ম পৃষ্ঠা ৩৮
- Bengali Word মাগ্গি, মাগ্যি English definition [মাগ্গি] (বিশেষ্য) দুর্মূল্য; মহার্ঘ; পূর্বাপেক্ষা অনেক অধিক মূল্য হওয়া।মাগ্গি গণ্ডার বাজার (বিশেষ্য) দুর্মূল্যতার দিন বা কাল; যে বাজারে সব দ্রব্যই মহার্ঘ (আজকাল মাগ্গি গণ্ডার বাজারে সবই অগ্নিমূল্য)। মাগ্গি ভাতা (বিশেষ্য) জিনিস-পত্রাদির দাম বাড়ার জন্য কর্মচারীদের বেতন ছাড়াও প্রদত্ত বাড়তি অর্থ; dearness allowance। {(তৎসম বা সংস্কৃত) মহার্ঘ> (প্রাকৃত) মহগ্ঘ}
- Bengali Word মাঘ English definition [মাঘ্] (বিশেষ্য) মাসবিশেষ; বাংলা বর্ষপঞ্জিতে দশম মাস। মাঘী (বিশেষণ) মাঘ মাসে জাত; মাঘ মাস সম্পর্কিত; মাঘ মাসের (বাছাই করিয়া সেজন মাঘী মটরের চাষ-জসীমউদ্দীন)। মাঘী পূর্ণিমা (বিশেষ্য) ১ মাঘ মাসের পূর্ণিমা। ২ মঘা পক্ষে যুক্ত পূর্ণিমা তিথি। {(তৎসম বা সংস্কৃত) √মঘা+অ(অণ্)}
- Bengali Word মাঙন English definition ⇒ মাগন
- Bengali Word মাঙনা English definition ⇒ মাগনা
- Bengali Word মাঙা English definition ⇒ মাগা
- Bengali Word মাঙ্গন ১ English definition [মাঙ্গোন্] (বিশেষ্য) চাওয়া; প্রার্থনা; জমিদার কর্তৃক প্রজাগণের নিকট থেকে খাজনার অতিরিক্ত বা অন্যায়পূর্বক গৃহীত অর্থ (কখন মুচিরাম প্রজাদিগের নিকট মাঙ্গন মাথট লায়ন নাই-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √মার্গ> (প্রাকৃত) √মাগ্গ> (বাংলা) মাগা; √মাগ্+অন>মাগন>মাঙ্গন}
- Bengali Word মাঙ্গন ২ English definition ⇒ মাগন
- Bengali Word মাঙ্গলিক, মাঙ্গল্য, মঙ্গল্য English definition [মাঙ্গোলিক্, মাঙ্গোল্লো, মঙ্গোল্লো] (বিশেষ্য) মাঙ্গল্য দ্রব্য; মঙ্গলাচার (আজকের দিনে হিন্দু মুসলমানের সব মাঙ্গলিকেই সুপারির প্রয়োজন হয়-সৈয়দ মুজতবা আলী)। □ (বিশেষণ) ১ শুভপ্রদ; শুভদায়ক। ২ মঙ্গলজনক। {(তৎসম বা সংস্কৃত) মঙ্গল+ইক্(ঠঞ্), য(ষ্যঞ্), য(য্য)}
- Bengali Word মাঙ্গা ১ English definition [মাঙ্গা] (বিশেষণ) দুর্মূল্য; মহার্ঘ (আজকাল সব কিছু মাঙ্গা হয়ে গেছে)। মাঙ্গি গণ্ডা, মাগ্গি গণ্ডা (বিশেষ্য) দুর্মূল্য (এ মাঙ্গি গণ্ডার বাজারে অভাব অভিযোগে মানুষ জনের কি হালটা হয়েছে-সরদার জয়েনউদ্দীন)। (আঞ্চলিক)। {(তৎসম বা সংস্কৃত) মহার্ঘ>}
- Bengali Word মাঙ্গা ২ English definition ⇒ মাগা
- Bengali Word মাচা, মাচান English definition [মাচা, মাচান্] (বিশেষ্য) ১ বাঁশ কাঠ ইত্যাদির দ্বারা নির্মিত উঁচু স্থান (তখন লোকদের আশ্রয় নিতে হয় মাচার উপর-শামসুল হক)। ২ মঞ্চ (এজলাসের প্রথামত মাচানোর উপর হাকিম বিরাজ করিতেছেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। মাচিয়া, মাইচা (বিশেষ্য) উঁচু আসন; বাঁশ বা বেতের তৈরি চেয়ার (অনেকেই মাচিয়া পাতিয়া বিশ্রাম করে)। {(তৎসম বা সংস্কৃত) মঞ্চ>}
- Bengali Word মাছ English definition [মাছ্] (বিশেষ্য) মৎস্য; fish। মাছরাঙা, মাছরাঙ্গা (বিশেষ্য) মৎস্যভুক এক জাতীয় সুদর্শন পাখি; মৎস্যরঙ্গ; king fisher। মাছরাঙার কলঙ্ক (বিশেষ্য) দোষ অনেকেই করে কিন্তু দোষী বলে পরিচিত হয় শুধু মাছরাঙা; (আলঙ্কারিক) সকলের অপরাধ উপেক্ষা করে একজনকে দোষী বা অপরাধী সাব্যস্ত করা। মাছুয়া, মেছো (বিশেষ্য) মৎস্যজীবী; জেলে; ধীবর। □ (বিশেষণ) ১ মৎস্য-সংক্রান্ত। ২ মাছখেকো; মৎস্যভুক (মেছো কুমির, মেছো বাঘ)। মেছুনি, মেছোনি (স্ত্রীলিঙ্গ)। মাছের টোপ গেলা (ক্রিয়া) কাজে সিদ্ধিলাভ। মাছের তেলে মাছ ভাজা (ক্রিয়া) (আলঙ্কারিক) কোনো কাজের লাভ থেকে সে কাজ চালানো। {(তৎসম বা সংস্কৃত) মৎস্য> (প্রাকৃত) মচ্ছ> (বাংলা) মাছ}
- Bengali Word মাছতা English definition ⇒ মেচেতা
- Bengali Word মাজ, মাইজ English definition [মাজ্, মাইজ] (বিশেষণ) ১ অভ্যন্তর; মধ্য; মাঝ (মাজ দরিয়া)। ২ সার; মজ্জা। ৩ মধ্যস্থিত অংশ (কুলার মাইজ, কচুর মাজ)। ৪ ভাতের ভিতরের অল্প অসিদ্ধ অংশ (ভাতের মাজ আছে এখনো)। মাইজলা (বিশেষ্য) (বিশেষণ) ১ মধ্যস্থ। ২ মধ্যের, মাঝারি। মাজুয়া, মেজো (বিশেষ্য) মধ্যম। {(তৎসম বা সংস্কৃত) মধ্যম>(প্রাকৃত) মজ্ঝিম> (বাংলা) মাঝি>মাঝ>মাজ}
- Bengali Word মাজন ১ English definition [মাজোন্] (বিশেষ্য) পুনঃপুন ঘর্ষণ ক্রিয়া; ঘষে পরিষ্কার করা (দাঁতমাজা)। {(তৎসম বা সংস্কৃত) মার্জন> (প্রাকৃত) মজ্জণ>}
- Bengali Word মাজন ২ English definition [মাজোন্] (বিশেষ্য) দাঁত মাজবার গুঁড়া (দাঁতের মাজন)। {(তৎসম বা সংস্কৃত) মঞ্জন>}
- Bengali Word মাজমা, মজমা English definition [মাজ্মা, মজ্মা] (বিশেষ্য) জমায়েত; মানুষের একত্র সমাবেশ। {(ফারসি) মজ্মা}
- Bengali Word মাজরা ১ English definition [মাজ্রা] (বিশেষ্য) ব্যাপার; ঘটনা; care (মাজরাটা বলো তো)। {(ফারসি) মাজরা}
- Bengali Word মাজরা ২, মাজরা পোকা English definition [মাজ্রা, মাজ্রাপোকা] (বিশেষ্য) ধানের ক্ষতিকর পোকা-এ পোকর আক্রমণে ধানের সাদা শিষ বের হয়। {মাজ+রা, +পোকা}
- Bengali Word মাজহাব English definition ⇒ মজহাব