ম পৃষ্ঠা ৭৩
- Bengali Word মৃণাল English definition [মৃণাল্] (বিশেষ্য) ১ পদ্মের নাল বা ডাঁটা। ২ পদ্মের সাদা রঙের ভোজনযোগ্য কন্দ। {(তৎসম বা সংস্কৃত) □ মৃণ্+আল(কালন্)}
- Bengali Word মৃণালিনী English definition [মৃনালিনি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) পদ্মিনী; পদ্মের ঝাড়; পদ্ম। {(তৎসম বা সংস্কৃত) মৃণাল+ইন্(ইনি)+ঈ(ঙীপ্)}
- Bengali Word মৃণ্ময়, মৃণ্ময়, মৃন্ময়ী English definition (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) □ মৃদ্+ময়(ময়ট্)}
- Bengali Word মৃত English definition [মৃতো] (বিশেষণ) প্রাণহীন; নিষ্প্রাণ; মারা গিয়েছে এমন। মৃতক (বিশেষ্য) ১ হিন্দুসমাজে আত্মীয় স্বজনের মৃত্যুর পর যে অশৌচ পালন করা হয়। ২ শব; মৃতদেহ। মৃতকম্প, মৃতপ্রায় (বিশেষ্য) (বিশেষণ) মরমর অবস্থা; যেকোনো সময়ে মৃত্যু হতে পারে এমন; মুমূর্ষু; মরণাপন্ন। মৃতদার (বিশেষ্য), (বিশেষণ) যার স্ত্রী মারা গিয়েছে; বিপত্নীক। মৃতপুত্রা (বিশেষ্য), (বিশেষণ) যার সন্তান বাঁচে না; মৃতবৎসা। মৃতবৎসা (বিশেষ্য), (বিশেষণ) যে নারীর সন্তান জীবিত থাকে না। মৃতাশৌচ (বিশেষ্য) মৃত্যুর পর যে অশৌচ পালন করা হয়। মৃতসঞ্জীবনী (বিশেষ্য) যা মৃতকে পুনরায় জীবন দান করে। {(তৎসম বা সংস্কৃত) □ মৃ+ত(ক্ত)}
- Bengali Word মৃত্তিকা English definition [মৃত্তিকা] (বিশেষ্য) মাটি। ২ ভূমি; ভূতল। {(তৎসম বা সংস্কৃত) □ মৃদ্+তিক(তিকন্)+আ(টাপ্)}
- Bengali Word মৃত্যু English definition [মৃত্তু] (বিশেষ্য) ১ মরণ; প্রাণত্যাগ। ২ হিন্দু পুরাণ মতে মরণের আদি দেবতা যম। ৩ ধ্বংস। মৃত্যুঞ্জয় (বিশেষণ) মরণকে জয় করেছে এমন; মৃত্যুঞ্জয়ী। □ (বিশেষ্য) হিন্দু দেবতা শিব। {(তৎসম বা সংস্কৃত) □ মৃ+ত্যু(ত্যুক্)}
- Bengali Word মৃদঙ্গ English definition [মৃদঙ্গো] (বিশেষ্য) দুই দিকে চামড়ায় ছাওয়া সাধারণত মৃত্তিকা নির্মিত এক প্রকার বাদ্যযন্ত্র; মুরজ; খোল; পাখোয়াজ। মৃদঙ্গী (বিশেষণ) মৃদঙ্গ-বাদক। {(তৎসম বা সংস্কৃত) মৃদ্+অঙ্গ(অঙ্গচ্)}
- Bengali Word মৃদু English definition [মৃদু] (বিশেষণ) ১ নরম; সুকুমার; কোমল। ২ আলতো। ৩ হালকা। ৪ মন্থর; অদ্রুত। ৫ ক্ষীণ; অনুজ্জ্বল; নিষ্প্রভ। ৬ অনুচ্চ; চুপিচুপি; চাপা। ৭ শান্ত; ঠান্ডা; উত্তেজনাশূন্য। ৮ তীক্ষ্ণতাশূন্য; ভোঁতা। ৯ অপ্রখর। ১০ সিক্ত; আর্দ্র। মৃদুতা বি। মৃদুহণ (বিশেষ্য) (জ্যোতির্বিজ্ঞান) চিত্রা অনুরাধা মৃগশিরা ও রেবতী নক্ষত্র চতুষ্টয়। মৃদুগমনা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ধরে চলে এমন; মন্থর গতিবিশিষ্টা। □ (বিশেষ্য) ১ মৃদুগামিনী স্ত্রীলোক। ২ হংসী। মৃদুপানি (বিশেষণ) প্রায় লবণ ক্ষার বর্জিত পানি। মৃদুতা (বিশেষ্য) ১ ধীরতা। ২ কোমলতা। মৃদুমধুর, মৃদুমন্দ (বিশেষণ) ১ লঘু ও ধীর। ২ কোমল; মন্থর। □ (ক্রিয়াবিশেষণ) ধীরে ধীরে; মন্থর গমনে। মৃদুল (বিশেষণ) ১ কোমল; সুকুমার। ২ ধীর। ৩ স্নিগ্ধ। {(তৎসম বা সংস্কৃত) □ মৃদ্+উ(কু)}
- Bengali Word মৃন্ময় English definition ⇒ মৃণ্ময়
- Bengali Word মৃৎ English definition [মৃত্] (বিশেষ্য) মাটি; মৃত্তিকা। মৃৎপাত্র (বিশেষ্য) মাটির বাসন। মৃৎভান্ড (বিশেষ্য) মাটির ভাঁড়। {(তৎসম বা সংস্কৃত) □ মৃদ্+ক্বিপ্}
- Bengali Word মে English definition [মে] (বিশেষ্য) খ্রিস্টীয় মাসের নাম; খ্রিস্টীয় বৎসরের পঞ্চম মাস। {(ইংরেজি) May}
- Bengali Word মেও, ম্যাও English definition [ম্যাঁও] (অব্যয়) বিড়ালের ডাক। □ (বিশেষ্য) তানপুরার বাদ্যধ্বনি। মেও ধরা (ক্রিয়া) ১ দায়িত্ব গ্রহণ করা। ২ বিপদের ঝুঁকি নেওয়া। {ধ্বন্যাত্মক}
- Bengali Word মেওয়া English definition [ম্যাওয়া] (বিশেষ্য) বেদনা, ডালিম, আঙ্গুর, বাদাম প্রভৃতির ফল। সবুরে মেওয়া ফলে- ধৈর্য ধরে অপেক্ষা করলে পরিণামে শুভ ফল পাওয়া যায়। {(ফারসি) মীৱাহ}
- Bengali Word মেকি, মেকী English definition [মেকি] (বিশেষণ) নকল; জাল; কৃত্রিম; যা খাঁটি নয় (মেকি টাকা)। {(আরবি) মকর}
- Bengali Word মেখলা English definition [মেখলা] (বিশেষ্য) ১ কোমরে পরার গয়না; কটিভূষণ, চন্দ্রাহার, গোট ইত্যাদি গয়না। ২ কটিবন্ধ; তরবারির খাপের জন্য বেল্ট। {(তৎসম বা সংস্কৃত) □ মি+খল+আ(টাপ্)}
- Bengali Word মেঘ English definition [মেঘ্] (বিশেষ্য) ১ আকাশে ভাসমান বাষ্পীভূত পানি; জলধর; জীমূত; বারিদ; নীরদ; পায়োদ; ঘন। ২ সঙ্গীতের রাগবিশেষ; মেঘমল্লার। মেঘ করা, মেঘ ঘনানো, মেঘ জমা (ক্রিয়া) আকাশে মেঘ জমা বা পূঞ্জীভূত হওয়া। মেঘগর্জন (বিশেষ্য) মেঘের ডাক; বজ্রনাদ। মেঘজাল (বিশেষ্য) মেঘসমূহ; জমানো মেঘ। মেঘ ডম্বর (বিশেষ্য) ১ মেঘের সমারোহ; ঘনঘটা। ২ শাড়ির প্রকারভেদ। মেঘডম্বর শাড়ি, মেঘডুম্বুর শাড়ি (বিশেষ্য) মেঘবর্ণ বা নীলাম্বরী শাড়ি। মেঘনাদ (বিশেষ্য) ১ মেঘগর্জন বা উচ্চ ডাক। ২ রামায়ণোক্ত রাবণপুত্র ইন্দ্রজিৎ। মেঘনির্ঘোষ (বিশেষ্য) মেঘের ডাক; বজ্রনাদ। মেঘবাহন (বিশেষ্য) হিন্দুদেবতা ইন্দ্র। মেঘমন্দ্র (বিশেষ্য) মেঘের গম্ভীর নিনাদ। মেঘমল্লার (বিশেষ্য) সঙ্গীতের একটি রাগ। মেঘমেদুর (বিশেষণ) মেঘে আবৃত হওয়ার ফলে স্নিগ্ধ। মেঘলা (বিশেষণ) মেঘাচ্ছান্ন; মেঘাবৃত। মেঘাড়ম্বর (বিশেষ্য) ১ মেঘের ঘনঘটা; প্রচুর মেঘের উপস্থিতি। ২ মেঘগর্জন। মেঘাত্যয় (বিশেষ্য) ১ মেঘের অভাব বা সমাপ্তি; মেঘশূন্যতা। ২ শরৎকাল। মেঘাবৃত, মেঘাচ্ছন্ন (বিশেষণ) মেঘে ঢাকা। জলোমেঘ (বিশেষণ) বৃষ্টিকারী মেঘ। ঝড়োমেঘ (বিশেষ্য) যে মেঘ থেকে ঝড় বৃষ্টি হয়। রাঙামেঘ, সিঁদুরমেঘ (বিশেষণ) রক্তবর্ণ মেঘ; লাল রঙের মেঘ। {(তৎসম বা সংস্কৃত) □ মিহ্+অ(অচ্)}
- Bengali Word মেচতা, মেছতা English definition [মেচ্তা, মেছ্তা] (বিশেষ্য) মুখমন্ডলে উৎপন্ন কালো দাগবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) মেচক>}
- Bengali Word মেছুয়া, মেছো English definition [মেছুয়া, মেছো] (বিশেষ্য) ১ মৎসবিক্রেতা। ২ ধীরব; জেলে। □ (বিশেষণ) ১ মৎস্য বিষয়ক। ২ মৎস্য খাদক; মাছখেকো (মেছো কুমির)। মেছনী (স্ত্রীলিঙ্গ)। মেছোহাটা (বিশেষ্য) মাছ বিক্রয়ের স্থান; মাছের বাজার বা হাট। {মাছ+উয়া>}
- Bengali Word মেজ ১ English definition [মেজো] (বিশেষণ) মধ্যম; দ্বিতীয়; মেঝো; মধ্যের। {(তৎসম বা সংস্কৃত) মধ্যম>}
- Bengali Word মেজ ২ English definition [মেজ্] (বিশেষ্য) টেবিল (আমরা যদিও পাতিয়াছি মেজে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) মেজ}