ম পৃষ্ঠা ৫২
- Bengali Word মাসশ্বশুর English definition [মাশ্শোশুর্] (বিশেষ্য) খালু শ্বশুর; স্বামীর বা পত্নীর মেসো বা খালু। মাসশাশুড়ি (স্ত্রীলিঙ্গ)। মাসাশ, মাশাস (বিশেষ্য) পতি বা পত্নীর মাসি/খালা (বিদ্যার মাশাস মোর-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) মাসি+শ্বশুর>}
- Bengali Word মাসহরা, মাসহারা English definition ⇒ মাস১
- Bengali Word মাসা English definition ⇒ মাষা
- Bengali Word মাসান্ত English definition [মাশান্তো] (বিশেষ্য) মাসের শেষ বা শেষ দিন; মাসকাবার। {(তৎসম বা সংস্কৃত) মাস+অন্ত}
- Bengali Word মাসাশ English definition ⇒ মাসশ্বশুর
- Bengali Word মাসি, মাসী, মাসিমা, মাসিমাতা English definition [মাশি, মাসী, মাসিমা, মাসিমাতা] (বিশেষ্য) খালা; মায়ের বোন। {(তৎসম বা সংস্কৃত) মাতৃষ্বস্>}
- Bengali Word মাসিক English definition [মাশিক্] (বিশেষণ) ১ মাস-সংক্রান্ত। ২ প্রতি মাসে ঘটে এমন; প্রতি মাসে দেয় এমন (মাসিক বেতন)। □ (বিশেষ্য) ১ হিন্দুদের প্রতিমাসে করণীয় শ্রাদ্ধ। ২ প্রতিমাসে প্রকাশিত পত্রিকা। ৩ স্ত্রীরজঃ; স্ত্রীলোকের রক্তস্রাব; হায়জ। {(তৎসম বা সংস্কৃত) মাস+ইক(ঠঞ্)}
- Bengali Word মাসী English definition ⇒ মাসি
- Bengali Word মাসুম English definition [মাসুম্] (বিশেষণ) নিষ্পাপ; পাপহীন; পবিত্র (আমার মাসুম বংশধর-তালিম)। {(আরবি) মা’সুম}
- Bengali Word মাসুর English definition ⇒ মাশহুর
- Bengali Word মাসুল, মাশুল English definition [মাশুল্] (বিশেষ্য) ১ শুল্ক; কর; ভাড়া (তুলার মাশুল আদায়ে নিযুক্ত করিয়া দিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ জিনিসপত্র পাঠাইতে যে খরচ আদায় করা হয়। {(আরবি) মাহসূল}
- Bengali Word মাসোয়ারা English definition [মাশোয়ারা] (বিশেষ্য) প্রতিমাসে যে ভাতা বা বৃত্তি দেওয়া হয়। {(আরবি) মুশাহিরাহ}
- Bengali Word মাস্ক English definition [মাস্ক্] (বিশেষ্য) মুখোশ। {(ইংরেজি) mask}
- Bengali Word মাস্টার, মাষ্টার English definition [মাস্টার] (বিশেষ্য) ১ বিদ্যালয়-শিক্ষক। ২ অধ্যক্ষ; প্রধান (পোস্টমাস্টার; স্টেশন-মাস্টার)। মাস্টারি (বিশেষ্য) শিক্ষকতা। মাস্টারগিরি (বিশেষ্য) ১ শিক্ষকতা। ২ নির্দেশকের কাজ। মাস্টারপ্লান (বিশেষ্য) মহাপরিকল্পনা; প্রতিষ্ঠান ইত্যাদিতে দীর্ঘ মেয়াদে বাস্তবায়নযোগ্য পরিকল্পনা। {(ইংরেজি) master}
- Bengali Word মাস্তুল English definition [মাস্তুল্] (বিশেষ্য) নৌকা জাহাজ প্রভৃতিতে স্থাপিত পাল খাটানোর কাষ্ঠদণ্ড। {(পর্তুগিজ) mastro}
- Bengali Word মাস্বা English definition (মধ্যযুগীয় বাংলা) [মাস্সা] (বিশেষ্য) মেসো; মাসির স্বামী। (সম্বন্ধে তুমি মাস্বা-নজিবর রহমানসিং)। {মাস+উয়া>মাসুয়া>মাস্বা}
- Bengali Word মাস্যা English definition [মাস্সা] (বিশেষণ) মাস-সম্পর্কিত (বারমাস্যা)। {মাস+উয়া>}
- Bengali Word মাহ ১, মাহা ১ English definition [মাহো, মাহা] (বিশেষ্য) মাস; বছরের বারো ভাগের এক ভাগ (এ ভরা বাদর, মাহ ভাদর-বিদ্যাপতি)। {(ফারসি) মাহ্; (তৎসম বা সংস্কৃত) মাস}
- Bengali Word মাহ ২, মাহা ২ English definition [মাহো, মাহা] (ব্রজবুলি) (অব্যয়) মাঝে; ভিতরে (হৃদয়মাহ মঝু জাগসি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) মধ্য>মজ্ঝ>মাহ}
- Bengali Word মাহগির English definition [মাহ্গির্] (বিশেষ্য) ধীবর; জেলে (মাহগির বুঝি দজলার বুকে ফেলে জ্যোৎস্নার জাল-ফকির গরীবুল্লাহ)। {(ফারসি) মাহীগীর}