ম পৃষ্ঠা ৩১
- Bengali Word মহামুনি English definition [মহামুনি] (বিশেষ্য) ঋষিশ্রেষ্ঠ; শ্রেষ্ঠ মুনি; গৌতম বুদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) মহা+মুনি; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহামূল্য English definition [মহামুল্লো] (বিশেষণ) ১ খুব দামি। ২ দুর্মূল্য। ৩ অতি উচ্চ শ্রেণির (হস্তলিখিত মহামূল্য পুথি)। {(তৎসম বা সংস্কৃত) মহা+মুল্য}
- Bengali Word মহামৃগ English definition [মহামৃগো] (বিশেষ্য) হাতি। {(তৎসম বা সংস্কৃত) মহা+মৃগ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহামোহ English definition [মহামোহো] (বিশেষ্য) ১ অজ্ঞানতা; বিষয়-বাসনা থেকে উৎপন্ন মোহ। ২ সংসারের মায়া। {(তৎসম বা সংস্কৃত) মহা+মোহ}
- Bengali Word মহাযজ্ঞ English definition [মহাজোগ্গোঁ] (বিশেষ্য) হিন্দুশাস্ত্রোক্ত বেদাধ্যয়ন, হোম, অতিথিসেবা, তর্পণ ও জীবগণকে খাদ্যদান-এই পাঁচ প্রকার যজ্ঞ। {(তৎসম বা সংস্কৃত) মহা+যজ্ঞ}
- Bengali Word মহাযশ, মহাযশা, মহাযশাঃ English definition [মহাজশ্, মহাযশা, মহাশাহ্] (বিশেষণ) অতিশয় যশস্বী; অতি কীর্তিমান। {(তৎসম বা সংস্কৃত) মহা+যশঃ>}
- Bengali Word মহাযাত্রা English definition [মহাজাত্ত্রা] (বিশেষ্য) মহাপ্রয়াণ; মৃত্যু। {(তৎসম বা সংস্কৃত) মহা+যাত্রা; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাযান English definition [মহাজান্] (বিশেষ্য) দার্শনিক নাগার্জুন কর্তৃক প্রতিষ্ঠিত বৌদ্ধ সম্প্রদায়বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) মহা+যান; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাযুদ্ধ English definition [মহাজুদ্ধো] (বিশেষ্য) ব্যাপক ও ভীষণ সংগ্রাম। {(তৎসম বা সংস্কৃত) মহা+যুদ্ধ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাযোগী(-গিন্) English definition [মহাজোগি] (বিশেষ্য) ১ শ্রেষ্ঠ যোগী। ২ যার চিত্ত বাহ্য জগতের প্রভাব থেকে মুক্ত (গজমুখ লম্বোদর মহাযোগী পরম সুন্দর-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) মহা+যোগী}
- Bengali Word মহারজত English definition [মহারজোত্] (বিশেষ্য) স্বর্ণ। {(তৎসম বা সংস্কৃত) মহা+রজত}
- Bengali Word মহারণ্য English definition [মহারোন্নো] (বিশেষ্য) অতি বৃহৎ ও নিবিড় অরণ্য; গহন কানন। {(তৎসম বা সংস্কৃত) মহা+অরণ্য; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহারত্ন English definition [মহারত্নো] (বিশেষ্য) ১ শ্রেষ্ঠ রত্ন; অতি মূল্যবান মণি। ২ হীরক, পদ্মরাগ, নীলকান্ত, মরকত ও মুক্তা-এই পাঁচটি রত্ন মহারত্ন নামে খ্যাত। {(তৎসম বা সংস্কৃত) মহা+রত্ন; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহারথ, মহারথী(-থিন্) English definition [মহারথ্, মহারোথি] (বিশেষ্য) অত্যন্ত যুদ্ধনিপুণ বীর; শ্রেষ্ঠ বীরযোদ্ধা। {(তৎসম বা সংস্কৃত) মহা+রথ, রথী}
- Bengali Word মহারহস্য English definition [মহারহোশ্শো] (বিশেষ্য) ১ অতিগোপন কথা; গুপ্ত বিষয়। ২ অতি নিগূঢ় তত্ত্ব বা তথ্য। {(তৎসম বা সংস্কৃত) মহা+রহস্য}
- Bengali Word মহারাজ English definition [মহারাজ্] (বিশেষ্য) ১ শক্তিশালী রাজা; সম্রাট। ২ হিন্দুসমাজের সন্ন্যাসীর উপাধি, সাধারণভাবে সন্ন্যাসীকে সন্বোধন করতে ব্যবহৃত শব্দ। মহরাজ্ঞী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)রাজমহিষী; সম্রাটপত্নী। {(তৎসম বা সংস্কৃত) মহা+রাজা; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহারাজা English definition [মহারাজা] (বিশেষ্য) হিন্দু সামন্ত রাজা; বড় জমিদারে উপাধি, খেতাব ইত্যাদি অর্থে ব্যবহৃত (মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর)। মহারানী, মহারাণী (বিশেষ্য) স্ত্রী.। মহারাজাধিরাজ (বিশেষ্য) সম্রাট; অনেক দেশ ও বহু রাজার উপর যাঁর প্রভুত্ব; রাজচক্রবর্তী। {(তৎসম বা সংস্কৃত) মহা+রাজা}
- Bengali Word মহারাণী English definition ⇒ মহারাজা ও মহারানা
- Bengali Word মহারাত্রি English definition [মহারাত্ত্রি] (বিশেষ্য) ১ অর্ধরাত্রির পরের দুই মুহূর্ত। ২ মহাপ্রলয়ের রাত্রি; কালরাত্রি। {(তৎসম বা সংস্কৃত) মহা+রাত্রি}
- Bengali Word মহারানা, মহারাণা English definition [মহারানা] (বিশেষ্য) সাবেক উদয়পুরের রাজার উপাধি। মহারানী, মহারাণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মহা+রাজা>রানা}