ম পৃষ্ঠা ৪০
- Bengali Word মাঞ্জুরী English definition (মধ্যযুগীয় বাংলা) [মান্জুরি] (বিশেষ্য) মাদুর; মাজুরি; ঝেঁতলা (পুরে ভ্রমে মাঞ্জুরী বিকিনি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) মন্দুরা>; (তৎসম বা সংস্কৃত) মুঞ্জ>}
- Bengali Word মাট ১ English definition [মাট্] (বিশেষণ) ১ মাটির ভিতরে উৎপন্ন বা জাত (মাট কলাই)। ২ মাটি দিয়ে তৈরি (মাটকোঠা)। মাটকলাই (বিশেষ্য) চীনাবাদাম। মাটকোঠা (বিশেষ্য) মাটি দিয়ে তৈরি একাধিক তলযুক্ত ঘর। {(তৎসম বা সংস্কৃত) মৃত্তিকা>}
- Bengali Word মাট ২ English definition [মাটো] (বিশেষণ) কম (মাট হারে বিলি হয়-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) মন্দ>}
- Bengali Word মাটা ১ English definition (মধ্যযুগীয় বাংলা) [মাটা] (বিশেষ্য) মেথি। মাটাশাক (বিশেষ্য) মেথির শাক (মাটা শাক জিরা লঙ্গ বাটি-দ্বিজ বংশীদাস)। {(তৎসম বা সংস্কৃত) মেথি>}
- Bengali Word মাটাপালাম English definition [মাটাপালাম্] (বিশেষ্য) ১ একপ্রকার মোটা থান কাপড়। {তেলেগু মাটাপোল্লাম>}
- Bengali Word মাটাম English definition [মাটাম্] (বিশেষ্য) ১ সমকোণ কিনা তা স্থির করার যন্ত্রবিশেষ; try square। □ (বিশেষণ) সমকোণ বিন্যস্ত। (উঠলাম তক্তার উপর মাটামভাবে সোজা-দ্বিজেন্দ্রলাল রায়)। মাটামসই (বিশেষণ) সমকোণ সজ্জিত বা বিন্যস্ত। { (তুলনীয়) ওড়িয়া মটাম}
- Bengali Word মাটি, মাটী English definition [মাটি] (বিশেষ্য) ১ মৃত্তিকা (মাটির ঘর)। ২ ভূতল; পৃথিবীর উপরিভাগ (মাটিতে দাঁড়ানো)। ৩ ভূসম্পত্তি; জমি (তিন বিঘা মাটির উপর বাড়ি)। ৪ নির্ভরস্থল; আশ্রয়; ভর দেওয়ার উপায় (পায়ের তলায় মাটি না থাকা)। □ (বিশেষণ) পণ্ড; নিষ্ফল; নষ্ট; বিনষ্ট; বিধ্বস্ত (সকলই তোর হবে মাটি-রবীন্দ্রনাথ ঠাকুর)। মাটি করা (ক্রিয়া) ব্যর্থ করা; নষ্ট করা (আমার সব মাটি করে ফেললে)। মাটি কাটা, মাটি কোপানো, মাটি কোবানো (ক্রিয়া) কোদাল দিয়ে মাটি খোঁড়া বা কোপানো। মাটি কামড় দিয়ে থাকা (ক্রিয়া) প্রবল বিরুদ্ধতার মধ্যেও অবিচলিত থাকা। মাটি কামড়ানো (ক্রিয়া) সহ্য করে থাকা (মাটি কামড়ে থাকো, আখেরে ফল পাবে)। মাটি কামড়ে পড়ে থাকা (ক্রিয়া) নাছোড়বান্দা হয়ে লেগে থাকা (মাটি কামড়ে পড়ে থাকলে সব কিছুই হয়)। মাটি খাওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) অনুচিত কাজ করা; যার জন্য পরে অনুশোচনা করতে হয় এমন কাজ করা। মাটিতে পা না পড়া (ক্রিয়া) (আলঙ্কারিক) অত্যন্ত গর্বিত হওয়া। মাটি তোলা (ক্রিয়া) ১ মাটি উপরে তুলে স্তূপ করা। ২ (আলঙ্কারিক) পঙ্কোদ্ধার করা। মাটি দেওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) কবর দেওয়া; গোর দেওয়া; দাফন করা। মাটি নেওয়া (ক্রিয়া) ১ কুস্তি ইত্যাদিতে উপুড় হয়ে পড়ে মাটি আঁকড়ে থাকা। মাটি ফেলা (ক্রিয়া) মাটি ফেলে নিচু জমি উঁচু করা। মাটি মাখা (ক্রিয়া) ১ মাটিতে পানি দিয়ে কাদা করা। ২ গায়ে কাদা মাখা। মাটি মাটি (অব্যয়) ১ (আলঙ্কারিক) আলস্য বোধ (গা মাটি মাটি করা)। ২ মাটির মতো (মাটি মাটি গন্ধ)। মাটি মাড়ানো (ক্রিয়া) (আলঙ্কারিক) নিকটবর্তী স্থান দিয়ে গমনাগমন করা। □ (বিশেষ্য) আগমন বা পদার্পণ করা (উনি এ অঞ্চলের মাটি মাড়ান না)। মাটির দর (বিশেষ্য) (আলঙ্কারিক) অতি সস্তা; অকিঞ্চিকর মূল্য (মাটির দরে বিক্রি হওয়া)। মাটির দরে কেনা (ক্রিয়া) অত্যন্ত সস্তায় কেনা (বাড়িটি একেবারে মাটির দরে কেনা হয়েছে)। মাটির মানুষ (বিশেষ্য) (আলঙ্কারিক) অতি সহিষ্ণু ভালো মানুষ; শান্ত প্রকৃতির নিরীহ লোক (তার মত মাটির মানুষ আর নাই)। গা মাটি মাটি করা (ক্রিয়া) (আলঙ্কারিক) আলস্য বা জড়তা বোধ করা; শরীর ম্যাজম্যাজ করা। সাজিমাটি (বিশেষ্য) ক্ষার মিশ্রিত মৃত্তিকা। হাড় বা দেহ মাটি করা (ক্রিয়া) (আলঙ্কারিক) অত্যধিক শ্রমে জীবনপাত করা; কঠোর পরিশ্রম করা। {(তৎসম বা সংস্কৃত) মৃত্তিকা> (প্রাকৃত) মট্টিআ> (বাংলা) মাটি}
- Bengali Word মাটিয়া English definition ⇒ মেটে
- Bengali Word মাটো English definition [মাটো] (বিশেষণ) অনুজ্জ্বল (মাটো রং)। {মাটি+উয়া>; (তৎসম বা সংস্কৃত) মন্দ বা মৃদু>}
- Bengali Word মাঠ ১ English definition [মাঠ্] (বিশেষ্য) ১ প্রান্তর; ময়দান; খেলার নির্দিষ্ট স্থান (লড়াইয়ের মাঠ)। ২ বৃহৎ ক্ষেত্র বা ভূভাগ (মাঠের পরে মাঠ)। ৩ ক্ষেত; কৃষিক্ষেত্র (মাঠের কাজ)। ৪ গবাদি পশুর চরবার ভূমি; পশুচারণ ক্ষেত্র (‘রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে’)। মাঠঘাট (বিশেষ্য) সমস্ত স্থান; সকল জায়গা (মাঠঘাট ভরা অথৈ পানি)। মাঠে মারা যাওয়া (ক্রিয়া) অস্থানে পড়ে নষ্ট হওয়া; একেবারে নিষ্ফল হওয়া (আমাদের গত রাত্রির দানোর কীর্তির সিদ্ধান্তটা একেবারে মাঠে মারা গেল-শেহা)। মেঠো, মাঠুয়া (বিশেষণ) প্রান্তরজাত (মেঠো ফসল)। {(তৎসম বা সংস্কৃত) বর্ত্ম>বাঁট>}
- Bengali Word মাঠ ২ English definition ⇒ মাট
- Bengali Word মাঠা ১ English definition [মাঠা] (বিশেষ্য) মাখনশূন্য ঘোল। {(তৎসম বা সংস্কৃত) মৃষ্ট>; (তুলনীয়) (হিন্দি) মঠ্ঠা>}
- Bengali Word মাঠা ২ English definition [মাঠা] (বিশেষণ) জমকালো নয় এমন; কারুকার্যশূন্য; plain (সাদামাঠা কাজেই ভালো মানাবে)। {⇒ মাটা২}
- Bengali Word মাঠান ১ English definition [মাঠান্] (বিশেষ্য) চাষের উপযোগী জমি; কর্ষণযোগ্য মাঠ (মাঠান জমি)। {মাঠ+আন}
- Bengali Word মাঠান ২ English definition [মাঠান্] (ক্রিয়া) ১ মেজে-ঘষে মসৃণ করা। ২ কাটা। {⇒ মাটা২}
- Bengali Word মাঠান ৩ English definition [মাঠান্] (বিশেষ্য) মা ঠাকরুণ; মাতৃঠাকুরানী; শ্রদ্ধেয়া বয়স্কা নারীর প্রতি সম্বোধনবিশেষ। {মাতৃঠাকুরানী>}
- Bengali Word মাণ English definition (মধ্যযুগীয় বাংলা) [মান্] (বিশেষ্য) মাপ; ওজন (কাঁচি দিয়া কৈল মাণ ষোল রতি দুই ধান-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) (পরি)মাণ>}
- Bengali Word মাণবক English definition [মানোবক্] (বিশেষ্য) ১ ছোকরা; ছোট ছেলে; বালক। ২ ছোট মানুষ; বামন। {(তৎসম বা সংস্কৃত) মনু+অ(অণ্)+ক(কন্)}
- Bengali Word মাণিক English definition ⇒ মানিক
- Bengali Word মাণিকা English definition [মানিকা] (বিশেষ্য) আট পাল পরিমাণ। {(তৎসম বা সংস্কৃত) মা+অক(অকচ্)+আ(টাপ্)}