ম পৃষ্ঠা ৪৩
- Bengali Word মাদানি English definition [মাদানি] (বিশেষ্য) ১ মদিনাবাসী। ২ যার পূর্বপুরুষ মদিনাবাসী ছিলেন। □ (বিশেষণ) মদিনার সাথে সম্বন্ধযুক্ত। {(আরবি) মদনী}
- Bengali Word মাদার ১ English definition [মাদার্] (বিশেষ্য) কাঁটাবিশিষ্ট এক ধরনের গাছ (মাদার গাছ সেখানে মাদার গাছই...আম নয় জাম নয়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) মন্দার>}
- Bengali Word মাদার ২ English definition [মাদার্] (বিশেষ্য) ১ মা; মাতা। ২ কেন্দ্র। মাদারজাদ, মাদার-যাদ (বিশেষ্য) সহোদর। মাদার টিংকচার, টিংচার (বিশেষ্য) হোমিওপ্যাথিক ঔষধের মূল আরক। {(ফারসি) মাদার; ই mother}
- Bengali Word মাদি, মাদী English definition [মাদি] (বিশেষণ) ১ স্ত্রী জাতীয় জন্তু (মাদি হাতি)। ২ ধাড়ি। {(ফারসি) মাদাহ্ মাদীন্ মাদীনাহ}
- Bengali Word মাদিয়ান, মাদিয়ানা, মাদোয়ান English definition [মাদিয়ান্, মাদিয়ানা, মদোয়ান্] (বিশেষ্য) ১ মাদা ঘোড়া; গর্দভী। □ (বিশেষণ) (ব্যঙ্গার্থ) স্ত্রীসুলভ; মেয়েলি ঢঙের (মানুষের এ রকম মাদিয়ানা চাল দেখে মর্দমী আজকাল বাস্তবিকই লজ্জায় মুখ দেখাতে পারছে না-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) মাদিয়ান মাদীন্ মাদীনাহ্}
- Bengali Word মাদুর English definition [মাদুর্] (বিশেষ্য) তৃণ নির্মিত একপ্রকার পাটি। {মন্দরা; মুস্ত>মুথা>মাথুর>মাদুর}
- Bengali Word মাদুলি, মাধুলী, মাদলি English definition [মাদুলি, মাধুলী, মাদ্লি] (বিশেষ্য) ১ ধাতুনির্মিত ক্ষুদ্র মাদলাকৃতি কবচ। ২ স্বর্ণনির্মিত কণ্ঠভূষণবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) মাদল (মাদল আকৃতি বলে)>ই, ঈ}
- Bengali Word মাদৃশ English definition [মাদ্দেৃশো] (বিশেষণ) আমার মতো (ঈদৃশ স্থানে মাদৃশ জনের এতদনুযায়ী ফললাভের সম্ভাবনা কোথায়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। {(তৎসম বা সংস্কৃত) অস্মৎ+√দৃশ্+ক্বিপ্}
- Bengali Word মাদোয়ান English definition ⇒ মাদিয়ান
- Bengali Word মাদ্রাজ, মান্দ্রাজ English definition [মাদ্দ্রাজ, মান্দ্রাজ] (বিশেষ্য) ভারতের সাবেক প্রদেশবিশেষ, বর্তমান তামিলনাড়ু। মাদ্রাজি (বিশেষণ) ১ মাদ্রাজ সংক্রান্ত। ২ মাদ্রাজে জাত। □ (বিশেষ্য) মাদ্রাজের অধিবাসী। {তা. মান্দ্রাজ}
- Bengali Word মাদ্রাসা, মাদরাসা English definition [মাদ্দ্রাসা] (বিশেষ্য) ১ বিদায় শিক্ষা কেন্দ্র। ২ মুসলমান ধর্ম ও সংস্কৃতি সংক্রান্ত উচ্চ শিক্ষা কেন্দ্র; কলেজ। {(আরবি) মাদরাসাহ}
- Bengali Word মাধব English definition [মাধোব্] (বিশেষ্য) ১ কৃষ্ণ; হিন্দুদেবতা বিষ্ণু (মাধব হাম পরিণাম নিরাশা-বিদ্যাপতি)। ২ বসন্তকাল। ৩ বৈশাখ মাস। মাধবী, মাধবিকা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)১ এক জাতীয় চিরহরিৎ লতা। ২ মাধবের পত্নী। মাধবকুঞ্জ (বিশেষ্য) মাধবী লতায় আচ্ছাদিত স্থান। {(তৎসম বা সংস্কৃত) মধু+অ(অণ্)}
- Bengali Word মাধবি English definition (ব্রজবুলি) [মাধবি] (বিশেষ্য) বৈশাখ মাসে (মাধবি মুকুলিত মাস্তী ফুল-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) মাধব+ই}
- Bengali Word মাধাই English definition [মাধাই] (বিশেষ্য) মাধব; কৃষ্ণ (মাধব সোঙরিতে সুন্দরী ভেলি মাধাই-বিদ্যাপতি)। মেধো (বিশেষ্য) মাধব (তুচ্ছার্থে বা আদরে), (মেধো, এদিকে আয়)। {(তৎসম বা সংস্কৃত) মাধব>}
- Bengali Word মাধুক English definition [মাধুক্] (বিশেষণ) পুষ্পমধুজাত পণ্য ব্যবসায়ী। {(তৎসম বা সংস্কৃত) মধু+ক=মধুক+অ(অণ্)}
- Bengali Word মাধুকরী English definition [মাধুকোরি] (বিশেষ্য) মধুকরের নানা পুষ্প থেকে মধু আহরণের মতো নানা স্থান থেকে সংগ্রহবৃত্তি। মাধুকরী-বৃত্তি (বিশেষ্য) ১ মধুকরের মতো বিভিন্ন গৃহে ভিক্ষাগ্রহণ রূপ বৃত্তি। ২ পরের ভাব, তথ্য প্রভৃতি আত্মসাৎ করে নিজের নামে চালিয়ে দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) মধুকর+অ(অণ্)+ঈ(ঙীপ্)}
- Bengali Word মাধুকী English definition [মাধুকি] (বিশেষ্য) মৌল ফুলের মধু থেকে উৎপাদিত মদ। {(তৎসম বা সংস্কৃত) মাধুক+ঈ(ঙীপ্)}
- Bengali Word মাধুর English definition [মাধুর্] (বিশেষণ) মধুর রস থেকে উৎপন্ন। □ (বিশেষ্য) মল্লিকা ফুল। {(তৎসম বা সংস্কৃত) মধুর+অ(অণ্)}
- Bengali Word মাধুরী English definition [মাধুরি] (বিশেষ্য) ১ মধুরতা; মাধুর্য। ২ শোভা; সৌন্দর্য (তদীয় রূপলাবণ্যের দর্শনে মুনিজনেরও মন মোহিত হয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। মাধুরী-ময় (বিশেষণ) মাধুর্যপূর্ণ (প্রেমের পিরীতি মাধুরীময়-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) মধুর+অ(অণ্)+ঈ(ঙীপ্)}
- Bengali Word মাধুর্য English definition [মাধুর্জো] (বিশেষ্য) ১ মাধুরী; মনোহারিতা (চরিত্র-মাধুর্য)। ২ মনোহারিতা; রমণীয়তা। ৩ লাবণ্য; সৌন্দর্য। ৪ কাব্যের একটি গুণ। {(তৎসম বা সংস্কৃত) মধুর+য(ষ্যঞ্)}