ম পৃষ্ঠা ৪৮
- Bengali Word মারুত ১ English definition [মারুত্] (বিশেষ্য) বাতাস; বায়ু; অনিল; হাওয়া; ঊনপঞ্চাশ বায়ু (মদির খোসবুর মাদকতায়...মলয় মারুতকে মাতিয়ে তুলেছিল-কাজী নজরুল ইসলাম)। মারুতি (বিশেষ্য) হিন্দু পুরাণ মতে পবনপুত্র হনুমান; পবননন্দন বানর। {(তৎসম বা সংস্কৃত) মরুৎ+অ(অণ্)}
- Bengali Word মারুত ২, মারূত English definition [মারুত্] (বিশেষ্য) জনৈক ফিরিশতা বা রাজার নাম (হারূত-মারূত এক সঙ্গে উল্লিখিত হয়ে থাকে)। {(আরবি) মারূত}
- Bengali Word মারুলি English definition (মধ্যযুগীয় বাংলা) [মারুলি] (বিশেষ্য) পথ (কারও মারুলি দিয়া কেহ নাহি যায়-মগা)। {(তৎসম বা সংস্কৃত) মার্গ>}
- Bengali Word মারেফাত, মারফত English definition [মারেফাত্, মার্ফত্] (বিশেষ্য) মরমি সাধনা; আল্লাহকে সম্যকভাবে জানার জন্য সাধনা; তত্ত্বজ্ঞান (হে মারফাতের ধ্যানী মুসাফির-ফররুখ আহমদ)। মারফতি (বিশেষণ) তত্ত্বজ্ঞান সম্পর্কীয়; মারফত বিষয়ক (সে কথা মারফতি ব্যাপার-মবিনউদ্দীন আহমদ)। মারফতি গান (বিশেষ্য) পরমতত্ত্ব-বিষয়ক গান; মরমি গান; বাউল ইত্যাদি গান। {(আরবি) মা’রিফত}
- Bengali Word মারো English definition [মালো] (বিশেষ্য) ১ হিন্দু জেলে সম্প্রদায়ের পদবিবিশেষ। ২ মৎস্যজবিী; ধীবর। {(তৎসম বা সংস্কৃত) মল্ল>}
- Bengali Word মারোয়া English definition [মারোয়া] (বিশেষণ) প্রহারোদ্যত; মারমুখী; মারতে উদ্যত। □ (বিশেষ্য) রাগিণীর নাম। {মার+উয়া>ওয়া}
- Bengali Word মারোয়াড়ী English definition ⇒ মাড়ওয়ারি
- Bengali Word মার্কণ্ড, মার্কণ্ডেয় English definition [মারকন্ডো, মারকন্ডেয়ো] (বিশেষ্য) ১ একজন মুনির নাম। ২ ঐ মুনি প্রণীত পুরাণ। মার্কণ্ডচণ্ডী (বিশেষ্য) মার্কণ্ডেয় পুরানের অন্তর্গত দেবীর মাহাত্ম্যজ্ঞাপক কাব্য। {(তৎসম বা সংস্কৃত) মৃকণ্ড+অ(অণ্), এয়(ঢক্)}
- Bengali Word মার্কা English definition [মার্কা] (বিশেষ্য) চিহ্ন; নিশানা; ছাপ। মার্কা মারা (বিশেষ্য) চিহ্নিত। □(বিশেষণ) দাগি (মার্কামারা চোর)। {(পর্তুগিজ) marca; (তুলনীয়) (ইংরেজি) mark}
- Bengali Word মার্কিন, মারকিন English definition [মার্কিন্] (বিশেষ্য) ১ এক প্রকার মোটা সুতি কাপড় (স্বামীর পরনে মার্কিনের তবন-মীর মশাররফ হোসেন)। ২ আমেরিকার যুক্তরাষ্ট্র। ৩ উক্ত দেশবাসী। □(বিশেষণ) উক্ত দেশে প্রস্তুত; উক্ত দেশে সংক্রান্ত; উক্ত দেশের। {(ইংরেজি) American>Markin}
- Bengali Word মার্গ English definition [মার্গো] (বিশেষ্য) ১ পথ; রাস্তা। ২ উপায়; কৌশল। ৩ সাধনপদ্ধতি (ওসব হচ্ছে ভিন্ন ভিন্ন সাধনার মার্গ-রাজশেকর বসু (পরশু))। ৪ গুহ্যদ্বার; মলদ্বার। ৫ সঙ্গীতের বিশুদ্ধ শাস্ত্রীয় প্রণালি। মার্গসঙ্গীত (বিশেষ্য) ধ্রুপদী গান; শাস্ত্রীয় সঙ্গীত; classical music। {(তৎসম বা সংস্কৃত) √মার্গ্+অ(অচ্)}
- Bengali Word মার্গণ, মার্গ্য English definition [মার্গন্, মার্গো] (বিশেষ্য) ১ প্রার্থনা; যাচ্ঞা। ২ অন্বেষণ; অনুসঞ্চান। ৩ প্রণয়; প্রেম। {(তৎসম বা সংস্কৃত) মার্গ+অন(ল্যুট্), য(ণ্যৎ)}
- Bengali Word মার্গাখ্যায়ী English definition [মার্গাক্খায়ি] (বিশেষ্য) আধ্যাত্মিক পথ প্রদর্শক (...গৌতম নিজেকে কেবলমাত্র মার্গাখ্যায়ী বলে অভিহিত করেন-রাহুল সাংকৃত্যায়ন [অনুবাদক-ভগীরথ])। {(তৎসম বা সংস্কৃত) মার্গ+আখ্যায়ী}
- Bengali Word মার্চ ১ English definition [মার্চ্] (বিশেষ্য) খ্রিস্টীয় সালের তৃতীয় মাস। {(ইংরেজি) March}
- Bengali Word মার্চ ২ English definition [মার্চ্] (বিশেষ্য) ১ তালে তালে পা ফেলে চলা (বাহবা ট্রেঞ্চের ভিতর একটা ব্যাটলিয়ন মার্চ হচ্ছে-কাজী নজরুল ইসলাম)। ২ সৈন্যদের কুচকাওয়াচ। {(ইংরেজি) March}
- Bengali Word মার্জক English definition ⇒ মার্জন
- Bengali Word মার্জন English definition [মার্জন্] (বিশেষ্য) ১ প্রক্ষালন; মাজা; পরিষ্কারকরণ; পরিষ্করণ (খাটপালঙ বাসন কোসনকে শোধন এবং মার্জন করা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ শোধন; বিশুদ্ধিকরণ। ৪ দোষ ক্ষালন; অপরাধ মুক্তি। মার্জক (বিশেষণ) মার্জন বা পরিষ্কার করে এমন। মার্জনা (বিশেষ্য) ১ ক্ষমা; মাফ (ত্রুটি মার্জনা করা)। ২ প্রক্ষালন; পরিষ্করণ; শোধন; ক্ষালন। মার্জনী (বিশেষ্য) ১ যা দিয়ে পরিষ্কার করা যায়। ২ সম্মার্জনী; ঝাড়ু; বুরুশ। মার্জনীয় (বিশেষণ) ক্ষমার উপযুক্ত; ক্ষমার্হ। {(তৎসম বা সংস্কৃত) √মার্জ্/মার্জি+অন(ল্যুট্)}
- Bengali Word মার্জার English definition [মার্জার্] (বিশেষ্য) বিড়াল (মার্জার-পত্নী মহাশয়াও সেটা স্বীকার করতে নারাজ-কাজী নজরুল ইসলাম)। মার্জারী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √মৃজ্+আর(আরন্)}
- Bengali Word মার্জিত English definition [মার্জিতো] (বিশেষণ) ১ মার্জন করা হয়েছে এমন; প্রক্ষালিত; পরিস্কৃত। ২ ত্রুটিশূন্য; দোষমুক্ত। ৩ চর্চা দ্বারা উৎকর্ষ প্রাপ্ত; সংস্কৃত। ৪ সভ্য; সুরুচিসম্পন্ন। মার্জিতা (স্ত্রীলিঙ্গ)। মার্জিত-বুদ্ধি (বিশেষণ) চর্চার দ্বারা উৎকর্ষ প্রাপ্ত; বুদ্ধিযুক্ত। মার্জিত-রুচি (বিশেষণ) সুরুচিসম্পন্ন। {(তৎসম বা সংস্কৃত) √মার্জ্+ ত(ক্ত)}
- Bengali Word মার্জিন English definition [মার্জিন্] (বিশেষ্য) পৃষ্ঠায় লেখার চার পাশে যে অংশটুকু ফাঁকা রাখা হয়। {(ইংরেজি) margin}