ম পৃষ্ঠা ৩৬
- Bengali Word মাইলানি English definition (আঞ্চলিক) [মাইলোনি] (বিশেষ্য) মালিনী। {(তৎসম বা সংস্কৃত) মালিনী>}
- Bengali Word মাইলেজ, মাইলিজ English definition [মাইলেজ্, মাইলিজ্] (বিশেষ্য) মাইল অনুসারে ভাড়ার বা ভাতার হার। {(ইংরেজি) mileage}
- Bengali Word মাইয়া, মায়্যা, মাইঞা English definition [মাইয়া, মায়্যা, মাইয়াঁ] (বিশেষ্য) (আঞ্চলিক) ১ মেয়ে (‘অবুঝ মাইয়া কতা একটা কইছে’)। ২ মায়ের জাতি; নারীজাতি; স্ত্রীলোক (মাইয়াগুলাই গোলমালের মূল)। মাইয়ামুখা, মাইয়ামুখো (বিশেষণ) ১ (আলঙ্কারিক) স্ত্রীর মুখ চেয়ে কাজ করে এমন (তোমার মত মাইয়ামুখা দেখিনি)। ২ (আলঙ্কারিক) নির্বাধ; স্ত্রীলোকের কথামতো চালিত। মাইয়ালোক (বিশেষ্য) স্ত্রীলোক (আরে ভাই, মাইয়ালোকের কথা বাদ দাও)। {(তৎসম বা সংস্কৃত) মাতৃকা>; আঞ্চলিক}
- Bengali Word মাইয়াত, মাইয়ত English definition [মাইয়াত্, মাইয়েত্] (বিশেষ্য) মৃত ব্যক্তি (কেউ মাইয়াতের গোছলের ব্যবস্থা করে-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {(আরবি) মাইয়িত}
- Bengali Word মাউই, মাওই, মাঐ, মাউই মা English definition (কথ্য.) [মাউই, মাওই, মাঐ, মাউই মা] (বিশেষ্য) ভাই বা বোনের শাশুড়ি (পাঁচ গণ্ডা ছাড়িনু মাউই-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) মাতৃক> (প্রাকৃত) মাউঅ>মাউই; মাতৃবৎ>মাওই}
- Bengali Word মাউগ, মাগ English definition [মাউগ্, মাগ্] (কথ্য.) (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)১ পত্নী। মাউগপোলা (বিশেষ্য) স্ত্রী-পুত্র (সে মাউগপোলা নিয়ে কোথায় দাঁড়াবে?)। (তুলনীয়) মাগ-মিনসে। ২ বেশ্যা উপপত্নী; ভ্রষ্টা নালী; ছিনাল নারী। {(তৎসম বা সংস্কৃত) মাতৃগ্রাম> (প্রাকৃত) মাউগ্গাম> (বাংলা) মাউগ্>মাগ}
- Bengali Word মাউসা, মৌসা, মেসো English definition [মাউশা, মোউশা, মেশো] (বিশেষ্য) মাসির স্বামী; মেসো; খালার স্বামী; খালু। মাসী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মাতৃস্বসৃ> (প্রাকৃত) মাউসী>মাউসা}
- Bengali Word মাঐ, মাঐমা English definition ⇒ মাউই
- Bengali Word মাওই English definition ⇒ মাউই
- Bengali Word মাওরা, মাওড়া English definition [মাওরা, মাওড়া] (বিশেষণ) মা মরা; মা-হারা; মাতৃহীন (দুটো দুটো মেয়ে যে বরে খেয়েছে মাওড়া মেয়ে নইলে সে বরের বিয়ে হয় না-দীনবন্ধু মিত্র)। {মা-মরা>}
- Bengali Word মাওলা, মওলা English definition [মাওলা, মওলা] (বিশেষ্য) আল্লাহতায়ালা; জগদীশ্বর (তুমি আমাদের মাওলা হে প্রভু-গোলাম মোস্তফা)। {(ফারসি) মরলা}
- Bengali Word মাওলানা, মওলানা English definition [মাওলানা, মওলানা] (বিশেষ্য) ১ ইসলাম ধর্মশাস্ত্রে বিশেষজ্ঞ ব্যক্তি। ২ (সম্মানসূচক সম্বোধনে) আমাদের প্রভু। {(আরবি) মরলানা}
- Bengali Word মাওলি English definition [মাওলি] (বিশেষ্য) মাঙ্গলিক; সৌজন্যমূলক দান বা বখশিস। {(তৎসম বা সংস্কৃত) মাঙ্গলিক>}
- Bengali Word মাওলুদ English definition ⇒ মিলাদ
- Bengali Word মাকনা English definition [মাক্না] (বিশেষ্য) যে হাতির দাঁত ওঠেনি অথবা যার দাঁত খুব ছোট। {(তৎসম বা সংস্কৃত) মৎকুণ> (প্রাকৃত) মক্কুণ> (বাংলা) মাকনা}
- Bengali Word মাকবেরা English definition ⇒ মকবরা
- Bengali Word মাকসা English definition ⇒ মাকড়
- Bengali Word মাকাল, মাকাল ফল English definition [মাকাল্, মাকাল ফল্] (বিশেষ্য) ১ বাহ্যত দেখতে সুন্দর কিন্তু অন্তঃসারশূন্য ফলবিশেষ (স্বর্ণকান্তি মাকাল যেমতি মোহে ক্ষুধাতুর প্রাণে-মাইকেল মধুসূদন দত্ত)। ২ (আলঙ্কারিক) সুদর্শন অথচ নির্গুণ ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) মহাকাল>}
- Bengali Word মাকু English definition [মাকু] (বিশেষ্য) তাঁত বোনার কাজে ব্যবহৃত এক প্রকার যন্ত্র; shuttle। মাকু ইঁদুর (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) দুষ্টবুদ্ধি প্রণোদিত ব্যক্তি (মাকুইঁদুরের গণেশ তুমি হে ছুটাছুটি চৌপর দিনই-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) মাকু}
- Bengali Word মাকুন্দ, মাকুন্দা, মাকুন্দে English definition [মাকুন্দো, মাকুন্দা, মাকুন্দে] (বিশেষ্য) (বিশেষণ) যে বয়স্ক পুরুষের গোঁফ-দাড়ি ওঠেনি (মাকুন্দ বলে বিনা ব্লেডে গোঁফ কামাতাম-সৈয়দ মুজতবা আলী; রহিলি তুইরে হয়ে মাকুন্দা বাঙালী-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) মৎকুণ> (প্রাকৃত) মক্কুণ>}