ম পৃষ্ঠা ২৬
- Bengali Word মহরম, মোহররম, মুহররম English definition [মোহরম্, মোহর্রম্, মুহর্রম্] (বিশেষ্য) আরবি চান্দ্রবৎসরের প্রথম মাস (মহরমের চাঁদ)। □ (বিশেষণ) এ মাসের দশ তারিখে হজরত মুহম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন কারবালা প্রান্তরে এজিদ সৈন্য কর্তৃক শহীদ হওয়ার স্মৃতি উদ্যাপনমূলক পর্ব। {(আরবি) মুহরর্ম}
- Bengali Word মহর্লোক English definition [মহোর্লোক্] (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত সাতটি লোকের চতুর্থ লোক। {(তৎসম বা সংস্কৃত) মহান+লোক; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহর্ষি English definition [মহোর্শি] (বিশেষ্য) ঋষিশ্রেষ্ঠ; বড় ঋসি। {(তৎসম বা সংস্কৃত) মহান+ঋষি; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহল ১ English definition [মহোল্] (বিশেষ্য) ১ গৃহ; বাড়ি; বাড়ির অংশ (অন্দরমহল)। ২ ভূসম্পত্তির বা জমিদারির অংশ; তালুক (খাসমহল)। {(আরবি) মহল}
- Bengali Word মহল ২ English definition [মহোল্] (বিশেষ্য) সমাজ; সঙ্ঘ; শ্রেণি (সাংবাদিক মহল)। {(আরবি) মহল}
- Bengali Word মহলা English definition [মহোলা] (বিশেষণ) মহলবিশিষ্ট (চার মহলা বাড়ি)। □ (বিশেষ্য) শিক্ষার পরিচয়; অভ্যাস; চর্চা; মহড়া (মহলা দেওয়া; কাগজ বার করবার মহলামাত্র-প্রেমেন্দ্র মিত্র)। মহলানবিশ (বিশেষ্য) ১ মহলের হিসাব রক্ষক; মহল্লার লিপিকার; জেলা প্রশাসক। ২ হিন্দু পদবিশেষ। {(আরবি) মহল+ (বাংলা) আ}
- Bengali Word মহল্লা English definition [মহোল্লা] (বিশেষ্য) শহর বা নগরের অংশ; গ্রাম; অঞ্চল; পাড়া (সৈয়দ মহল্লা; সেই সব অঞ্চল মুসলমান মহল্লা বলিয়া ঘোষিত হইবে-আবুল মনসুর আহমদ)। {(আরবি) মহল্লাহ}
- Bengali Word মহা ১ English definition [মহা] (বিশেষণ) ১ প্রচণ্ড; প্রবল; ভীষন (মহারাগ; মহাস্ফূর্তি)। ২ বিশাল; বিরাট; প্রকাণ্ড (মহাস্রোত)। □ (বিশেষ্য) (বিশেষণ) অতিশয়; খুব (মহাপাজি, মহাচালাক)। {(তৎসম বা সংস্কৃত) মহৎ>}
- Bengali Word মহা ২ English definition [মহা] কর্মধারয় ও বহুব্রীহি সমাসে পূর্বপদ হিসেবে ব্যবহৃত হলে ‘মহৎ’ ও ‘মহতী’ স্থানে ‘মহা’ হয় (মহাসভা, মহামানব)। ⇒ মহা১। {(তৎসম বা সংস্কৃত) মহৎ>}
- Bengali Word মহাকবি English definition [মহাকোবি] (বিশেষ্য) ১ মহাকাব্য-রচয়িতা। ২ অসাধরণ প্রতিভাবান কবি; শ্রেষ্ঠ কবি। {(তৎসম বা সংস্কৃত) মহৎ+কবি}
- Bengali Word মহাকরণ English definition [মহাকরোন্] (বিশেষ্য) প্রধান সরকারি দপ্তর; সচিবালয়; secretariat। {(তৎসম বা সংস্কৃত) মহা+করণ}
- Bengali Word মহাকর্ষ English definition [মহাকর্শো] (বিশেষ্য) (পদার্থবিদ্যা) জড় বস্তুর পারস্পরিক আকর্ষণ; gravitation; মাধ্যাকর্ষণ। {(তৎসম বা সংস্কৃত) মহা+√কর্ষ্>}
- Bengali Word মহাকাব্য English definition [মহাকাব্বো] (বিশেষ্য) পুরাণ বা ইতিহাস থেকে বৃত্তান্ত নিয়ে রচিত দেবতা, রাজা বা বীরকে নায়ক করে বিশেষ নিয়মে ও রীতিতে রচিত কাব্য; যে কাব্যে জীবন ও জগৎ ব্যাপকভাবে চিত্রিত হয়; epic। {(তৎসম বা সংস্কৃত) মহা+কাব্য; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাকাল English definition [মহাকাল্] (বিশেষ্য) ১ শিব; রুদ্র; ভৈরব (মহাকালের মন্দির)। ২ অনন্তকাল; ভাবীকাল; উত্তরকাল (তাদের কীর্তের রেখা মহাকাল করেনি বিলীন-সুফী মোতাহার হোসেন)। মহাকালী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)হিন্দু পুরাণোক্ত মহাকালের পত্নী; আদ্যাশক্তি। {(তৎসম বা সংস্কৃত) মহা+কাল; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাকাশ, মহাশূন্য English definition [মহাকাশ্, মহাকাশুন্নো] (বিশেষ্য) মহাশূন্য; বায়ুমণ্ডলের ঊর্ধ্বে অনন্ত আকাশ; space। মহাকাশ পোশাক (বিশেষ্য) মহাশূন্যে ও গ্রহাদিতে পরিভ্রমণের উপযোগী করে প্রস্তুত পোশাকবিশেষ; space-suit। মহাকাশ বিমান, মহাশূন্য যান (বিশেষ্য) মহাশূন্য ভ্রমণ ও গ্রহাদিতে যাওয়ার উপযোগী যানবিশেষ; space-ship। মহাকাশযাত্রী নি নভোচারী; মহাশূন্য পরিভ্রমণের জন্য যাত্রাকারী; spaceman। {(তৎসম বা সংস্কৃত) মহান্+আকাশ, শূন্য; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাকায় English definition [মহাকায়্] (বিশেষণ) অতি বৃহদাকার; বৃহৎ শরীরবিশিষ্ট (মহাকায় মহাদন্ত যাহার নাহিক অন্ত সেবক বৎসল ভগবান-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। □ (বিশেষ্য) অতিশয় বৃহৎ হস্তী। {(তৎসম বা সংস্কৃত) মহা+কায়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word মহাকুষ্ঠ English definition [মহাকুশ্ঠো] (বিশেষ্য) প্রাণঘাতী কুষ্ঠ রোগবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) মহা+কুষ্ঠ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাকোশল English definition [মহাকোশল্] (বিশেষ্য) দক্ষিণ ভারতের একটি প্রাচীন রাজ্য {(তৎসম বা সংস্কৃত) মহা+কোশল; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাগুরু English definition [মহাগুরু] (বিশেষ্য) ১ শ্রেষ্ঠ গুরুজন। ২ হিন্দু বিশ্বাসে পিতা-মাতা, দীক্ষাদাতা বা স্বামী। {(তৎসম বা সংস্কৃত) মহান্+গুরু}
- Bengali Word মহাচ্ছায় English definition [মহাচ্ছায়্] (বিশেষ্য) বটবৃক্ষ। □ (বিশেষণ) বিপুল ছায়াযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) মহা+ছায়া>}