ম পৃষ্ঠা ৩৪
- Bengali Word মহেন্দ্র English definition [মহেন্দ্রো] (বিশেষ্য) ১ দেবরাজ ইন্দ্র। ২ একটি পর্বত; পূর্বঘাট পর্বতশ্রেণী। মহেন্দ্রাণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)ইন্দ্রাণী; ইন্দ্রপত্নী; শচীদেবী। মহেন্দ্রনগরী, মহেন্দ্রপুরী, মহেন্দ্রভবন (বিশেষ্য) ইন্দ্রপুরী; অমরাবতী; দেবরাজ ইন্দ্রের নগরী। {(তৎসম বা সংস্কৃত) মহা+ইন্দ্র}
- Bengali Word মহেশ, মহেশ্বর, মহেশান English definition [মহোশ্, মহেশ্শর্, মহেশান্] (বিশেষ্য) মহাদেব; শিব। মহেশী, মহেশ্বরী, মহেশানী (স্ত্রীলিঙ্গ)। মহেশপুরী (বিশেষ্য) কৈলাসপুরী। {(তৎসম বা সংস্কৃত) মহা+ঈশ; ঈশ্বর; ঈশান}
- Bengali Word মহেষ্বাস English definition [মহেশ্শাস্] (বিশেষ্য) (বিশেষণ) মহাযোদ্ধা; ধনুর্বিদ্যায় বিশেষ পারদর্শী; মহাধনুর্ধর। {(তৎসম বা সংস্কৃত) মহা+ইষু+আ(তৎসম বা সংস্কৃত) (বহুব্রীহি সমাস)}
- Bengali Word মহেস English definition (মধ্যযুগীয় বাংলা) [মহেশ্] (বিশেষ্য) মহেশ; শিব (মহেস করিব বিভা-রাজিয়া মাহবুবই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) মহেশ>}
- Bengali Word মহোদধি English definition [মহোদোধি] (বিশেষ্য) মহাসমুদ্র; মহাসাগর। {(তৎসম বা সংস্কৃত) মহা+উদধি; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহোদর English definition [মোহদর্] (বিশেষণ) মস্ত বড় উদর আছে এমন; বৃহৎ উদর বা পেটবিশিষ্ট। মহোদরী (স্ত্রীলিঙ্গ)দুর্গা দেবী (মহামায়া মহেশ মহিলা মহোদরী-ভারতচন্দ্র রায়গুণাকর)। মন্দোদরী (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) মহা+উদর, (বহুব্রীহি সমাস)}
- Bengali Word মহোদ্যম English definition [মহোদ্দম্] (বিশেষ্য) অতিশয় উদ্যোগ বা চেষ্টা। □ (বিশেষণ) অতিশয় উদ্যমশীল; মহোৎসাহী। {(তৎসম বা সংস্কৃত) মহা+উদ্যম; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহোদয় English definition [মহোদয়্] (বিশেষণ) ১ মহাশয়; মহাত্মা; মহানুভব। ২ অত্যন্ত ঐশ্বর্যশালী বা সমৃদ্ধ। ৩ অত্যুচ্চ; অত্যুন্নত। মহোদয়া (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মহা+উদয়; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহোন্নতি English definition [মহোন্নোতি] (বিশেষ্য) অতিশয় শ্রীবৃদ্ধি; অত্যুন্নতি। মহোন্নত বিণ। মহোন্নতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মহা+উন্নতি; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহোপকার English definition [মহোপোকার্] (বিশেষ্য) পরম উপকার; অত্যন্ত বড় উপকার। মহোপকারী (বিশেষণ) পরম হিতসাধক। মহোপকারিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মহৎ+উপকার; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহোরগ English definition [মহোরগ্] (বিশেষ্য) বৃহৎ সর্প; অজগর (মহোরগ ললাটে যেমনি মণি-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) মহা+উরগ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহোৎসব English definition মহোৎসব [মহোত্শব্] (বিশেষ্য) ১ বিরাট উৎসব; নৃত্য বাদ্য গীত ভোজ ইত্যাদির বড় অনুষ্ঠান। ২ বৈষ্ণব, বাউল, কর্তাভজা, মতুয়া প্রভৃতি ধর্মসম্প্রদায়ের কীর্তন ও ভোজের উৎসব, মচ্ছব। {(তৎসম বা সংস্কৃত) মহা+উৎসব; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহোৎসাহ English definition [মহোত্শাহো] (বিশেষ্য) ১ অতিশয় উদ্যম বা উৎসাহ। ২ মহৎ চেষ্টা। □ (বিশেষণ) অতিশয় উদ্যমশীল। {(তৎসম বা সংস্কৃত) মহা+উৎসাহ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহৌষধ English definition [মহোউশধ্] (বিশেষ্য) যে ওষুধ উৎকৃষ্ট বা অব্যর্থ। {(তৎসম বা সংস্কৃত) মহা+ঔষধ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহৌষধি, মহৌষধী English definition [মহোউশোধি] (বিশেষ্য) ১ রোগনিবারক উৎকৃষ্ট উদ্ভিদ। ২ রাতে দীপ্তিময় তৃণলতা। ৩ দূর্বা। {(তৎসম বা সংস্কৃত) মহা+ওষধি; ওষধী; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহৎ, মহান English definition [মহোত্, মহান্] (বিশেষণ) ১ উদার; শ্রেষ্ঠ; মহামতি; উন্নত (মহৎলোক)। ২ বড়; বৃহৎ; বিশাল (মহৎ অরণ্য)। ৩ অতিশয়; অত্যধিক; অত্যন্ত; প্রবল; প্রচণ্ড (মহৎ ভয়)। ৪ গুরু (মহৎ ভার); প্রচুর ওজঃগুণসম্পন্ন (মহৎ ভাব)। □ (বিশেষ্য) উদার চরিত্র বা উন্নত হৃদয়সম্পন্ন ব্যক্তি। মহতী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)বিরাট; বৃহৎ (আপনার মহতী সেনা ব্যতীত ইসলামের মর্যাদা-ইসমাইল হোসেন শিরাজী)। মহত্তত্ত্ব (বিশেষ্য) সাংখ্যের চতুর্বিংশতি তত্ত্বের বুদ্ধি নামক দ্বিতীয় তত্ত্ব। মহত্তম (বিশেষণ) সবচেয়ে মহৎ। মহত্তর (বিশেষণ) অধিকতর মহৎ। মহত্ত্ব (বিশেষ্য) মহৎ ভাব; মহৎ গুণ। মহদাশয় (বিশেষণ) উন্নত মনযুক্ত; সদাশয়। {(তৎসম বা সংস্কৃত) √মহ্+অৎ(অতি)}
- Bengali Word মহড়া, মোহরা, মওড়া, মোহড়া English definition [মহোড়া, মোহোরা, মওড়া, মোহোড়া] (বিশেষ্য) ১ অগ্রভাগ (দইয়ের মহড়া)। ২ বিপক্ষের বা শত্রুপক্ষের অগ্রবর্তী সেনাদল (মহড়া ফেরানো)। ৩ অভিনয়াদির প্রস্তুতি; মহলা; rehearsal (সবাইকে এই মহড়ায় যোগ দিতে হইল-বেগম শামসুন্নাহার মাহমুদ)। ৪ কড়ি দিয়ে কাগজে ইত্যাদি মৃসণ ও চকচকে করা। ৫ সামনা-সামনি কথোপথন; মুখোমুখি হওয়া। □ (বিশেষণ) আড়ম্বরের সঙ্গে প্রদর্শন (পাটের মহড়া)। মহড়া নেওয়া বিপক্ষ দলের সম্মুখে থেকে লড়াই করা (এই গোটা পনের লোকের মহড়া নিতে পারব না-আকবর উদ্দীন)। {(আরবি) মুহারারাহ}
- Bengali Word মা ১ English definition [মা] (বিশেষ্য) ১ মাতা; গর্ভধারিণী; জননী। ২ মাতৃস্থানীয়া নারীর প্রতি সম্বোধন (খুড়িমা, ফুফুমা)। ৩ কনে বা কনেস্থানীয়া নারীকে সম্বোধন (কাঁদিস্নে মা, আয় মা, শুনে যা)। □ (অব্যয়) বিস্ময়, ভয় ইত্যাদি সূচক (মাগো! ওমা! কী ভয়ানক!)। মা-মরা (বিশেষণ) মাতৃহীন বা মাতৃহীনা। মায়ের জাত (বিশেষ্য) নারীজাতি। {(তৎসম বা সংস্কৃত) মাতৃ> (প্রাকৃত) মাআ> (বাংলা) মা; √মা+ক্বিপ্}
- Bengali Word মা ২ English definition [মা] (বিশেষ্য) (সনৃ) স্বরগ্রামের মধ্যম বা চতুর্থ সুর। {(তৎসম বা সংস্কৃত) মধ্যম>}
- Bengali Word মা-গোঁসাই English definition [মাগোঁসাই] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)১ গোস্বামী-পত্নী। ২ গোঁসাই মা; মা-ঠাকুরানী (মা-গোঁসাই জানে কি হবে)। {(তৎসম বা সংস্কৃত) গোস্বামী>গোঁসাই}