ম পৃষ্ঠা ৪৭
- Bengali Word মার ১ English definition [মার্] (বিশেষ্য) মরণ; মৃত্যু; বিনাশ; ধ্বংস (সত্যের মার নেই)। {(তৎসম বা সংস্কৃত) √মৃ+ই(ণিচ্)=(√মারি)+অ(অণ্)}
- Bengali Word মার ২ English definition [মার্] (বিশেষ্য) ১ কন্দর্প; অনঙ্গ; মদন; কামদেব; হিন্দুমতে প্রেমের দেবতা। ২ মারণ; বধ; হত্যা। ৩ বৌদ্ধমতে বুদ্ধদেবের তপস্যায় বিঘ্ন সৃষ্টিকারী দেবতা। মারক (বিশেষ্য) মারী; মড়ক; ধ্বংস। □(বিশেষণ) বধকারী; ধ্বংসকারী; নাশক। {(তৎসম বা সংস্কৃত) √মারি+অ(অণ্)}
- Bengali Word মার ৩ English definition [মার্] (বিশেষ্য) প্রহার বা আঘাত করা (মার খাওয়া, মার দেওয়া)। মারকাট, কাটকাট (বিশেষ্য) ১ মারামারি; কাটাকাটি। ২ অত্যন্ত কঠোরতা; শাসানি, ধমকানি ইত্যাদি। ৩ অত্যধিক ব্যস্ততা; হৈ চৈ। □(বিশেষণ) বড় জোর; বেশির পক্ষে (মেরে কেটে এর দাম শ’ টাকা হতে পারে)। মারকুটে, মারকুটো (বিশেষণ) মারমুখী; মারার স্বভাব এমন। মার খাওয়া (ক্রিয়া) প্রহৃত হওয়া। মারখেকো (বিশেষণ) প্রায়ই মার খায় এমন। মার দেওয়া (ক্রিয়া) প্রহার করা। মারধর (বিশেষ্য) ১ মার। ২ প্রহার করণ; প্রহার। মারপিট (বিশেষ্য) ১ খুববেশি প্রহার। ২ মারামারি। ৩ দাঙ্গা। মারমুখো (বিশেষণ) মারে আর কি এমন ভাব; প্রহার করতে উদ্যত; প্রহারোদ্যত (হঠাৎ এ ধরনের মারমুখো হলে কেন?)। মারমুখী (স্ত্রীলিঙ্গ)। মারমূর্তি (বিশেষণ) সংহারের মূর্তি। {(তৎসম বা সংস্কৃত) √মারি>বাংলা √মার্}
- Bengali Word মারক English definition ⇒ মার২
- Bengali Word মারকিন English definition ⇒ মার্কিন
- Bengali Word মারণ English definition [মারোন্] (বিশেষ্য) ১ হত্যা; বধ; হনন। ২ কারও মৃত্যুর জন্য তন্ত্রোক্ত অভিচার (মরণমন্ত্র)। ৩ (বিজ্ঞান.) ধাতু ও ধাতব পদার্থাদি ভস্মীকরণ। মারণাস্ত্র (বিশেষ্য) সম্পূর্ণভাবে বিনাশ করে যে অস্ত্র (সাংঘাতিক মারণাস্ত্র হলো পরমানবিক বোমা-শামসুল হক ফজলুর রহমান)। মারিত (বিশেষণ) ১ হত; বিনাশিত। ১ ভস্ম করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √মৃ+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word মারপ্যাঁচ, মারপেঁচ English definition [মারপ্যাঁচ্] (বিশেষ্য) কূটকৌশল; ফাঁদ; জাল; কুটিলতা। কথারমারপ্যাঁচ (বিশেষ্য) শব্দের কূটকৌশল; কথার জটিল কায়দা। {(হিন্দি) মারপেঁচ}
- Bengali Word মারফত ১, মারফৎ English definition [মার্ফত্] (অব্যয়) মাধ্যম, দ্বারা (তার মারফত টাকাটা পাবে; প্রধানত গদ্যের মারফতেই ব্যক্ত হয়েছে-কাজী আবদুল মান্নান)। মারফতদার (বিশেষ্য) মাধ্যম; যার মারফত আদান-প্রদান করা হয়। {(আরবি) মা’রিফত}
- Bengali Word মারফত ২, মারফতি English definition ⇒ মারেফাত
- Bengali Word মারবেল, মার্বেল English definition [মার্বেল্] (বিশেষ্য) ১ পাথরবিশেষ; মর্মর পাথর। ২ পাথর; কাঁচ প্রভৃতি দিয়ে তৈরি খেলার ছোট গুটিকা। {(ইংরেজি) marble}
- Bengali Word মারহাট্টা English definition [মার্হাট্টা] (বিশেষ্য) ১ মহারাষ্ট্র দেশ। ২ মহারাষ্ট্রের অধিবাসী; মারাঠা। ৩ মহারাষ্ট্র দেশীয়; মহারাষ্ট্র দেশের; মহারাষ্ট্র দেশ সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) মহারাষ্ট্র>}
- Bengali Word মারহাবা, মার্হাবা, মরহাবা English definition [মার্হাবা, মার্হাবা, মর্হাবা] (অব্যয়) জোকার; জয়ধ্বনি; অভিনন্দনজ্ঞাপক ধ্বনি; প্রশংসাসূচক উক্তি; শাবাশ; খোশ আমদেদ ইত্যাদি (মার্হাবা আফরীন শাবাশ বলে উচ্চ কন্ঠে কবির তারিফ করছে-সৈয়দ মুজতবা আলী)। {(আরবি) মারহাবা}
- Bengali Word মারা English definition [মারা] (ক্রিয়া) ১ হত্যা বা বধ করা (পাখি মারা)। ২ প্রহার করা (শিশুকে মারা)। ৩ আঘাত বা হত্যার উদ্দেশ্যে প্রয়োগ করা (ছুরি মারা)। ৪ নষ্ট বা নাশ করা (বিষ মারা, জাত মারা)। ৫ শুকানো (রস মারা)। ৬ প্রবেশ করানো; ঢুকানো (পেরেক মারা)। ৭ জোড়া দেওয়া; লাগানো (তালি মারা)। ৮ বন্ধ করা (ফাঁক মারা)। ৯ লুঠ বা অপহরণ করা (পকেট মারা)। ১০ আত্মসাৎ করা (টাকা মারা)। ১১ বঞ্চিত করা (ভাত মারা)। ১২ ছাড়া; জোরে ডাকা (হাঁক মারা)। ১৩ রুদ্ধ করা (পথ মারা)। ১৪ ধারণ করা; আঁটসাঁট হওয়া (মাল-কোঁচা মারা)। ১৫ হঠাৎ পাওয়া (লটারিতে টাকা মারা)। ১৭ দেওয়া (উঁকি মারা)। ১৮ প্রচুর খাওয়া (লুচি মাংস মারা)। ১৯ তৃপ্তির সঙ্গে ভোগ করা; উপভোগ করা (স্ফূর্তি মারা)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □(বিশেষণ) ১ নিহত; হত (গুলিতে মারা বাঘ)। ২ আঁটা হয়েছে এমন (পেরেক মারা জুতা)। ৩ বধকারী; হত্যাকারী (বাঘ-মারা)। ৪ অসৎ উপায়ে প্রাপ্ত (মারা টাকা)। ৫ মৃত; নষ্ট; অপহৃত (মারা যাওয়া)। মারা পড়া, মারা যাওয়া (ক্রিয়া) ১ প্রাণত্যাগ করা। ২ নষ্ট বা ধ্বংস হওয়া (ব্যবসায়ে সে মারা পড়বে)। মারামারি (বিশেষ্য) ১ পরস্পর প্রহার। ২ লড়াই; যুদ্ধ; দাঙ্গা। পেটেমারা, ভাতেমারা (ক্রিয়া) ১ অনাহারে দুর্বল করে বিনষ্ট করা। ২ খাদ্য সগ্রহের উপায় নষ্ট করে দেওয়া। প্রাণেমারা (ক্রিয়া) হত্যা করা। মটকামারা (ক্রিয়া) ঘুমের ভান করা। মাঠেমারা যাওয়া (ক্রিয়া) সম্পূর্ণ নিষ্ফল হওয়া; বৃথা নষ্ট হয়ে যাওয়া। মার্কামারা (বিশেষণ) দাগি; চিহ্নিত। মুখমারা (ক্রিয়া) মিষ্ট দ্রব্যাদি অত্যধিক খাওয়ার ফলে অরুচি হওয়া। লাফমারা (ক্রিয়া) লম্ফ দেওয়া; লাফানো। {(তৎসম বা সংস্কৃত) √মৃ+ই(ণিচ্)= (√মারি)+অ(অণ্)+(বাংলা) আ}
- Bengali Word মারাঠা, মরাঠা English definition [মারাঠা, মরাঠা] (বিশেষ্য) মহারাষ্ট্র রাজ্যের অধিবাসী; মহারাষ্ট্রনিবাসী। □(বিশেষণ) মহারাষ্ট্রীয়। মারাঠি, মরাঠী (বিশেষ্য) মহারাষ্ট্র রাজ্যের অধিবাসী বা ভাষা। □(বিশেষণ) মহারাষ্ট্রসংক্রান্ত; মহারাষ্ট্রীয়। {(তৎসম বা সংস্কৃত) মহারাষ্ট্র>(বাংলা) মারহাট্টা>মারাঠা, মরাঠা}
- Bengali Word মারাত্মক English definition [মারাত্তোঁক্] (বিশেষণ) ১ অত্যন্ত ভয়াবহ; সাংঘাতিক। ২ জীবন নাশকারী। {(তৎসম বা সংস্কৃত) মার+আত্মক}
- Bengali Word মারিত English definition ⇒ মারণ
- Bengali Word মারী English definition [মারি] (বিশেষ্য) সংক্রামক রোগে ব্যাপক মৃত্যু; মড়ক (ওরে ও সাগরপারী দেশে দেশে তুমি অচিরে ছড়াবে মারী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √মৃ+ই(ণিচ্)+ঈ(ইন্)}
- Bengali Word মারী ১ English definition ⇒ মারি
- Bengali Word মারী ২ English definition [মারি] (বিশেষ্য) পাকিস্তানে রাওয়ালপিণ্ডির নিকটবর্তী শৈল-নিবাস। {(তৎসম বা সংস্কৃত) মারী>?}
- Bengali Word মারীচ English definition [মারিচ্] (বিশেষ্য) ১ হিন্দু পুরোণোক্ত রাম কর্তৃক নিহত রাক্ষস; তাড়কা রাক্ষসীর পুত্র। ২ কশ্যপ ঋষি। {(তৎসম বা সংস্কৃত) মরীচি+অ(অণ্)}