ম পৃষ্ঠা ৪১
- Bengali Word মাণিক্য English definition [মানিক্কো] (বিশেষ্য) পদ্মরাগ মণি; রক্তবর্ণ মণিবিশেষ; চুনি; মানিক; ruby। {(তৎসম বা সংস্কৃত) মণিক+য(ষ্যঞ্)}
- Bengali Word মাত ১, মাতৃ English definition [মাতা, মাত্তৃ] (বিশেষ্য) ১ মা; আম্মা; জননী। ২ গর্ভধারিণী। ৩ মাতৃ বা কন্যাস্থানীয়া নারী (শ্বশ্রূমাতা, বধূমাতা)। মাতাপিতা, মাতৃপিতৃ, পিতামাতা (বিশেষ্য) জনক-জননী; মা-বাপ। মাতামহ (বিশেষ্য) মাতার জনক; মায়ের বাবা; নানা। মাতামহী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √মা+তৃ(তৃচ্)}
- Bengali Word মাত ১, মাৎ English definition [মাত্] (বিশেষণ) মত্ত; মাতোয়ারা; মুগ্ধ; বিভোর (নবীন ধানের আঘ্রানে আজি অঘ্রাণ হ’ল মাৎ-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) মত্ত>}
- Bengali Word মাত ২, মাৎ English definition [মাত্] (বিশেষ্য) ১ বিপক্ষদলের পরাজয়; জিত (সকলেই সকলকে মাৎ করতে চান-প্রমথ চৌধুরী; সস্তায় বাজার মাৎ-হাবীবুর রহমান)। ২ দাবা খেলায় রাজার বন্দী অবস্থা। {(আরবি) মাত}
- Bengali Word মাত ৩ English definition [মাত্] (বিশেষ্য) অসার ভাগ। □ (বিশেষণ) তরল বা ঝোলাগুড় (মাতগুড়)। {(তৎসম বা সংস্কৃত) মস্তু>}
- Bengali Word মাত ৪, মাতঃ English definition [মাতো, মাতহ্] (বিশেষ্য) মাতৃশব্দের সম্বোধনের রূপ; হে মাত; মাগো; ওগো মা (যেমতি মাতঃ বসিলা আসিয়া বাল্মীকির রসনায়-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) মাতঃ>}
- Bengali Word মাতঙ্গ ১ English definition [মাতঙ্গো] (বিশেষ্য) হস্তী; হাতি (বহুল মাতঙ্গ বাজী চতুরঙ্গ দল সাজি-সৈয়দ আলাওল)। মাতঙ্গী, মাতঙ্গিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মতঙ্গ+অ(অণ্)}
- Bengali Word মাতঙ্গ ২ English definition [মাতঙ্গো] (বিশেষ্য) ১ চণ্ডাল। ২ মুনিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) মাতঙ্গ+অ(অণ্)}
- Bengali Word মাতঙ্গী English definition [মাতোঙ্গি] (বিশেষ্য) হিন্দুপুরাণোক্ত দশমহাবিদ্যার একটি মূর্তি (পথ আগুলিয়া সতী মাতঙ্গী হইয়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) মাতঙ্গ+ঈ(ঙীষ্)}
- Bengali Word মাতন English definition [মাতোন্] (বিশেষ্য) আনন্দে মত্ত হওয়া; উৎসাহের সঙ্গে প্রবৃত্ত হওয়া; মত্ততা; মাতলামি (শালের বনের মাতন হলো শুরু-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ গেঁজে ওঠা। {(তৎসম বা সংস্কৃত) মত্ত>}
- Bengali Word মাতবর English definition ⇒ মাতব্বর
- Bengali Word মাতব্বর, মাতবর [মাতোব্বর্, মাত্বর্] English definition (বিশেষ্য) (বিশেষণ) পল্লির মোড়ল; সর্দার; প্রধান ব্যক্তি; গণ্যমান্য ব্যক্তি। □ (বিশেষণ) ১ বয়োবৃদ্ধ; মুরব্বি। ২ বিশ্বস্ত (মাতবর উকিল)। মাতব্বরি, মাতবরি (বিশেষ্য) ১ মাতব্বরের বৃত্তি; মাতব্বরের কাজ বা পদ। ২ (ব্যঙ্গার্থ) মাতব্বরের মতো ব্যবহার; মোড়লিপনা (তোমাদের বিনা মাতব্বরের মতো ব্যবহার; মোড়লিপনা (তোমাদের বিন মাতব্বরিতে বহাল তবিয়তে বেড়াতে পারি-মনোজ বসু; গায়ে পড়িয়া কাহারো উপর মাতবরী জাহির করিতে চাহিতেন না-মোহাম্মদ বরকতুল্লাহ)। {(আরবি) মুত’বর}
- Bengali Word মাতম [মাতোম্] English definition (বিশেষ্য) ১ শোক। ২ মহররমের সময়ে বুক চাপড়িয়ে যে শোক করা হয় (ওঠে আসমান জমিনে মাতম কাঁদে মানবতা : হায় হোসেন-ফররুখ আহমদ)। মাতমলেবাস (বিশেষণ) শোকবস্ত্র (মাতমি লেবাস ফেলে আজ পরো মাল্লার নীল সাজ-ফররুখ আহমদ)। {(আরবি) মাতম}
- Bengali Word মাতলা English definition ⇒ মাথা
- Bengali Word মাতলামি, মাতলামো English definition [মাত্লামি, মাত্লামো] (বিশেষ্য) মাতালের ব্যবহার (মানুষ একান্ত মাৎলামিতে গিয়ে পৌঁছায়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) মত্ত>মাতাল+আম, আমো}
- Bengali Word মাতলি, মাতুলি English definition [মাতোলি, মাতুলি] (বিশেষ্য) ইন্দ্রের সারথি (মাতলির বেগে আসে শিরস্ত্রাণ মেঘ-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) মতল+ই(ইঞ্)}
- Bengali Word মাতা ২ English definition [মাতা] (ক্রিয়া) ১ মেতে ওঠা; মত্ত হওয়া; ক্ষেপে যাওয়া (হাতিটা মেতে উঠেছে)। ২ অতি উৎসাহ ও আগ্রহের সঙ্গে মনোনিবেশ করা; বিভোর হওয়া (খেলায় মাতা)। ৩ গেঁজে ওঠা (খেজুরের রস মাতা)। মাতানো (ক্রিয়া) ১ বিভোর করা; মত্ত করা। ২ মোহিত করা। ৩ উত্তেজিত করা (সাহিত্য ও দর্শনেই...সুধী সমাজকে মাতিয়ে তুলেছিল-আকবর আলী)। ৪ ক্ষেপিয়ে তোলা। গাঁজিয়ে তোলা। □ (বিশেষণ) মত্ত, বিভোর বা উল্রসিত করা হয়েছে এমন। মাতামাতি (বিশেষ্য) ১ পুনঃপুন মাতালের মতো ব্যবহার (তুমি খুব বেশি মাতামাতি করেছো)। ২ দুরন্তপনা; দুর্দান্তপনা; দাপাদাপি। ২ বাড়াবাড়ি (এসব ব্যাপারে মাতামাতি না করাই ভালো)। মেতে ওঠা বা বিস্তৃত হওয়া (সার দিলে গাছগুলো সহজেই মাতবে)। {(তৎসম বা সংস্কৃত) মত্ত>মাত+ (বাংলা) আ}
- Bengali Word মাতাল, মাতলা English definition [মাতাল্, মাত্লা] (বিশেষণ) ১ মদ খাওয়ার ফলে মত্ততাযুক্ত; মদ্যাসক্ত। ২ মুগ্ধ; বিভোর; আত্মহারা (মাদল বাজিয়ে এল বাদলমেঘ মাতলা হাওয়া এল বনে-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষ্য) মদের নেশায় বিভোর ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) মত্ত>মাত+আল; (তুলনীয়) (হিন্দি) মত্ওয়ালা}
- Bengali Word মাতি, মাতিয়া English definition (ব্রজবুলি) [মাতি, মাতিয়া] (বিশেষণ) মত্ত (মধু মাতিয়া নব কোকিল-বিদ্যাপতি)। □ (অসমাপিকা ক্রিয়া) মত্ত হয়ে। {(তৎসম বা সংস্কৃত) মত্ত>}
- Bengali Word মাতুঃষ্বসা, মাতুঃস্বসা, মাতৃষ্বসা English definition [মাতুশ্শশা, মাতুস্সসা, মাত্তৃশ্শশা] (বিশেষ্য) মাসি; খালা; মায়ের বোন; মাতার ভগিনী স্থানীয়া স্ত্রীলোক। {(তৎসম বা সংস্কৃত) মাতৃ+ষ্বসৃ>}