ম পৃষ্ঠা ৫১
- Bengali Word মালী English definition (-লিন্) [মালি] (বিশেষ্য) মাল্যরচনাকারী; মালাকর। ২ বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত ব্যক্তি; উদ্যানরক্ষক; উদ্যানপালক। ৩ একটি হিন্দু জাতি। □ (বিশেষণ) মালাধারী; মাল্যবিশিষ্ট। মালিনী২ (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মাল্য+ইন্(ইন)}
- Bengali Word মালুঞ্চা English definition (মধ্যযুগীয় বাংলা) [মালুন্চা] (বিশেষ্য) ১ মালী। ২ মালাকার। ৩ মালঞ্চের মারিক (পচ্চিম গেলা মালুঞ্চার বাড়ি-রাজিয়া মাহবুবই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) মালঞ্চ>}
- Bengali Word মালুম English definition [মালুম্] (বিশেষ্য) ১ অনুভব; বোধ; উপলব্ধি। ২ জ্ঞাত; অনুভূত (নীল কি কালো স্পষ্ট মালূম হয় না)। মালুম করা (ক্রিয়া) কোনো কিছু বুঝতে বা অনুভব করতে পারা। মালুম কাঠ, মালুম কাষ্ঠ (বিশেষ্য) জাহাজের মাস্তুল-যা বহুদূর থেকে দেখা যায়। মালুম হওয়া (ক্রিয়া) বোধগম্য হওয়া; অনুভূত হওয়া। {(আরবি) মালুম}
- Bengali Word মালেকুল মউত English definition ⇒ মালিকুল মউত
- Bengali Word মালোপমা English definition [মালোপমা] (বিশেষ্য) (আলঙ্কারিক) এক প্রকার কাব্যলঙ্কার। {(তৎসম বা সংস্কৃত) মালা+উপমা}
- Bengali Word মাল্য English definition [মাল্লো] (বিশেষ্য) ১ হার; মালা। ২ পুষ্পমালা। মাল্যবান, মাল্যবৎ (বিশেষণ) মাল্যধারী। □ (বিশেষ্য) রামায়ণে উক্ত একটি পর্বত। মাল্যবতী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √মল্+য(ণ্যৎ)}
- Bengali Word মাল্লা English definition [মাল্লা] (বিশেষ্য) ১ নৌকাদির চালক; নাবিক (মাঝিমাল্লা)। ২ নৌকার দাঁড়ি; নাবিক বা মাঝির অন্যান্য সহযোগী। {(আরবি) মল্লাহ}
- Bengali Word মাল্লি English definition (মধ্যযুগীয় বাংলা) [মাল্লি] (বিশেষ্য) মস্ত বস্তা বা থলে (সাত হাত ওসার মাল্লি-মানিক গাঙ্গুলী)। {মারুলি>}
- Bengali Word মালয় ১ English definition [মালয়্] (বিশেষ্য) ১ চন্দন বৃক্ষ। ২ মলয় পর্বত থেকে উৎপন্ন। {(তৎসম বা সংস্কৃত) মলয়+অ(অণ্)}
- Bengali Word মালয় ২ English definition [মালয়্] (বিশেষ্য) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশবিশেষ। □(বিশেষণ) মালয় দেশ, সে দেশের অধিবাসী বা ভাষা সংক্রান্ত। {(ইংরেজি) Malay}
- Bengali Word মাশুক English definition [মাশুক্] (বিশেষ্য) প্রেমাস্পদ; প্রেমিক; প্রণয়াস্পদ (আশেক হও অনুক্ষণ তোমার মাশুকের অনুরাগে-মুশ)। {(আরবি) মাশুক}
- Bengali Word মাশুল English definition ⇒ মাসুল
- Bengali Word মাশুল, মাসুল ১ English definition [মাশুল্] (বিশেষ্য) ভাড়া; শুল্ক; খরচ (ডাক মাশুল); মূল্য; দণ্ড (যে অন্যায় করেছ তার মাশুল তোমাকে দিতে হবে)। {(আরবি) মাহসূল}
- Bengali Word মাষ, মাস ১ English definition [মাশ্] (বিশেষ্য) ১ ডালবিশেস; মাষকলাই নামক কলাইবিশেষ। ২ পরিমাণ নির্ণিয় করা হয় যা দিয়ে; মাষা (তথি ফগে মসুর কাপাস মাষ ধান-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। মাষকলাই (বিশেষ্য) কলাইবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √মষ্+অ(ঘঞ্)}
- Bengali Word মাষা English definition [মাশা] (বিশেষ্য) স্বর্ণাদির ওজন নির্ধারক বস্তু; ৮ বা ১০ তোলা (করিছেন কি কর্ম কুবের ভাণ্ডারে নাই একমাষা স্বর্ণ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) মাষক> (প্রাকৃত) মাসঅ>(বাংলা) মাষা}
- Bengali Word মাষ্টার English definition ⇒ মাস্টার
- Bengali Word মাস ১ English definition [মাশ্] (বিশেষ্য) ১ বছরের বারো ভাগের এক ভাগ। ২ (স্থূল হিসেবে) ৩০ দিন। মাস কাবার (বিশেষ্য) মাসের শেষ; মাসের পূর্তিদিবস। মাসকাবারি (বিশেষ্য) ১ মাসান্তে করার যোগ্য। ২ একমাসের উপযুক্ত। ৩ এক মাসের জন্য বরাদ্দ। মাসমাহিনা (বিশেষ্য) মাসের বেতন; এক মাস কাজকরার জন্য পরিশ্রমিক। মাসহারা, মাসহরা (বিশেষ্য) প্রতিমাসে যে ভাতা বা বৃত্তি দেওয়া হয়। {(তৎসম বা সংস্কৃত) √মস্+অ(ঘঞ্)=মাস}
- Bengali Word মাস ২ English definition [মাশ্] (বিশেষ্য) মাংস; গোশ্ত (মুচিরামেরও চেহারা ফিরিতে লাগিল গালে মাস লাগিল-বঙ্কিমচন্দ্র চট্টেপাধ্যায়)। হাড় মাস আলাদা করা (ক্রিয়া) (আলঙ্কারিক) নিদারুণ প্রহারে হত্যা করা; সাংঘাতিক প্রহার করা। হাড় মাসে জড়িত (বিশেষণ) (আলঙ্কারিক) অবিচ্ছেদ্য; বিচ্ছেদশূন্য। {(তৎসম বা সংস্কৃত) মাংস> (প্রাকৃত) মাস}
- Bengali Word মাসকাতি English definition [মাশ্কাতি] (বিশেষণ) ১ মাসকাত শহর সংক্রান্ত; মাসকাত শহরে প্রস্তুত এমন। ২ হালুয়া বা মিষ্টান্নবিশেষ (ছোট বেলায় দেখিয়াছি খালা আম্মারা মাসকাতি হালুয়অ তৈরী করিতেন-বেগম শামসুন্নাহার মাহমুদ)। {(আরবি) মাসকতী}
- Bengali Word মাসতুতো, মাসতুত English definition [মাশ্তুতো] (বিশেষণ) নিজের অথবা স্বামী বা পত্নীর মেসোর বা খালুর সন্তানরূপে সম্পর্কিত (মাসতুতো বোন)। চোরে চোরে মাসতুতো ভাই (আলঙ্কারিক) সমমনা দুষ্ট লোকের অভিন্ন চিন্তা বা কাজ। {(তৎসম বা সংস্কৃত) মাতৃস্বস্রীয়>}