ম পৃষ্ঠা ৭৪
- Bengali Word মেজবান, মেজমান English definition [মেজ্বান্, মেজ্মান্] (বিশেষ্য) আপ্যায়ক; অতিথি সৎকারকারী; host। মেজবানি (বিশেষ্য) আতিথেয়তা; মেহমানদারি; অতিথির জন্য ভোজের ব্যবস্থা। {(ফারসি) মেজবান}
- Bengali Word মেজমেজ, ম্যাজম্যাজ English definition [ম্যাজ্ম্যাজ্] (অব্যয়) আলস্য বা অসুস্থতার ভাব; জড়তার ভাব। মেজমেজে, ম্যাজমেজে (বিশেষণ) জড়তাযুক্ত। {অজ্ঞাতমূল}
- Bengali Word মেজাজ English definition [মেজাজ্] (বিশেষ্য) ১ মানসিক অবস্থা বা পরিস্থিতি; মনের হাল। ২ প্রকৃতি; স্বভাব। ৩ ক্রোধ; রোষ; কোপ; উগ্রতা। মেজাজি (বিশেষণ) ১ মেজাজবিশিষ্ট; রুক্ষ প্রকৃতিযুক্ত। ২ দাম্ভিক; গুর্বত। {(আরবি) মিজাজ}
- Bengali Word মেঝে English definition [মেঝে] (বিশেষ্য) গৃহতল; floor। {(তৎসম বা সংস্কৃত) মধ্য>}
- Bengali Word মেঝো, মেজো English definition [মেঝো, মেজো] (বিশেষণ) ১ মধ্যমস্থানীয়। ২ মধ্যে অবস্থিত। ৩ দ্বিতীয় বা দ্বিতীয়টি। {(তৎসম বা সংস্কৃত) মধ্যম>}
- Bengali Word মেট English definition [মেট্] (বিশেষ্য) ১ সর্দার; পান্ডা; দলপতি। ২ খালাসিদের সর্দার বা দলপতি। ৩ কয়েদিদের সর্দার। {(ইংরেজি) mate}
- Bengali Word মেটা, মিটা English definition [মেটা] (ক্রিয়া) ১ সম্পন্ন বা সমাপ্ত হওয়া; চুকিয়ে যাওয়া (কাজ মিটেছে)। ২ দূর হওয়া; বিদূরিত হওয়া (অভাব মেটা)। ৩ মিটমাট হওয়া (সাধ মেটা) । ৫ সফল হওয়া (আশা মিটেছে)। মেটানো, মিটানো (ক্রিয়া) নিষ্পন্ন হওয়া; চুকানো (কাজটা মেটানো গেল না)। ২ মীমাংসা করা। ৩ দূর করা। ৪ তৃপ্ত করা। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। {□ মিট্/মেট্}
- Bengali Word মেটুলি, মেটুলী, মেটে ১ English definition [মেটুলি, মেটুলি, মেটে] (বিশেষ্য) গরু মেঘ ছাগলাদি জন্তুর যকৃৎ। {মাটিয়া>}
- Bengali Word মেটে ২ English definition [মেটে] (বিশেষণ) ১ মাটি দিয়ে তৈরি। ২ মাটির লেপযুক্ত (রাজবাড়ী তো নয় ইটের পাঁজরের উপরে ছোট বড় গামলা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ মাটির মতো (মেটে রং)। মেটে সাপ (বিশেষ্য) মেটে রঙের বিষহীন সাপ। {মাটিয়া>}
- Bengali Word মেঠাই English definition ⇒ মিঠাই
- Bengali Word মেঠে English definition [মেঠে] (বিশেষ্য) ১ ধাতুর তৈরি বালা; কড়া। {অজ্ঞাতমূল}
- Bengali Word মেঠো English definition [মেঠো] (বিশেষণ) ১ মাঠের; মাঠ সম্পর্কিত (মেঠো পথ দিয়ে গৃহস্থজন আসিছে গ্রামের হাটে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মাঠের উপযুক্ত; মাঠের যোগ্য (মেঠো কথা বা বক্তৃতা)। {মাঠ+উয়া}
- Bengali Word মেডেল, মেডাল English definition [মেডেল্, মেডাল্] (বিশেষ্য) প্রশংসা; সম্মান; উৎকর্ষ ব বিজয়ের চিহ্নস্বরূপে ধাতব পদকবিশেষ (এখন চলেছে ওর মেডেলগুলো বেচে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। মেডেলধারী (বিশেষণ) মেডেল বা পদকপ্রাপ্ত। {(ইংরেজি) medal}
- Bengali Word মেঢ্র English definition [মেঢ্রো] (বিশেষ্য) ১ পুরুষের লিঙ্গ; শিশ্ন। ২ ভেড়া; মেষ। {(তৎসম বা সংস্কৃত) মিহ্+ত্র(ষ্ট্রন্)}
- Bengali Word মেথর English definition [মেথোর্/ ম্যাথোর্] (বিশেষ্য) বেতন বা অর্থের বিনিময়ে ময়লা সাফ করে যে, ঝাড়ুদার। মেথরানী (স্ত্রীলিঙ্গ)। মেথরগিরি (বিশেষ্য) মেথরের বৃত্তি বা কজ। {(ফারসি) মিহ্তর}
- Bengali Word মেথি ১ English definition [মেথি] (বিশেষ্য) ১ মসলা হিসেবে ব্যবহৃত একপ্রকার বীজ। ২ গন্ধবীজ (কেহ লয় সিথির সিঁদুর কারো লাগে দাঁতের মাজন মেথি-বআ)। {(তৎসম বা সংস্কৃত) □ মেথ্+ই(ইন্)}
- Bengali Word মেথি ২ English definition ⇒ মাথি
- Bengali Word মেদ English definition [মেদ্] (বিশেষ্য) চর্বি (আমোদ অগরু মেদ মৃগমদে বেশ-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) □ মিদ্+অ(অচ্)}
- Bengali Word মেদা, ম্যাদা English definition [ম্যাদা] (বিশেষণ) মাদির তুল্য; তেজোহীন; বলবীর্যশূন্য; নির্জীব; অকর্মা। মেদামারা (বিশেষণ) পৌরুষশূন্য; নির্জীব। {(ফারসি) মাদাহ্}
- Bengali Word মেদি English definition ⇒ মেহেদি