ম পৃষ্ঠা ১০
- Bengali Word মণ্ডা ২ English definition [মন্ডা] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) মণ্ডিত বা সজ্জিত করা; ভূষিত বা অলঙ্কৃত করা। {(তৎসম বা সংস্কৃত) √মণ্ড্+ (বাংলা) আ}
- Bengali Word মণ্ডি English definition ⇒ মণ্ডা১
- Bengali Word মণ্ডূক English definition [মোন্ডুক্] (বিশেষ্য) ব্যাঙ; ব্যাং; ভেক (ক্ষুধিত ভুজঙ্গে ধায় ধরিতে মণ্ডূক-ঘনরাম চক্রবর্তী)। মণ্ডূকী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √মণ্ড্+ঊক}
- Bengali Word মণ্ডূর English definition [মোন্ডুর্] (বিশেষ্য) লোহার খাদ; লোহার মরিচা। {(তৎসম বা সংস্কৃত) √মণ্ড্+ঊর}
- Bengali Word মত ১ English definition [মত্] (বিশেষ্য) ১ অভিমত; মানসিকভাব; ধারণা; বোধ; প্রতীতি (এ সম্বন্ধে তার মত জানা দরকার)। ২ সম্মতি; সমর্থন; অনুমতি; অনুমোদন (একাজে আমার মত আছে)। ৩ সিদ্ধান্ত; নির্ধারণ; মীমাংসা; বিশ্বাস (ধর্মমত, দার্শনিক মত)। ৪ ধারা; প্রণালি; পদ্ধতি; রীতি (হোমিওপ্যাথি মতে চিকিৎসা)। ৫ বিধি; বিধান; নিয়ম (মুসলমানি মতে বিবাহ)। মত দেওয়া (ক্রিয়া) সম্মত হওয়া; অনুমোদন করা; সম্মতি দেওয়া। মতদ্বৈধ (বিশেষ্য) মতের অমিল; মতানৈক্য; দ্বিমত (এ বিষয়েও মতদ্বৈধ ছিল-আনিসুজ্জামান)। মতবাদ (বিশেষ্য) যুক্তি, প্রমাণ ইত্যাদি দিয়ে গৃহীত দার্শনিক বৈজ্ঞানিক বা নীতিবিষয়ক ধারণা বা সিদ্ধান্ত; theory। মতবিরোধ, মতভেদ (বিশেষ্য) মতানৈক্য অমিল; মতান্তর। মত নেওয়া (ক্রিয়া) ১ অনুমতি বা সম্মতি গ্রহণ করা। ২ পরামর্শ গ্রহণ করা। মতান্তর (বিশেষ্য) ভিন্নমত; মতের অমিল; স্বতন্ত্র অভিমত। মতাবলম্বন (ক্রিয়া) মত গ্রহণ; মতানুবর্তী; মতগ্রহণকারী; মতানুসরণ-কারী মতাবলম্বিনী বিন (স্ত্রীলিঙ্গ)। মতামত (বিশেষ্য) মত এবং অমত; সম্মতি ও অসম্মতি। {(তৎসম বা সংস্কৃত) √মন্+ত(ক্ত)}
- Bengali Word মতদাশ্রয় English definition [মহোদাস্স্রয়] (বিশেষ্য) মহতের আশ্রয়। {(তৎসম বা সংস্কৃত) মহদ্+আশ্রয়}
- Bengali Word মতলব, মৎলব English definition [মত্লব্] (বিশেষ্য) ১ ইচ্ছা; অভিসন্ধি; উদ্দেশ্য (দেলের মতলব কহ-সৈয়দ হামজা; মৎলব ছাড়া দুনিয়ার কে কি করিয়া থাকে-ইসমাইল হোসেন শিরাজী)। ২ ফন্দি; কূট কৌশল (মতলব আঁটা, গোপন মৎলব-রবীন্দ্রনাথ ঠাকুর)। মতলববাজ, মতলবি (বিশেষণ) ফন্দিবাজ; কৌশলী; স্বার্থপর (তাঁহার মতলববাজ সহচরবৃন্দ-মাওলানা মুস্তাফিজুর রহমান)। মতলব হাসিল করা, হাসিল হওয়া (ক্রিয়া) গূঢ় উদ্দেশ্য সফল করা; স্বার্থসিদ্ধ হওয়া। {(আরবি) মতলব}
- Bengali Word মতান্তর, মতাবলম্বন, মতাবলম্বী, মতামত English definition ⇒ মত১
- Bengali Word মতি ১ English definition [মোতি] (বিশেষ্য) ১ বুদ্ধি (কুমতি)। ২ স্মৃতি; স্মরণশক্তি (মতিভ্রম)। ৩ প্রবৃত্তি; ইচ্ছা; অভিপ্রায় (ধর্মে মতি)। ৪ মন (হরষিত মতি-কাশীরাম দাস)। মতিগতি (বিশেষ্য) মনের গতি; মনোভাব; অভিপ্রায় ও চেষ্টা। মতিচ্ছন্ন (বিশেষণ) কুবুদ্ধিসম্পন্ন; দুর্মতি। □ (বিশেষ্য) বুদ্ধি নাশ; বুদ্ধিভ্রংশ। মতিভ্রংশ, মতিভ্রম, মতিহীনতা (বিশেষ্য) স্মৃতিনষ্ট; বুদ্ধিনাশ। মতিভ্রষ্ট, মতিহীন (বিশেষণ) স্মৃতি বা বুদ্ধি নষ্ট হয়েছে যার। মতিমান (বিশেষণ) ১ বুদ্ধিমান; সুধী। ২ অনুরক্ত; একাগ্রচিত্ত (তোহে মতিমান সুমতি মধুসূদন-বিদ্যাপতি)। মতিমতী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। মতিস্থৈর্য (বিশেষ্য) ১ স্থিরতা। ২ সংকল্পের দৃঢ়তা। {(তৎসম বা সংস্কৃত) √মন্+তি(ক্তিন্)}
- Bengali Word মতি ২ (অপপ্রয়োগ) মোতি English definition [মোতি] (বিশেষ্য) মোতি; মুক্তা (শিশির তাহারে মতির মালায় সাজায় সারাটি রাতি-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) মৌক্তিক>}
- Bengali Word মতিচুর, মতিচূর, মোতিচুর English definition [মোতিচুর্] (বিশেষ্য) মোতির ন্যায় দানাবিশিষ্ট ঘৃতপক্ব মিঠাইবিশেষ; মিহিদানা। {(তৎসম বা সংস্কৃত) মতি+স, চূর্ণ>}
- Bengali Word মতিহারি English definition [মোতিহারি] (বিশেষ্য) ভারতস্থ বিহারের অন্তর্গত অঞ্চল। □ (বিশেষণ) মতিহারিতে জাত; মতিহারি তামাক। {মতিহার+ই}
- Bengali Word মতুয়া English definition [মোতুয়া] (বিশেষণ) মত্ত; মতোয়ারা। □ (বিশেষ্য) উনিশ শতকের মাঝামাঝি হরিচাঁদ ঠাকুর (১২১৮-১৮৭৮) কর্তৃক প্রতিষ্ঠিত ধর্মসম্প্রদায়। {(তৎসম বা সংস্কৃত) মত্ত>}
- Bengali Word মতো, মত ২, মতন English definition [মতো, মত, মতোন্] (বিশেষণ) ১ তুল্য; সদৃশ (বাঘের মত ভয়ঙ্কর, ফুলের মত সুন্দরী, দিগন্তের মতন উদার সে এখন-রশিদ খাঁন)। ২ অনুযায়ী; অনুরূপ; ন্যায়; অনুসারী (মনের মতো জিনিস, কথা মতো কাজ)। ৩ যোগ্য; উচিত (ভদ্রলোকের মতো ব্যবহার)। □ (বিশেষ্য) প্রকার (নানামতে)। □ (অব্যয়) জন্য; নিমিত্ত। {(তৎসম বা সংস্কৃত) মস্ত>}
- Bengali Word মত্ত English definition [মত্তো] (বিশেষণ) ১ নেশাগ্রস্ত; মাতাল। ২ উন্মত্ত; পাগল; খেপা (মত্তহস্তী)। ৩ প্রমত্ত; গর্বিত; উল্লসিত; আত্মাহারা; বিহ্বল (যৌবনমদমত্ত, ভোগমত্ত, ধনমত্ত)। ৪ অত্যন্ত আসক্ত; অনুরক্ত; বা নিবিষ্ট (‘অনেকের মত কবিতা রচনায় মত্ত হইয়া ক্লাসের পড়াশুনা বিসর্জন দেই নাই’)। মত্তা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)(যামিনী জ্যোৎস্নামত্তা-রবীন্দ্রনাথ ঠাকুর)। মত্ততা বি। {(তৎসম বা সংস্কৃত) √মদ্+ত(ক্ত)}
- Bengali Word মথন English definition [মথোন্] (বিশেষ্য) ১ মন্থন; ঘোটন; বিলোড়ন। ২ দলন; পীড়ন; ধ্বংসকরণ। □ (বিশেষণ) বিনাশকারী; দলনকারী; পীড়নকারী। মথিত (বিশেষণ) বিলোড়িত; আন্দোলিত; মথন করা হয়েছে এমন। □ (বিশেষ্য) নির্জল দধি। মথ্যমান (বিশেষণ) মন্থন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √মথ্+অন(ল্যুট্)}
- Bengali Word মথা English definition [মথা] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) মথন বা মন্থন করা। {(তৎসম বা সংস্কৃত) √মথ্+ (বাংলা) আ}
- Bengali Word মথিত, মথ্যমান English definition ⇒ মথন
- Bengali Word মথুরা English definition [মোথুরা] (বিশেষ্য) ভারতের একটি নগরী-এখানে কৃষ্ণের হাতে রাজা কংসের মৃত্যু হয়। {(তৎসম বা সংস্কৃত) মথুরা}
- Bengali Word মদ English definition [মদ্] (বিশেষ্য) ১ দম্ভ; গর্ব; অহঙ্কার (শক্তি-মাইকেল মধুসূদন দত্তমত্ত)। ২ প্রমত্ততা। ৩ বিহ্বল ভাব। ৪ কস্তূরী (মৃগমদ)। ৫ মদ্য; সুরা। ৬ প্রমত্তকর রস (মহুয়ার মদ)। ৭ হাতির গণ্ডদেশ থেকে ক্ষরিত স্রাব। মদকল (বিশেষণ) মত্ততার জন্য মধুর অস্ফুট শব্দ করে এমন (মদকলকরী যথা পশি নলবনে-মাইকেল মধুসূদন দত্ত)। □ (বিশেষ্য) মত্তহস্তী। মদখোর (বিশেষণ) মদ্যপ; মদপায়ী; সুরাপায়ী; মাতাল। মদগর্ব (বিশেষ্য) মত্ততাহেতু অহঙ্কার; দাম্ভিকতা। মদমত্ত, মদোন্মত্ত (বিশেষণ) ১ সুরাপানের ফলে মাতাল। ২ অহঙ্কারে উন্মত্ত। ৩ প্রমত্ত (উড়িয়ে দেবে মদোন্মত্ত হাওয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। মদমত্তা, মদোন্মত্তা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। মদমত্তহস্তী (বিশেষ্য) যে হাতির গণ্ডস্থল থেকে মদস্রাব নিঃসৃত হচ্ছে। মদরত (বিশেষণ) মদমত্ত (পীর শরাবের পথ মদরত যবে আন পথে যাবে শিস্য কি-কাজী নজরুল ইসলাম)। মদশালা (বিশেষ্য) শরাবখানা (ঐ হাফিজের মতো আমাদেরও পথ প্রেম-শিরাজীরই মদশালা-কাজী নজরুল ইসলাম)। মদাত্যয় (বিশেষ্য) মদ্যপান জাত ব্যাধি। মদান্ধ (বিশেষণ) অহঙ্কারে অন্ধ। মদালস (বিশেষণ) মদ্যপানের ফলে বিহ্বল; আবেশে বিবশ (ঝেড়ে মুছে ফেলে সে মন থেকে এ মদালস-আবু জাফর শামসুদ্দীন)। মদালসা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √মদ্+অ(অপ্)}