে নির্মিত সুক্ষ্ম মসৃণ বস্ত্রসদৃশ ঢাকায় তৈরি বস্ত্রের নাম হয় মসলিন। {(আরবি) মরসিলী; ফরাসি mousseline}
- Bengali Word মসল্লা English definition ⇒ মসলা
- Bengali Word মসান English definition ⇒ মশান
- Bengali Word মসাল English definition ⇒ মশাল
- Bengali Word মসায়েল English definition [মসায়েল্] (বিশেষ্য) ১ সমস্যা; প্রশ্ন। ২ প্রশ্নের উত্তর; বিধান। ৩ ধর্মীয় বিধান (এসব কেতাবে তার মসায়েল আছে-মুত্তালিব)। {(আরবি) মসা’ইল বহুব; একব মাসআলাহ}
- Bengali Word মসি, মসী English definition [মোশি] (বিশেষ্য) ১ লেখার জন্য ব্যবহৃত কালি। ২ (ঘরের মাকড়সার) ঝুল। ৩ কলঙ্ক; কালো দাগ। মসিজীবী (-বিন্) (বিশেষ্য) (বিশেষণ) লেখক; করণিক; কেরানি (তিনি নিরীহ মসিজীবী মাত্র ছিলেন না-সৈয়দ মুজতবা আলী)। মসিনিন্দিত, মসিলাঞ্ছিত (বিশেষণ) কালিও হার মানে এমন কালো; অতিশয় কালো। মসিময় (বিশেষ্য) কালিমাখা। □ (বিশেষণ) ঘোর কৃষ্ণবর্ণ। {(তৎসম বা সংস্কৃত) √মস্+ই, ঈ}
- Bengali Word মসিন, মসীন English definition [মোসিন্] (বিশেষ্য) অত্যাচার; উৎপীড়ন (মসীন করিবে রাজা-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {অজ্ঞাতমূল}
- Bengali Word মসিনা, মসীনা, মসনে English definition [মোশিনা, মোসিনা, মোশ্নে] (বিশেষ্য) তৈলপ্রদ বীজ বিশেষ; তিসি। {(তৎসম বা সংস্কৃত) মসৃণা>}
- Bengali Word মসিবত, মুসিবত English definition [মোসিবত্, মুসিবত] (বিশেষ্য) বিপদ; দুঃখ; কষ্ট (পেরেশান হও কাহে থোড়া মসিবতে-সৈয়দ হামজা)। {(আরবি) মসীবত}
- Bengali Word মসিহ, মসীহ English definition [মোসিহ্] (বিশেষ্য) ১ হজরত ঈসা (আ.) (আসিল কি ফিরে এতদিনে সেই মসীহ মহামানব-কাজী নজরুল ইসলাম)। ২ আল্লাহর বাণীবাহক; বাণী প্রচারক; নবী। {(আরবি) মসীহ}
- Bengali Word মসী English definition ⇒ মসি
- Bengali Word মসীনা English definition ⇒ মসিনা
- Bengali Word মসুর, মসূর, মসুরি English definition [মোশুর, মোশূর, মোশুরি] (বিশেষ্য) গোলাপি রঙের একপ্রকার কলাই বা ডাল। {(তৎসম বা সংস্কৃত) √মস্+উর; ঊ,+ (বাংলা) উরি}
- Bengali Word মসূরী, মসূরিকা English definition [মোশুরি, মোশুরিকা] (বিশেষ্য) বসন্ত নামক এক ধরনের প্রাণঘাতী রোগ; গুটিবসন্ত। {(তৎসম বা সংস্কৃত) √মস্+ঊর+ঈ; +ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word মসৃণ English definition মসৃণ [মোস্সৃন্] (বিশেষণ) ১ চিক্কণ; তেলতেলে। ২ স্নিগ্ধ; কোমল। মসৃণতা বি। {(তৎসম বা সংস্কৃত) মস্+√ঋণ্+অ(ক)}
- Bengali Word মস্ক ২, মশ্ক English definition [মশ্ক্] (বিশেষ্য) মৃগনাভি; কস্তুরী (আর মস্ক ও মূসব্বর মেশান ইরানী তামাকের খোসবয়-কালীপ্রসন্ন সিংহ)। {(ফারসি) মুশক্; মিশ্ক}
- Bengali Word মস্ক ১ English definition ⇒ মশক২
- Bengali Word মস্ক ২, মশ্ক English definition [মশ্ক্] (বিশেষ্য) মৃগনাভি; কস্তুরী (আর মস্ক ও মূসব্বর মেশান ইরানী তামাকের খোসবয়-কালীপ্রসন্ন সিংহ)। {(ফারসি) মুশক্; মিশ্ক}