ম পৃষ্ঠা ৩৩
- Bengali Word মহাসভা English definition [মহাশভা] (বিশেষ্য) ১ বিরাট বা বহুলোকের সভা; সঙ্ঘ। ২ রাষ্ট্রের প্রতিনিধিমূলক ব্যবস্থাপক সভা। {(তৎসম বা সংস্কৃত) মহা+সভা; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাসমারোহ English definition [মহাশমারোহো] (বিশেষ্য) ১ বিরাট আয়োজন; প্রচুর আড়ম্বর। ২ অতিশয় ধুমধাম বা জাঁকজমক (মহাসমারোহে সম্পন্ন হলো)। {(তৎসম বা সংস্কৃত) মহা+সমারোহ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাসমুদ্র, মহাসাগর, মহাসিন্ধু English definition [মহাশমুদ্দ্রো, মহাশাগোর্, মহাশিন্ধু] (বিশেষ্য) পৃথিবীকে বেষ্টনকারী জলভাগের প্রধান বিভাগ; অতি বৃহৎ সমুদ্র। {(তৎসম বা সংস্কৃত) মহা+সমুদ্র, সাগর, সিন্ধু; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাসাধক English definition [মহাশাধোক্] (বিশেষ্য) (বিশেষণ) শ্রেষ্ঠ সাধক; কৃচ্ছ্রতা সাধনকারী। {(তৎসম বা সংস্কৃত) মহা+সাধক, (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাসার English definition = মহামারী
- Bengali Word মহাসিন্ধু English definition ⇒ মহাসমুদ্র
- Bengali Word মহাস্থবির English definition [মহাস্থোবির্] (বিশেষ্য) প্রধান বৌদ্ধ সন্ন্যাসীর উপাধিবিশেষ; মহাথেরো। {(তৎসম বা সংস্কৃত) মহা+স্থবির; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহি English definition ⇒ মহী
- Bengali Word মহিম English definition [মোহিম্] (বিশেষ্য) যুদ্ধ; সংগ্রাম (রামজীর কুদরতে মহিম হৈল ফতে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি) মুহিম্ম}
- Bengali Word মহিমময় English definition [মোহিম্ময়্] (বিশেষণ) মহিমাপূর্ণ; মহিমান্বিত; গৌরববিশিষ্ট। মহিমময়ী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মহিমন্+ময়(ময়ট্)}
- Bengali Word মহিমা English definition [মোহিমা] (বিশেষ্য) ১ শক্তি। ২ মাহাত্ম্য; মহত্ত্ব; গৌরব; মর্যাদা; সম্মান; উৎকর্য। মহিমা কীর্তন (বিশেষ্য) গৌরব বর্ণনা; মাহাত্ম্যকথন; যশঃকীর্তন। মহিমান্বিত (বিশেষণ) মহিমাযুক্ত; গৌরববিশিষ্ট। মহিমান্বিতা (স্ত্রীলিঙ্গ)। মহিমাব্যঞ্জক (বিশেষণ) মহিমা প্রকাশক; গৌরবসূচক। মহিমার্ণব (বিশেষ্য) সমুদ্রের মতো অপরিমেয় মহিমাপূর্ণ বা অসীম গৌরবযুক্ত ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) মহৎ+ইমন্(ইমনিচ্)}
- Bengali Word মহিলা English definition [মোহিলা] (বিশেষ্য) ১ সম্ভ্রান্ত নারী। ২ যেকোনো নারী বা স্ত্রীলোক। {(তৎসম বা সংস্কৃত) √মহ্+ইর(কিরচ্), ইল+আ(টাপ্)}
- Bengali Word মহিষ, মোষ English definition [মোহিশ্, মোশ্] (বিশেষ্য) ১ রং কালো লম্বা শিংযুক্ত গো-জাতীয় পশু। ২ মহিষাসুর। মহিষী (স্ত্রীলিঙ্গ)। মহিষমদির্নী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)হিন্দুপুরাণোক্ত মহিষাসুর বধকারিণী দেবী দুর্গা (মহিষামদিনীরূপ ধরিলা চণ্ডিকা-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। মহিষাসুর (বিশেষ্য) পৌরাণিক মহিষরূপধারী অসুরবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √মহ্+ইষ(ইষচ্)=মহিষ>মোষ}
- Bengali Word মহিষী English definition [মোহিশি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)১ রাজার বিবাহিতা পত্নীদের মধ্যে প্রধানা; রাজ্ঞী। ২ স্ত্রীজাতীয় মহিষ। {(তৎসম বা সংস্কৃত) √মহ্+ইষ(ইষচ্)+ঈ(ঙীষ্)}
- Bengali Word মহীয়সী English definition ⇒ মহীয়ান
- Bengali Word মহীয়ান English definition [মোহিয়ান্] (বিশেষ্য) অতি মহান; সুমহান। মহীয়ানয়সী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মহৎ+ঈয়স্(ঈয়সুন্)}
- Bengali Word মহুরি ১ English definition [মোহুরি] (বিশেষ্য) ১ মুখবায়ু দিয়ে ফুলিয়ে যে বাদ্যযন্ত্র বাজানো হয়। ২ বাঁশরি; মুরলী। {(তৎসম বা সংস্কৃত) মুখ>মুহ>মহু+ (বাংলা) রী}
- Bengali Word মহুরি ২ English definition [মোহুরি] (বিশেষ্য) মশলাবিশেষ; মৌরি (মহুরী মরিচ লবঙ্গ প্রভৃতি মশলা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {মৌরি>}
- Bengali Word মহুরি ৩ English definition [মোহুরি] (বিশেষ্য) লেখক; কেরানি (উকিলের মহুরি)। {(আরবি) মহাররিব}
- Bengali Word মহুয়া English definition [মোহুয়া] (বিশেষ্য) ১ একজাতীয় বৃক্ষ; মউল গাছ (মহুয়া ফুলের মধু)। ২ মউল ফল। {(তৎসম বা সংস্কৃত) মধুক>মহুঅ>মহুয়া}