ম পৃষ্ঠা ৫৫
- Bengali Word মিইয়ে যাওয়া English definition [মিইয়ে যাওয়া] (ক্রিয়া) অবসাদগ্রস্ত হওয়া; অবসন্ন হওয়া; ম্রিয়মাণ হওয়া (সেই বিজ্ঞান চর্চা অনেক মিইয়ে গেলেও-আকবর আলী)। {(তৎসম বা সংস্কৃত) √মিদ্>}
- Bengali Word মিউ, মিউমিউ English definition [মিউ, মিউমিউ] (অব্যয়) বিড়ালের ডাক। {ধ্বন্যাত্মক}
- Bengali Word মিউজিয়াম English definition [মিউজিয়াম্] (বিশেষ্য) জাদুঘর (ছোট খাটো মিউজিয়াম তো বেশুমার-হাই)। {(ইংরেজি) museum}
- Bengali Word মিউনিসিপাল, ম্যুনিসিপ্যাল English definition [মিউনিসিপাল্, মিউনিসিপ্যাল্] (বিশেষ্য) পৌরনগরের বিধিবদ্ধ কার্যসভা সম্বন্ধীয়। মিউনিসিপাল কর্পোরেশন (বিশেষ্য) বৃহৎ নগরে প্রতিষ্ঠিত মিউনিসিপ্যালিটির বৃহৎ সংস্করণ। (ঢাকা মিউনিসিপাল কর্পোরেশন) {(ইংরেজি) municipal}
- Bengali Word মিউনিসিপ্যালিটি, ম্যুনিসিপ্যালিটি English definition [মিউনিসিপ্যালিটি] (বিশেষ্য) ১ স্বায়ত্তশাসনসম্পন্ন নগর বা গ্রাম সমষ্টি। ২ পৌর সঙ্ঘ; নগর বা শহর তত্ত্বাবধানের জন্য বা রক্ষণাবেক্ষণের জন্য নাগরিকগণের প্রতিনিধিবর্গ নিয়ে সংগঠিত সঙ্ঘ (১৮৬৯ সালের ১লা এপ্রিল কুষ্টিয়াতে মিউনিসিপ্যালিটী স্থাপিত হয়-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) municipality}
- Bengali Word মিউমিউ English definition ⇒ মিউ
- Bengali Word মিকাডো English definition [মিকাডো] (বিশেষ্য) জাপান সম্রাটের উপাধি। {জা. মিকাডো (দেবতার প্রতিনিধি)}
- Bengali Word মিক্যা English definition (মধ্যযুগীয় বাংলা) [মিক্যা] (অব্যয়) দিকে; অভিমুখে (একটিবার আমার মিক্যা চাও-পূর্ববঙ্গ গীতিকা)। {মুখে(দিকে অর্থে)>}
- Bengali Word মিগ ১ English definition (মধ্যযুগীয় বাংলা) [মিগ] (বিশেষ্য) ১ মৃগ; হরিণ (স্ত্রীলিঙ্গ) (মিগীক পরভু হুঁকার পাড়িল-রাজিয়া মাহবুবই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) মৃগ>}
- Bengali Word মিগ ২ English definition [মিগ্] (বিশেষ্য) জেট বিমান; বোমা বহন করে শত্রুর উপর আকাশ থেকে নিক্ষেপের উপযুক্ত বিমান। {(ইংরেজি) MIG}
- Bengali Word মিচকে, মিসকে, মিসকি English definition [মিচ্কে, মিস্কে, মিসকি] (বিশেষণ) বাইরে ভালো মানুষ কিন্তু ভিতরে দুষ্ট; শঠ; ধূর্ত (ব্যাটা মিচকে যেন কিছুই জানে না-সৈয়দ শাসসুল হক)। মিচকে শয়তান (বিশেষ্য) ধূর্ততায় শয়তানিতে কিংবা দুষ্টামিতে পাকা। {(তৎসম বা সংস্কৃত) মিশ্র(আলাপপটু)+এ>}
- Bengali Word মিছকিন, মিছকীন English definition [মিছ্কিন্] (বিশেষ্য) দরিদ্র; নিঃস্ব; পার্থিব সম্বলহীন (ফকীর মিছকীনদের এলাকা ভাগ করা ছিল-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {(আরবি) মিসকীন}
- Bengali Word মিছরি, মিসরি, মিশ্রী English definition [মিছ্রি] (বিশেষ্য) স্ফটিকের মতো দানা বাঁধা চিনি (মজা মত্তবান মিছরি খাসা ক্ষীর খণ্ডা-ঘনরাম চক্রবর্তী)। □ (বিশেষণ) মিসর দেশজাত বা মিসর সম্বন্ধীয়। মিছরির ছুরি (বিশেষ্য) (আলঙ্কারিক) মিষ্টি করে বলা নির্মম কথা; মুখে মধু অন্তরে বিষ এমন ব্যক্তি। {(আরবি) মিসরি}
- Bengali Word মিছা, মিছে English definition [মিছা, মিছে] (বিশেষ্য) মিথ্যা কথা (সে কহে বিস্তর মিছা যে কহে বিস্তর-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (বিশেষণ) ১ অমূলক (মিছা ভাবনা)। ২ নিষ্ফল; বৃথা (মিছা কাজ)। □ ক্রিবিণি ১ অনর্থক; বিনা কারণে; অকারণে (মিছা দিন গেল)। মিছামিছি (ক্রিয়াবিশেষণ) ১ বিনা কারণে; মিথ্যা করে। ২ অনর্থক; অকারণে। ৩ বৃথা; বিনা লাভে। মিছে কান্না (বিশেষ্য) অকারণে ক্রন্দন; নিষ্ফল ক্রন্দ। {(তৎসম বা সংস্কৃত) মিথ্যা> (প্রাকৃত) মিচ্ছা>(বাংলা) মিছা}
- Bengali Word মিছিল, মিসিল English definition [মিছিল্] (বিশেষ্য) ১ শোভাযাত্রা (একুশের মিছিল, মহরমের মিছিল); পঙ্ক্তি; সারি। ২ মকদ্দমা ও তৎসম্বন্ধীয় নথিপত্র। ৩ সিজিল (সিজিল-মিসিল হয়ে থেকো); বিন্যাস; সাজানো (তোমার কাজে সিজিল মিছিল নাই)। ৪ সমান; সমকক্ষ ব্যক্তি (আল্লাহ্ বেমিছিল, তাঁর সমান কেউ নাই)। {(আরবি) মিছল}
- Bengali Word মিজরাব, মেজরাপ English definition [মিজ্রাব্, মেজ্রাপ্] (বিশেষ্য) সেতার বাদন কালে দক্ষিণ তর্জনীর মাথায় যে তারের বেষ্টনী লাগানো হয় (কেহ সেতারার মেজরাপ হাতে দেয়-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(আরবি) মিদরাব}
- Bengali Word মিজান, মিযান English definition [মিজান্] (বিশেষ্য) ১ দাঁড়ি-পাল্লা; তুলাদণ্ড; ওজন করার যন্ত্রবিশেষ। ২ ইসলামি শাস্ত্রমতে পরকালে মানুষের ভালোমন্দ বিচারের জন্য বিশেষ তুলাদণ্ড। {(আরবি) মিজান}
- Bengali Word মিঞা, মিঞাসাহেব English definition ⇒ মিয়া
- Bengali Word মিট English definition [মিট্] (বিশেষ্য) ১ বিবাদের নিষ্পত্তি। ২ মীমাংসা। ৩ মিল; সামঞ্জস্য। মিটমাট (বিশেষ্য) আপোস-নিষ্পত্তি; মীমাংসা; রক্ষা। {(তৎসম বা সংস্কৃত) মিত্র>; (তৎসম বা সংস্কৃত) মিল>}
- Bengali Word মিটমাট English definition [মিট্মিট্] (অব্যয়) স্তিমিত বা ক্ষীণ আলোক বিচ্ছুরণের ভাবসূচক। □ (বিশেষ্য) (অব্যয়) আধবোজা চাহনির ভাবব্যঞ্জক (বাচ্চাটা মিটমিট করে তাকাচ্ছে)। মিটমিটে (বিশেষণ) ১ মিটমিট করে এমন; মৃদ; ক্ষীণ; স্তিমিত। ২ প্রচ্ছন্ন; অপ্রকাশিত (এই সমস্ত ভালোমানুষ ছেলেরাই মিটমিটে শয়তান-রবীন্দ্রনাথ ঠাকুর)। মিটমিটে ডাইনি বা শয়তান (বিশেষ্য) নিরীহ ভালো মানুষের ভানকারী ডাইনি বা শয়তান। মিটিমিটি (ক্রিয়াবিশেষণ) মিটমিট করে (আকাশের ঐ মিটিমিটি তারা সাথে-মোক)। □ (বিশেষণ) মৃদু; মৃদুমৃদু (মিটিমিটি হাসি)। {(তৎসম বা সংস্কৃত) মিল্>মিট; দ্বিরুক্তি}