ম পৃষ্ঠা ৩২
- Bengali Word মহারাষ্ট্র English definition [মহারাশ্ট্রো] (বিশেষ্য) মারাঠাদের বাসভূমি; ভারতের অন্যতম রাজ্য। {(তৎসম বা সংস্কৃত) মহা+রাষ্ট্র}
- Bengali Word মহারাষ্ট্রি, মহারাষ্ট্রী English definition [মহারাশ্ট্রি] (বিশেষ্য) ১ একটি প্রাকৃত ভাষা। ২ মহারাষ্ট্রের অধিবাসী; মারাঠি। {(তৎসম বা সংস্কৃত) মহা+রাষ্ট্র+ (বাংলা) ই, ঈ}
- Bengali Word মহারাষ্ট্রীয় English definition [মহারাশ্ট্রিয়ো] (বিশেষণ) ১ মহারাষ্ট্র সম্বন্ধীয়। ২ মহারাষ্ট্রে জাত বা উৎপন্ন; মারাঠি। {(তৎসম বা সংস্কৃত) মহা+রাষ্ট্র+ঈয়(ছ)}
- Bengali Word মহারুদ্র English definition [মহারুদ্দ্রো] (বিশেষ্য) পুরাণোক্ত মহাদেব বা শিবের প্রলয়মূর্তি বা সংহার মূর্তি। {(তৎসম বা সংস্কৃত) মহা+রুদ্র}
- Bengali Word মহারোগ English definition [মহারোগ্] (বিশেষ্য) দুরারোগহ্য ব্যাধি (মহারোগে পড়ে গেছি)। মহারোগী(-গিন্) বিণ। মহারোগিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মহা+রোগ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহারৌরব English definition [মহারোউরব্] (বিশেষ্য) হিন্দুমতে মৃত্যুর পর মহাপাপীদের সর্বাধিক যন্ত্রণাভোগের স্থান; নিকৃষ্টতম নরকবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) মহা+রৌরব; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহার্ঘ, মহার্ঘ্য, মহার্হ English definition [মহার্ঘো, মহার্ঘ্য, মহার্হো] (বিশেষণ) ১ অত্যন্ত দামি; মহামূল্য। ২ দুর্মূল্য (কাঙ্গালিনী সীতা তুমি লো মহার্হ রত্ন-মাইকেল মধুসূদন দত্ত)। মহার্ঘতা, মহার্ঘ্যতা (বিশেষ্য) । {(তৎসম বা সংস্কৃত) মহা+অর্ঘ, অর্ঘ্য, অর্হ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহার্ণব English definition [মহার্নব্] (বিশেষ্য) মহাসমুদ্র; মহাসাগর। {(তৎসম বা সংস্কৃত) মহা+অর্ণব; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহার্হ English definition ⇒ মহার্ঘ
- Bengali Word মহাল English definition [মহাল্] (বিশেষ্য) জমিদারির অংশ; তালুক; ভূ-সম্পত্তি। {(আরবি) মহাল}
- Bengali Word মহালজ্জা English definition [মহালজ্জা] (বিশেষ্য) অতিশয় লজ্জা। {(তৎসম বা সংস্কৃত) মহা+লজ্জা; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহালয়া English definition [মহালয়া] (বিশেষ্য) শারদীয় দুর্গাপূজার পূর্ববর্তী অমাবস্যা তিথি। {(তৎসম বা সংস্কৃত) মহা+আলয়া}
- Bengali Word মহাশক্তি English definition [মহাশোক্তি] (বিশেষ্য) ১ বিপুল পরাক্রম। ২ দেবী দুর্গা। আদ্যাশক্তি। □ (বিশেষণ) অতি পরাক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) মহা+শক্তি; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাশঙ্খ English definition [মহাশঙ্খো] (বিশেষ্য) ১ মৃতের মাথার খুলি। ২ মনুষ্য অস্থি। ৩ খুব বড় শঙ্খ। □ (বিশেষণ) দশ লক্ষ কোটি সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) মহা+শঙ্খ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাশূন্য English definition ⇒ মহাকাশ
- Bengali Word মহাশ্বেতা English definition [মহাশ্শেতা] (বিশেষ্য) ১ সরস্বতী দেবী। ২ সংস্কৃত কাদম্বরী গ্রন্থের উপনায়িকার নাম। {(তৎসম বা সংস্কৃত) মহা+শ্বেতা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word মহাশ্মশান English definition [মহাশঁশান্] (বিশেষ্য) লোকালয় থেকে দূরে অবস্থিত হিন্দুদের মৃতদেহ সৎকারের বৃহৎ শ্মশান। {(তৎসম বা সংস্কৃত) মহা+শ্মশান; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাশয় English definition [মহাশয়্] (বিশেষণ) ১ উদারহৃদয়; মহাত্মা; মহামনা (মহাশয় ব্যক্তি)। ২ (ব্যঙ্গার্থ) নীচ; হীন; খারাপ। □ (বিশেষ্য) শ্রদ্ধেয়; হিন্দু ব্যক্তির প্রতি ভদ্রতাসূচক বা শ্রদ্ধাজ্ঞাপক সন্বোধনবিশেষ (গুরুমহাশয়)। মহাশয়া (বিশেষ্য) (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মহা+আশয়; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাষ্টমী English definition [মহাশ্টোমি] (বিশেষ্য) শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথি। {(তৎসম বা সংস্কৃত) মহা+অষ্টমী}
- Bengali Word মহাসত্ত্ব English definition হাশত্তো] (বিশেষণ) ১ অত্যন্ত শক্তিশালী; মহাবলশালী (সর্বত্রই যখন শৈথিল্য এবং সে শৈথিল্য যখন নিন্দিত হয় না তখন আপনাকে নিয়মব্রত বদ্ধ করা মহাসত্ত্বলোকের দ্বারাই সম্ভব-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মহাশয়; সদাশয়। ৩ উন্নতমনা। □ (বিশেষ্য) বৃহৎকায় জীব। {(তৎসম বা সংস্কৃত) মহা+সত্ত্ব; (কর্মধারয় সমাস)}