ম পৃষ্ঠা ৫০
- Bengali Word মালসা English definition [মাল্শা] (বিশেষ্য) ১ হাঁড়িজাতীয় মাটির পাত্রবিশেষ (এক ছিলিম তামাক সাজাইয়া মালসা হইতে আগুন উঠাইল-কাজী আবদুল ওদুদ)। ২ মাটির তৈরি বড় সরা; তুষের আগুন রাখার পাত্র। {মালা+সা(সাদৃশ্যার্থে)}
- Bengali Word মালসি ১ English definition [মাল্সি]১ (বিশেষ্য) মাটির তৈরি ক্ষুদ্র সরা। {মালসা>}
- Bengali Word মালসি ১, মালসী English definition [মাল্সি] (বিশেষ্য) ১ সঙ্গীতের একটি রাগিণী। ২ কবিগানের অংশরূপে প্রচলিত শ্যামা সঙ্গীতবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) মালশ্রী>?}
- Bengali Word মালা ১ English definition [মালা] (বিশেষ্য) ১ হার; মাল্য; পুষ্পনির্মিত মাল্য (বিদায় বেলার মালাখানি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বহুবচন প্রকাশক শব্দ (অনুষ্ঠানমালা); শ্রেণিসমূহ (তরঙ্গমালা, কথামালা)। মালাকর, মালাকার (বিশেষ্য) (বিশেষণ) ১ পুষ্পমাল্য রচনাকারী; মালী (আমি তব মালঞ্চের হব মালাকর-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ হিন্দু বাঙালি জাতিবিশেষ। মাল্যচন্দন, মালাচন্দন (বিশেষ্য) পূজনীয় বা সম্মানিত ব্যক্তিকে হিন্দু পদ্ধতিতে বরণ করার উপকরণ; ফুলের মালা ও চন্দন। মালাবদল (বিশেষ্য) হিন্দু বিয়েতে বর ও কনের পরস্পর মালা বিনিময়। মালা জপা (ক্রিয়া) রুদ্রাক্ষ প্রভৃতি গুটিকা দ্বারা রচিত মালার দানা গণনা করে ঈশ্বরের নাম জপ করা; তসবিহ পড়া। {(তৎসম বা সংস্কৃত) মা+√লা+অ(ক)+আ(টাপ্)}
- Bengali Word মালা ২, মালো English definition [মালা, মালো] (বিশেষ্য) ধীবর; জেলে; হিন্দু সম্প্রদায়বিশেষ। {(আরবি) মাল্লাহ}
- Bengali Word মালা ৩ English definition [মালা] (বিশেষ্য) নারেকেলের বাটির আকারের অর্ধেক খোল। {(তৎসম বা সংস্কৃত) মল্লক>মল্লয়>বাংলা মালিয়া>মালা}
- Bengali Word মালাই English definition [মালাই] (বিশেষ্য) দুধের সর। মালা কারি/কারী (বিশেষ্য) মিষ্টিবিশেষ; ময়মনসিংহে তৈরি এক রকম মিষ্টি। মালাই বরফ (বিশেষ্য) বরফে দুধে তৈরি মিষ্টি খাবারবিশেষ। {(ফারসি) বালাই}
- Bengali Word মালাইচাকি English definition [মালাইচাকি] (বিশেষ্য) মানুষের জানুর বা হাঁটুর চক্রাকার অস্থি (ওটা নাকি লখিন্দরের মালাইচাকি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) মালাচক্র>}
- Bengali Word মালাদীপক English definition [মালাদিপক্] (বিশেষ্য) দীপক নামক অর্থ অলঙ্কারের মালা। {(তৎসম বা সংস্কৃত) মালা+দীপক}
- Bengali Word মালাবার English definition [মালাবার্] (বিশেষণ) ১ দক্ষিণ ভারতের একটি প্রদেশ। ২ উক্ত প্রদশে সম্বন্ধীয়। ৩ উক্ত প্রদেশের অধিবাসী। {(তৎসম বা সংস্কৃত) মলয়বার>}
- Bengali Word মালাম English definition [মালাম্] (বিশেষণ) পদচিহ্নবিশিষ্ট (মালাম পাথরে দুইয়ে শুয়ে-ময়মনসিংহ গীতিকা.)। □ (বিশেষ্য) পদচিহ্ন; পায়ের ছাপ (আলীর মালামের পাথ্থর-ময়মনসিংহ গীতিকা.)। {মাল(মল্ল)+আম(আমি)}
- Bengali Word মালামাল English definition [মালামাল্] (বিশেষ্য) মাল; জিনিসপত্র। □(বিশেষণ) পরিপূর্ণ; ভরা। {(আরবি) মালামাল}
- Bengali Word মালিক ১, মালেক English definition [মালিক্, মালেক্] (বিশেষ্য) ১ অধিকারী। ২ প্রভু; স্বামী; অধীশ্বর; কর্তা; সৃষ্টিকর্তা (দীন দুনিয়ার মালিক তুমি)। মালিকানা (বিশেষ্য) ১ অধিকার; স্বামিত্ব; প্রভুত্ব (বাপের কাছ থেকে পাওয়া দুইখানা ঘরের মালিকানা-শামসুল হক)। ২ প্রভুর প্রাপ্য ধনসম্পত্তি। মালিকি (বিশেষ্য) মালিকত্ব; মালিকানা। □(বিশেষণ) ১ মালিক সংক্রান্ত। ২ মালিকানা সংক্রান্ত। {(আরবি) মালিক}
- Bengali Word মালিক ২ English definition [মালিক্] (বিশেষ্য) ১ মালী। ২ মালাকার জাতি। □(বিশেষণ) ফুলের মালা তৈরি করে এমন। {(তৎসম বা সংস্কৃত) মালা+ইক(ঠক্)}
- Bengali Word মালিকা English definition [মালিকা] (বিশেষ্য) ক্ষুদ্রমালা; ছোট হার (মালিকা পরিলে গলে-কারা)। {(তৎসম বা সংস্কৃত) মালা+ইক(ঠক্)+আ(টাপ্)}
- Bengali Word মালিকানা, মালিকি, মালিকী English definition ⇒ মালিক
- Bengali Word মালিকুল মউত, মালেকুল মউত English definition [মালিকুল্মউত্, মালেকুল্মউত্] (বিশেষ্য) যে ফেরেশতা জীবের প্রাণ সংহর করেন; মৃত্যুর ফেরেশতা; আজরাইল (পঙ্ক মেলিয়া মালিকুল মউত আঁটিল কাটিতে ছুরি-কাজী নজরুল ইসলাম; শিবাজীর প্রতি মালেকুল মউতের জিহ্বার ন্যায়....তরবারি প্রসারণ করিয়া-ইসমাইল হোসেন শিরাজী)। {(আরবি) মালাকুল্ মরত}
- Bengali Word মালিনী English definition [মালিনি] (বিশেষ্য) দুর্গা; মন্দাকিনী; নদীবিশেষ; ছন্দবিশেষ। □(বিশেষণ) মাল্যশোভিতা। {(তৎসম বা সংস্কৃত) মালা+ইন্(ইনি)+ঈ(ঙীপ্)}
- Bengali Word মালিন্য English definition [মালিন্নো] (বিশেষ্য) কালিমা; মলিনতা। {(তৎসম বা সংস্কৃত) মলিন+য(ষ্যঞ্)}
- Bengali Word মালিশ, মালিস English definition [মালিশ্] (বিশেষ্য) ১ মর্দন; পেষণ। ২ যে ঔষধ মর্দন করে লাগাতে হয় (মালিশ মাখিয়াছে প্রতি গিঁঠে গিঁঠে কাৎ হয়ে বিছানাতে-জসীমউদ্দীন)। মালিশ দেওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) শাস্তি দেওয়া। {(ফারসি) মালিশ}