ম পৃষ্ঠা ২৫
- Bengali Word মস্করা, মসকারা English definition ⇒ মশকারা
- Bengali Word মস্করা, মসকারা English definition ⇒ মশকারা
- Bengali Word মস্ত ১ English definition [মস্তো] (বিশেষণ) ১ উচ্চ; প্রকাণ্ড; মহৎ; বিরাট (মস্ত গাছ, মস্ত বাড়ি, মস্ত লোক)। ২ বিস্তৃত; বিশাল (মস্ত নদী)। ৩ মূল্যবান (মস্ত কথা)। □ (ক্রিয়াবিশেষণ) অত্যন্ত; অতিশয় (খুব মস্ত বড়)। □ (বিশেষ্য) মস্তক (ছিন্নমস্তা, মস্তে ধরা)। {(তৎসম বা সংস্কৃত) √মস্+ত(ক্ত)}
- Bengali Word মস্ত ২, মস্তা English definition [মস্তো, মস্তা] (বিশেষণ) নেশাগ্রস্ত; মাতাল; মোহান্ধ; মত্ত। {(ফারসি) মস্ত}
- Bengali Word মস্তক English definition [মস্তক্] (বিশেষণ) ১ মাথা; মুণ্ড; শির; মুড়া। ২ অগ্রভাগ; চূড়া; আগা; ডগা। {(তৎসম বা সংস্কৃত) মস্ত+ক(কন্)}
- Bengali Word মস্তান, মাস্তান English definition [মস্তান্, মাস্তান্] (বিশেষ্য) (বিশেষণ) ১ ঐশীপ্রেমে মত্ত; ভাবে উন্মত্ত; দেওয়ানা; বিবাগী; প্রেমপাগল (তার লেখা গজল পড়ে তামাম দেশ মস্তান হয়ে উঠল-মুফাখখারুল ইসলাম)। ২ নেশাগ্রস্তের ন্যায় হিতাহিত জ্ঞান বিবর্জিত ব্যক্তি; ছিনতাইকারী; চরিত্রহীন; ভীতিপ্রদর্শন দ্বারা উদ্দেশ্য সিদ্ধকারী; মহিলাদের উত্ত্যক্তকারী; উপদ্রবকারী; মদ্যপ; গুণ্ডা; বদমাশ। মস্তানি, মাস্তানি (বিশেষ্য) ১ মস্তানের কাজ; ডাকাতি; হত্যা; জুলুম; ছিনতাই; ধর্ষণ; নারীনির্যাতন; উৎপীড়ন দ্বারা বিরক্তি উৎপাদন বা উত্ত্যক্ত করা প্রভৃতি অসামাজিক কার্য। ২ গুণ্ডাগিরি। ৩ দাদাগিরি; অবাঞ্ছিত মাতব্বরি। {(ফারসি) মস্ত+আন}
- Bengali Word মস্তাহাব, মোস্তাহাব English definition [মস্তাহাব্, মোস্তাহাব্] (বিশেষণ) পছন্দনীয়; উত্তম (প্রতি অঙ্গ ডাহিন হইতে সব ধোয়...তারে মোস্তহাব কয়-হেয়াত মাহমুদ)। {(আরবি) মস্তাহব্ব্}
- Bengali Word মস্তিষ্ক English definition [মোস্তিশ্কো] (বিশেষ্য) ১ মগজ; ঘিলু। ২ বুদ্ধি; ধীশক্তি। মস্তিষ্কহীন (বিশেষণ) বুদ্ধিহীন; নির্বোধ; মূর্খ। {(তৎসম বা সংস্কৃত) মস্তিষ্ক}
- Bengali Word মস্যাধার English definition [মোশ্শাধার্] (বিশেষ্য) দোয়াত; মসি বা কালি রাখাবার পাত্র। {(তৎসম বা সংস্কৃত) মসি+আধার}
- Bengali Word মহক English definition [মহক্] (বিশেষ্য) সুগন্ধ (ফুলের খোশবুই ছোটে মগজে মহক উঠে, ভ্রমরা আকুল তার বাসে-সৈয়দ হামজা)। {(ফারসি) মহক}
- Bengali Word মহকুমা English definition [মহকুমা] (বিশেষ্য) ১ জেলার একটি প্রশাসনিক অংশ। ২ বিচারালয়। মহকুমা-হাকিম (বিশেষ্য) মহকুমার শাসনকর্তা; S.D.O। {(আরবি) মহকমাহ}
- Bengali Word মহকূফ English definition ⇒ মকুব
- Bengali Word মহত (মধ্যযুগীয় বাংলা) English definition [মহত] (বিশেষ্য) ১ মহত্ত্ব; মহানুভবতা। ২ মান; মর্যাদা; সম্ভ্রম (মহত রাখ মোর-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) মহত্ত্ব>}
- Bengali Word মহতাব, মাহাতাব English definition [মহতাব্, মাহাতাব্] (বিশেষ্য) ১ আতসবাজি। ২ চাঁদ। ৩ জ্যোৎস্না। ৪ চাঁদের। ৫ রকেট। {(ফারসি) মহ্তাব}
- Bengali Word মহনীয় English definition [মহোনিয়ো] (বিশেষ্য) ১ মান্য; শ্রদ্ধেয়; পূজ্য; পূজনীয় (মহনীয় ব্যক্তি)। □ (বিশেষণ) মহৎ। {(তৎসম বা সংস্কৃত) √মহ্+অনীয়(অনীয়র্)}
- Bengali Word মহন্ত, মোহন্ত, মহান্ত, মোহান্ত English definition [মহোন্তো, মোহন্তো, মহান্তো, মোহান্তো] (বিশেষ্য) ১ কৃষ্ণভক্ত; সংসারবিরাগী; সন্ন্যাসী; মোহমুক্ত। ২ হিন্দুদের মঠাধ্যক্ষ; মঠস্বামী; যে সন্ন্যাসী মন্দিরাদি পরিচালনা করেন। {(তৎসম বা সংস্কৃত) √মহ্+অন্ত(ঝচ্),>}
- Bengali Word মহফিল English definition ⇒ মহিফেল
- Bengali Word মহব্বত English definition [মহোব্বত্] (বিশেষ্য) প্রেম; প্রীতি; স্নেহ; ভালোবাসা; বন্ধুত্ব (যে মহব্বত দেখালো তোমায় বিশ্বপতি-এস. এন. কিউ জুলফিকার আলী (নছরু))। {(আরবি) মুহব্বত}
- Bengali Word মহম্মদ English definition ⇒ মুহম্মদ
- Bengali Word মহরত, মহরৎ, মোহরত English definition [মোহোরত্] (বিশেষ্য) ১ নতুন সূচনা শুরু বা আরম্ভ; পত্তন; সূত্রপাত; প্রস্তুতি (খাতা মহরত করা)। ২ উদ্বোধন; কর্মসূচনা; কার্যারম্ভ (বংশীলাল অলকা ষ্টুডিওতে ‘বন বিহঙ্গের’ প্রথম মহরৎ সম্পন্ন করলেন-প্রেমেন্দ্র মিত্র)। ৩ নৈপুণ্য; দক্ষতা। {(আরবি) মহারত}