ম পৃষ্ঠা ৩৯
- Bengali Word মাজা ১, মাঝা English definition (মধ্যযুগীয় বাংলা) [মাজা, মাঝা] (বিশেষ্য) কোমর; কটি; দেহের মধ্যাংশ (মাজায় গোঁজা রাম কাটারী চক চকাচক ধার-জসীমউদ্দীন)। {(প্রাকৃত) মধ্য>মজ্ঝ> মাজ, মাঝ+আ}
- Bengali Word মাজা ২ English definition [মাজা] (ক্রিয়া) ঘর্ষণ দ্বারা পরিস্কার করা; ঘষে উজ্জ্বল করা; পরিষ্কার করা (পালিতা তোমার নারী নূরজাঁহা জিনি তলোয়ার ধারালো মাজা-সত্যেন্দ্রনাথ দত্ত)। মাজন বি। মাজিত বিণ। মাজাঘষা (ক্রিয়া) খুব ভালো করে মাজা; পরিমার্জন করা (লেখাটা যে ভাবে আছে তাতে চলবে না, মজাঘষা করতে হবে)। ২ (ব্যঙ্গার্থ) প্রসাধনের সাহায্যে সৌন্দর্য বৃদ্ধি করা (আর ভাই মেজে-ঘষে রূপ হয় না)। {(তৎসম বা সংস্কৃত) √মন্জ্>, √মার্জ্+ণিচ্ (√মার্জি)>}
- Bengali Word মাজানো English definition [মাজানো] (ক্রিয়া) পরিমার্জিত করা। □ (বিশেষ্য) (বিশেষণ) ১ উত্তমরূপে পরিমার্জিত করানো। ২ উক্ত সকল অর্থে। {মাজা+আনো; ক্রিয়ারূপ-মাজাই, মাজাও, মাজায়, মাজাস, মাজান; (অসমাপিকা ক্রিয়া)-মাজিয়ে, মাজালে, মাজাতে ইত্যাদি}
- Bengali Word মাজার, মাযার English definition [মাজার্] (বিশেষ্য) গুরুস্থানীয় সম্মানিত ব্যক্তির সমাধিস্থল বা কবর; জিয়ারতের স্থান (পীরের মাজারে অনুষ্ঠিত উরস শরীফ-আনিসুজ্জামান; রসুলে আকরমের মাযার-মাওলানা মুস্তাফিজুর রহমান)। মাজার শরিফ (বিশেষ্য) পবিত্র সমাধি ক্ষেত্র। {(আরবি) মাজার}
- Bengali Word মাজিস্ট্রেট English definition ⇒ ম্যাজিস্ট্রেট
- Bengali Word মাজুন English definition [মাজুন্] (বিশেষ্য) হেকিমি (হাকিমি) ঔষধবিশেষ। {(আরবি) মা’জুন}
- Bengali Word মাজুফল English definition [মাজুফল্] (বিশেষ্য) বড় বড় বৃক্ষে উৎপন্ন কীট দ্বারা প্রস্তুত এক প্রকার কোষ যা বস্ত্রাদি পরিষ্কারে ব্যবহৃত হয়। {(ফারসি) মাজু; (তৎসম বা সংস্কৃত) মায়াফল>মাজুফল}
- Bengali Word মাজুর English definition [মাজুর্] (বিশেষণ) অক্ষম, অসহায়্ {(আরবি) মাজূর}
- Bengali Word মাজুল English definition [মাজুল্] (বিশেষণ) কর্মচ্যুত; বরখাস্ত। {(আরবি) মা’জূল}
- Bengali Word মাজুষ English definition (মধ্যযুগীয় বাংলা) [মাজুশ্] (বিশেষ্য) মান্দাস, কলাগাছের তৈরি ভেলা; ভেলা। {মঞ্জুষা>}
- Bengali Word মাঝ English definition [মাঝ্] (বিশেষ্য) ১ মধ্য; মধ্যস্থ (মাঝের ঘর, বৎসরের মাঝ)। ২ ভিতর (নাহি জগমাঝ-বিদ্যাপতি; আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে তোমায় পাইনি-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) মাঝপথ। মাঝখান (বিশেষ্য) মধ্যভাগ; মধ্যস্থল (সে মাঝখানে পড়ে মার খাচ্ছে; মাঝখানে তুমি দাঁড়ায়ে জননী-রবীন্দ্রনাথ ঠাকুর)। মাঝত (ব্রজবুলি) (ক্রিয়াবিশেষণ) মধ্যে; মাঝে (বৃন্দাবন মাঝত-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। মাঝামাঝি (বিশেষণ) ১ মাঝখানে; মধ্যবর্তী (মাঝামাঝি জায়গা)। ২ মাঝারি; মধ্যম রকম (মাঝামাঝি অবস্থা)।□ (ক্রিয়াবিশেষণ) মধ্যভাগে বা প্রায় মধ্যভাগে (মাঝামাঝি গিয়ে হাল ছাড়া)। মাঝে (বিশেষ্য) ভিতরে। □ (ক্রিয়াবিশেষণ) কিছুকাল পূর্বে (মাঝে সে এসেছিল)। মাঝে মাঝে (ক্রিয়াবিশেষণ) কখনো কখনো; কিছুদিন অন্তর অন্তর; মধ্যে মধ্যে; কিছুকাল পর পর (মাঝে মাঝে সে আসে)। {(তৎসম বা সংস্কৃত) মধ্য> (প্রাকৃত) মজ্ঝ> (বাংলা) মাঝ}
- Bengali Word মাঝ ২, মেঝো English definition [মাঝ্, মেঝো] (বিশেষণ) মধ্যম; দ্বিতীয় (মাঝো ভাই)। {(তৎসম বা সংস্কৃত) মধ্যম> (প্রাকৃত) মজ্ঝিম> (বাংলা) মাঝ, মেঝো}
- Bengali Word মাঝা English definition (মধ্যযুগীয় বাংলা) ⇒ মাজা১
- Bengali Word মাঝার English definition (পদ্যে ব্যবহৃত) [মাঝার্] (বিশেষ্য) মধ্য; ভিতর; অভ্যন্তর; মধ্যস্থল (হিয়ার মাঝারে)। {(তৎসম বা সংস্কৃত) মধ্যা> (প্রাকৃত) মজ্ঝআর>}
- Bengali Word মাঝারি, মাঝারী English definition [মাঝারি] (বিশেষণ) ১ মধ্য রকমের; মাঝামাঝি ধরনের (মাঝারি জিনিস)। ২ খুব বেশিও নয় খুব কমও নয় (মাঝারি ধরনের বৃষ্টিপাত)। □ (বিশেষ্য) (মধ্যযুগীয় বাংলা) কটিদেশ (মাঝারি খিনি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) মধ্যমাকৃতি> (প্রাকৃত) মঝারি>}
- Bengali Word মাঝি ১, মাঝী ১ English definition [মাঝি] (বিশেষ্য) নৌ-চালক; কর্ণধার; নৌকা চালনাকারী (মরদের মত হাল সামলাও মাঝি-ফররুখ আহমদ)। মাঝিগিরি (বিশেষ্য) মাঝির কাজ; কর্ণধারের বৃত্তি (তোমার দ্বারা মাঝিগিরি চলবে না)। মাঝিমাল্লা (বিশেষ্য) মাঝি ও তার সহকর্মী মাল্লার (কাণ্ডারীএ তরীর পাকা মাঝিমাল্লা-কাজী নজরুল ইসলাম; শুনতে কি পাও দূর ও তানার টান? মাঝি মাল্লার দল!-ফররুখ আহমদ)। ঘাটমাঝি (বিশেষ্য) পাটনি, যে মাঝি খেয়া নৌকা পারাপার করে; গুদারা নৌকার মাঝি। দাঁড়িমাজি (বিশেষ্য) যে সমস্ত লোক দাঁড় টানে ও হাল ধরে। {(তৎসম বা সংস্কৃত) মধ্য>, প্রধান বা মোড়ল অর্থে সাঁওতাল পুরুষকে মোড়ল বা মাঝি বলা হয়। সম্ভবত সাঁওতালি শব্দ, নৌকার প্রধান অর্থে প্রচলিত। ⇒ মাঝি২}
- Bengali Word মাঝি ২, মাঝী ২ English definition [মাঝি] (বিশেষ্য) সাঁওতাল পল্লির প্রধান ব্যক্তি বা মোড়ল; কুলির সর্দার; মধ্যস্থতাকারী। মাঝিয়ান, মেঝেন (স্ত্রীলিঙ্গ)। {সাঁওতালি. মাঝি}
- Bengali Word মাঝি ৩ English definition [মাঝি] (বিশেষ্য) মৎস্যজীর্বী; মৎস্য-ব্যবসায়ী; জেলে (পদ্মানদীর মাঝি-মানিক বন্দ্যোপাধ্যায়)। {⇒মাঝি১}
- Bengali Word মাঞ্জা English definition [মান্জা] (বিশেষ্য) সুতা মজবুত ও ধারালো করবার জন্য কাচচূর্ণ ইত্যাদি দিয়ে তৈরি আঠা (ঘুড়ির সুতার মাঞ্জা; সুতোর মাঞ্জা হলো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) √মার্জি>}
- Bengali Word মাঞ্জিষ্ঠ English definition [মান্জিশ্ঠো] (বিশেষণ) রক্তবর্ণ; মঞ্জিষ্ঠার বর্ণযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) মঞ্জিষ্ঠা+অ(অণ্)}