ম পৃষ্ঠা ৫৪
- Bengali Word মাৎস্য English definition [মাত্শো] (বিশেষণ) মৎস্য সংক্রান্ত। □ (বিশেষ্য) হিন্দু পুরাণের নামবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) মৎস্য+অ(অণ্)}
- Bengali Word মাড় ১ English definition [মাড়্] (বিশেষ্য) ১ ভাতের ফেন। ২ কাপড়ে লাগানোর জন্যে চাল অ্যারারুট প্রভৃতির মণ্ড (ইহাতে একটু রং নাই এবং অনেকখানি মাড় আছে-প্রমথ চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) মণ্ড>}
- Bengali Word মাড়ওয়ারি, মাড়োয়ারি, মারোয়াড়ি, মাড়োয়াড়ি English definition [মাড়্ওয়ারি, মাড়োয়ারি, মারোয়াড়ি, মাড়োয়ারি] (বিশেষণ) ১ মাড়ওয়ার বা রাজপুতনা অঞ্চলের। ২ (আলঙ্কারিক) অর্থব্যয়ে কৃপণ (তোর হাত থেকে পয়সা গলবে? তুই তো একট মাড়োয়ারি)।□ (বিশেষ্য) (বিশেষণ) মাড়ওয়ারের বা রাজপুতনার অধিবাসী। □ (বিশেষ্য) মাড়ওয়ার অঞ্চলে কথিত ভাষা। { (হিন্দি) মাড়ওয়ার+ (বাংলা) ই}
- Bengali Word মাড়া English definition [মাড়া] (ক্রিয়া) মর্দন করা; পিষ্ট করা বা পেষণ করা (আখ মাড়া)। মাড়াই, মাড়ানি (বিশেষ্য) পেষাই (ধানমাড়াই, আখমাড়াই)। মাড়ানো (ক্রিয়া) ১ পদদলিত করা; পিষ্ট বা মর্দিত করা (রাজকুমারী তাকে অনেক সময় মাড়িয়ে চলে যান-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ পদার্পণ করা; আসা বা যাওয়া (ওপথ আর মাড়াসনে)। ছায়া মাড়ানো (ক্রিয়া) সম্পর্ক রাখা (শ্বশুরবাড়ির ছায়া মাড়ায়নি)। {(তৎসম বা সংস্কৃত) √মৃষ্ট> (প্রাকৃত) √মড্ড>মাড়+আ}
- Bengali Word মাড়া ২ English definition [মাড়্] (বিশেষ্য) ১ লোকজনের বিশ্রাম ঘর। ২ কুঁড়েঘর। ৩ অতি ছোট গ্রাম। {(তৎসম বা সংস্কৃত) মণ্ডপ>}
- Bengali Word মাড়ি ১ English definition [মাড়ি] (বিশেষ্য) ১ মাড়; ফেন; মণ্ড। ২ তাল কাঁঠাল ইত্যাদির ঘন রস। {(তৎসম বা সংস্কৃত) মণ্ড>}
- Bengali Word মাড়ি ২, মাঢ়ি English definition [মাড়ি, মাঢ়ি] (বিশেষ্য) দন্তমূল আবরণকারী কোমল মাংস; gum (মাড়ি ফোলা)। {(তৎসম বা সংস্কৃত) মাঢ়ি/মাঢ়ী>}
- Bengali Word মাড়ুয়া ১ English definition [মাড়ুয়া] (বিশেষ্য) এক প্রকার শস্য; জৈ-জাতীয় শস্যবিশেষ। { (তুলনীয়) (হিন্দি) মুড়ুয়া}
- Bengali Word মাড়ুয়া ২, মেড়ো ১ English definition [মাড়ুয়া, মেড়ো] (বিশেষ্য) (বিশেষণ) (আল. অবজ্ঞার্থে) মাড়ওয়ারের অধিবাসী; উত্তর-ভারতীয় লোক; অবাঙালি; রুচিহীন স্বার্থবাজ; নির্বোধ ব্যক্তি। { (হিন্দি) মাড়ওয়ার>}
- Bengali Word মাড়ুয়াবাদী, মেড়ো ২ English definition [মাড়ুয়াবাদি, মেড়ো] (বিশেষ্য) (বিশেষণ) ১ যারা মাড়ুয়া খায়। ২ মাড়ওয়ারের ভাষায় কথা বলে এমন। □ (বিশেষ্য) ১ সাধারণভাবে হিন্দুস্তানি। ২ মাড়ুয়া বা মাড়ওয়ারের অধিবাসী। { (হিন্দি) মাড়ওয়ার>}
- Bengali Word মাড়োয়াড়ি English definition ⇒ মাড়ওয়ারি
- Bengali Word মাঢ়ী English definition ⇒ মাড়ি
- Bengali Word মায় English definition [মায়্] (অব্যয়) ১ পর্যন্ত অবধি (চুলের ফ্যাসন থেকে সাহিত্য মায়-বুদ্ধদেব বসু)। ২ সাহিত; সঙ্গে; সমেত (জায়গা জমি মায় ঘর বাড়ি)। {(আরবি) মাআ}
- Bengali Word মায়না ১ English definition ⇒ ময়না৩
- Bengali Word মায়না ২ English definition ⇒ মাহিয়ানা
- Bengali Word মায়া English definition [মায়া] (বিশেষ্য) ১ ইন্দ্রজাল; কুহক; জাদু (মায়ার মায়া কে বুজে জগতে-মাইকেল মধুসূদন দত্ত)। ২ কাপট্য; ছলনা; ছদ্মবেশ। ৩ অবিদ্যা; অজ্ঞাত; সত্ত্বরজস্তমোযুক্তা প্রকৃতি। ৪ মমতা; স্নেহ; স্নেহের আকর্ষণ (তার মায়া ত্যাগ করা মুশকিল)। ৫ ভ্রান্তি; মোহ (মায়াময় সংসার)। মায় কাটানো (ক্রিয়া) মোহ বা স্নেহের বন্ধন ত্যাগ করা (পৃথিবীর মায়া কাটানো কষ্টকর)। মায়াকানন (বিশেষ্য) জাদুবলে রচিত উপবন। মায়াকান্না (বিশেষ্য) কান্নার ভান; কান্নার ছল; কপট কান্না। মায়াঘোর (বিশেষ্য) মোহের প্রভাব (মায়াঘোরে পড়ে আছি এ সংসারে)। মায়াডোর, মায়াপাশ, মায়ারজ্জু (বিশেষ্য) স্নেহের বন্ধন। মায়াদণ্ড (বিশেষ্য) জাদুদণ্ড। মায়া পড়া (বিশেষ্য) মমতা (অনেকদিন যেখানে বাস যাদের সঙ্গে ঘরকন্না, মায়া পড়ে তাদের উপর-অবনীন্দ্রনাথ ঠাকুর)। মায়াবদ্ধ (বিশেষণ) মোহঘোরে সংসারে বাঁধা; স্নেহমমতার ডোরে সংসারে আসক্ত। মায়াবাদ (বিশেষ্য) (দর্শন.) জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য-এই মতবাদ। {(তৎসম বা সংস্কৃত) ময়+অ(ণ)+আ(টাপ্)}
- Bengali Word মায়াবাদী English definition (-দিন্) [মায়াবাদি] (বিশেষণ) মায়াবাদ মানে বা বিশ্বাস করে এমন (লালচাঁদও এই মায়াবাদী দর্শনের প্রভাব এড়াতে পারচে না-আনিসুজ্জামান)। মায়াবাদীবিদ্যা (বিশেষ্য) জাদুবিদ্যা্ মায়াবী(-বিন্) (বিশেষ্য) (বিশেষণ) ঐন্দ্রজারিক; জাদুকর (মায়াবী আর শিল্পী এ দুয়ের মধ্যে পরিষ্কার ভেদ অনেকদিন করেনি মানুষ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □(বিশেষণ) ১ প্রতারক; ঠক; শঠ; ভানকারী; কপটচারী। ২ মায়াযুক্ত। মায়াবাদীবিনী (স্ত্রীলিঙ্গ)। মায়াবাদীময় (বিশেষণ) ১ ছলনাপূর্ণ; কপটতাপূর্ণ। ২ মায়া দ্বারা আচ্ছন্ন। মায়াবাদীময়ী (স্ত্রীলিঙ্গ)। মায়াবাদী মরীচিকা (বিশেষ্য) অলীক মোহ (মায়ামরীচিকার মতো অত্যন্ত অস্পষ্ট প্রতিভাত হইল-রবীন্দ্রনাথ ঠাকুর)। মায়াবাদীমুক্ত (বিশেষণ) মোহ দূর হয়েছে এমন; মোহ থেকে মুক্ত। মায়াবাদীরথ (বিশেষণ) অলীক রথ; জাদুর শক্তিতে সৃষ্ট যান। মায়াবাদীরাজ্য (বিশেষ্য) মায়াসৃষ্ট রাজ্য; অলীক বা স্বপ্নরাজ্য। মায়িক, মায়ী (য়িন্) (বিশেষণ) ১ ঐন্দ্রজালিক; জাদুকর। ২ মায়াময়; মায়ার দ্বারা আচ্ছন্ন। {(তৎসম বা সংস্কৃত) মায়াবাদ+ইন্(ইনি)}
- Bengali Word মায়ার English definition ⇒ মাজার
- Bengali Word মায়েনমার, মায়ানমার English definition [মায়েন্মার, মায়ান্মার] (বিশেষ্য) বর্মা বা বার্মার বর্তমান নাম; ব্রহ্মদেশ। {বার্মিজ. Myanmar}
- Bengali Word মিঃ, মি. English definition [মিস্টার্] (বিশেষ্য) ১ জনাব; সাহেব; মহাশয় অর্থবোধক। ইংরেজি মিস্টার-এর সংক্ষিপ্ত রূপ। ২ শ্রীযুক্ত; নামের পূর্বে ব্যবহৃত ভদ্রতাসূচক শব্দ বিশেষ (মিঃ আজহার)। মিসেস, মিস্ট্রেস১ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) সাহেবা; মহোদয়া; মহাশয়া। মিস্ট্রেস২ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) শিক্ষয়িত্রী। {(ইংরেজি) Mr.}