ম পৃষ্ঠা ৭২
- Bengali Word মু’জিযা English definition ⇒ মোজেজা
- Bengali Word মূক English definition [মুক্] (বিশেষণ) বাকশক্তি রহিত; বোবা; কথা বলতে পারেনা এমন। মূকী (স্ত্রীলিঙ্গ)। মূকতা (বিশেষ্য) বাকশক্তিহীনতা। {(তৎসম বা সংস্কৃত) □ মূ+ক(কক্)}
- Bengali Word মূত্র English definition [মুত্ত্রো] (বিশেষ্য) প্রস্রাব; পেচ্ছাব। মূত্রকৃচ্ছতা (বিশেষ্য) মূত্রত্যাগে কষ্ট হয় এমন রোগ। মূত্রনালি (বিশেষ্য) মূত্রাশয় থেকে প্রস্রাব নির্গত হবার পথ। মূত্রাশয় (বিশেষ্য) উদর মধ্যস্থ মূত্রথলি; বস্তি। {(তৎসম বা সংস্কৃত) □ মূত্র+অ(অচ্)}
- Bengali Word মূর্খ English definition [মুর্খো] (বিশেষণ) ১ বোকা; নির্বোধ; আহম্মক। ২ অশিক্ষিত; অজ্ঞ; অভিজ্ঞতাশূন্য। মূর্খা (স্ত্রীলিঙ্গ)। মূর্খতা (বিশেষ্য) মূঢ়তা। নির্বুদ্ধিতা; আহম্মকি। {(তৎসম বা সংস্কৃত) □ মুহ্+খ}
- Bengali Word মূর্ছনা English definition [মুর্ছোনা] (বিশেষ্য) ১ সঙ্গীতের স্বরগ্রামের ওঠানামার পর্যায় বা ক্রম; সুরের সুমধুর কম্পন; সুরের এক ধরনের অলঙ্কার। ২ প্রতিফলন। ৩ ঔষধের এক প্রকার সংস্কার। {(তৎসম বা সংস্কৃত) □ মূর্ছ+অন(ল্যুট)+আ(টাপ্)}
- Bengali Word মূর্ছা, মুরছা English definition [মুর্ছা, মুরোছা] (বিশেষ্য) ১ অচৈতন্য; অজ্ঞান অবস্থা; মোহপ্রাপ্তি। ২ মোহ; জ্ঞানাভাব। মূর্ছাগত (বিশেষণ) মূর্ছিতের মতো নীরব নিঝুম। মূর্ছাতুর (বিশেষণ) মূর্ছিতের ন্যায়। মূর্ছান্বিত (বিশেষণ) মূর্ছিতের মতো নিঃসাড়। মূর্ছাভঙ্গ (বিশেষ্য) মোহ বা অচৈতন্য অবস্থা থেকে পুনরায় চেতনাপ্রাপ্তি। মূর্ছিত (বিশেষণ) ১ মূর্ছাগত; মোহগ্রস্ত; মোহপ্রাপ্তি; লুপ্তচৈতন্য; অচেতন; জ্ঞানহারা। ২ প্রতিফলিত। মূর্ছিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) □ মূর্ছ্+অ+আ(টাপ্)}
- Bengali Word মূর্ত English definition [মুর্তো] (বিশেষণ) ১ সাকার; মূর্তি বা শরীর ধারণ করেছে এমন; মূর্তিমান। ২ স্পষ্ট; প্রত্যক্ষ। {(তৎসম বা সংস্কৃত) □ মূর্ছ্+ত(ক্ত)}
- Bengali Word মূর্তি, মূরতি English definition [মুর্তি, মুরোতি] (বিশেষ্য) ১ দেহ। ২ আকৃতি; রূপ। ৩ প্রতিমা। {(তৎসম বা সংস্কৃত) □ মূর্ছ+তি(ক্তি)=মূর্তি>মূরতি(স্বরাগম)}
- Bengali Word মূর্তিপরিগ্রহ English definition [মুর্তিপোরিগ্গ্রোহো] (বিশেষ্য) মূর্তিধারণ। মূর্তিপরিগ্রহপূজা (বিশেষ্য) সাকার উপাসনা; প্রতিমা পূজা। মূর্তিপরিগ্রহমন্ত, মূর্তিপরিগ্রহমান (বিশেষণ) ১ মূর্তিযুক্ত; দেহধারী; আকৃতিবিশিষ্ট; সাকার। ২ স্পষ্ট; প্রত্যক্ষ। মূর্তিপরিগ্রহমতী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মূর্তি+পরিগ্রহ}
- Bengali Word মূর্ধণ্য English definition [মুর্ধোন্নো] (বিশেষণ) ১ মস্তকজাত। ২ মূর্ধায় উচ্চার্য বর্ণসমূহ ঋ ট ঠ ড ঢ ণ র ষ। ৩ শ্রেষ্ঠ; মোড়ল। {(তৎসম বা সংস্কৃত) মূর্ধন্+য(যৎ)}
- Bengali Word মূর্ধা English definition [মুর্ধা] (বিশেষ্য) মস্তক; মাথা। {(তৎসম বা সংস্কৃত) মুহ্+অন্(কনিন্)}
- Bengali Word মূল English definition [মুল্] (বিশেষ্য) ১ শিকড়; গাছের গোড়ার অংশ (বৃক্ষমূল)। ২ কন্দজাতীয় উদ্ভিদ। ৩ আদি। ৪ আদি হেতু। ৫ উৎপত্তিস্থান; উৎস। ৬ পুঁজি। ৭ ভিত্তি। ৮ যে রাশি নিজে গণিত হয়ে অন্য রাশি উৎপন্ন করে, তা ঐ উৎপন্ন রাশির মূল। □ (বিশেষণ) প্রথম। ২ আসল। মূলক (বিশেষ্য) এক প্রকার কন্দ; মুলা। মূলকারণ (বিশেষ্য) ১ আদিকারণ; আসল কারণ। ২ প্রকৃত হেতু। মূলগত (বিশেষণ) ১ শিকড়- স্বরূপ; আদি কারণ স্বরূপ; ভিত্তি স্বরূপ; ভিত্তিমূল। ২ মৌলিক; মূল সম্বন্ধীয়। ৩ বিচ্ছেদশূন্য; অবিচ্ছেদ্য। মূল গায়েন (বিশেষ্য) ১ যাত্রাদলের প্রধান গায়ক। ২ গায়ক দলের নেতা। মূলচ্ছেদ, মূলচ্ছেদন (বিশেষ্য) ১ গোড়া কেটে ফেলা। ২ সম্পূর্ণ ধ্বংসসাধন। মূলত (ক্রিয়াবিশেষণ) ১ মূলে। ২ বাস্তবিক বা প্রকৃতপক্ষে; বস্তুত। মূলতত্ত্ব (বিশেষ্য) মৌলিক বিষয় বা তত্ত্ব যার উপর অন্যান্য তত্ত্ব বা জ্ঞান- বিজ্ঞান গড়ে ওঠে। মূলধন (বিশেষ্য) ১ ব্যবসাতে নিয়োজিত টাকা বা সম্পদ। ২ পুঁজি। মূলনীতি (বিশেষ্য) ১ মৌলিক নীতি। ২ প্রধান বা প্রকৃত নীতি। মূলভিত্তি (বিশেষ্য) গোড়াপত্তন; প্রধান ভিত। মূল প্রকৃতি (বিশেষ্য) ১ বিশ্বের আদিকরণ। ২ আদ্যাশক্তি। মূলমন্ত্র (বিশেষ্য) ১ প্রধান সংকল্প বা অভিলাষ। ২ প্রধান মন্ত্র। ৩ বীজমন্ত্র। মূলসূত্র (বিশেষ্য) ১ প্রধান হেতু বা উৎস। ২ আদি করণ। মূলাকর্ষণ (বিশেষ্য) গোড়া বা শিকড় ধরে টানা। মূলাধার (বিশেষ্য) ১ প্রধান আধার বা আশ্রয় স্থান। ২ গুহ্যদ্বার ও লিঙ্গের মধ্যবর্তী স্থান। মালী (বিশেষণ) শিকড়যুক্ত; মূলবিশিষ্ট। □ (বিশেষ্য) গাছ। মূলীভূত (বিশেষণ) ১ মূলগত। ২ ভিত্তিস্বরূপে। ৩ প্রধান বা আদি কারণ স্বরূপ। মূলে (ক্রিয়াবিশেষণ) ১ গোড়ায়; প্রথমে। ২ আদৌ; একেবারেই; মোটে। মূলোচ্ছেদ (বিশেষ্য) ১ সমূলে বিনাশ। ২ মূলোৎপাটন। ৩ মূলসহ উচ্ছেদ। মূলোৎপাটন (বিশেষ্য) ১ সমূলে বিনাশ। ২ নির্মূলীকরণ; মূলোচ্ছেদ। {(তৎসম বা সংস্কৃত) □ মূ+ল(ক্ল); □ মূল্+অ(অচ্)}
- Bengali Word মূলক English definition [মুলোক্] (বিশেষণ) বহুব্রীহি সমাসে পরপদ রূপে ‘মূল’ থাকলে তা ‘মূলক’ হয় (শাস্তিমূলক)। {(তৎসম বা সংস্কৃত) □ মূল+ক(কপ্)}
- Bengali Word মূলা English definition [মুলা] (বিশেষ্য) একটি নক্ষত্রের নাম। {(তৎসম বা সংস্কৃত) □ মূল্+অ(অচ্)+আ(টাপ্)}
- Bengali Word মূল্য English definition [মুল্লো] (বিশেষ্য) ১ যা দ্বারা ক্রেতার নিকট পণ্য দ্রব্যের চাহিদা ও মান নিরুপিত হয়; দাম। ২ পারিশ্রমিক; বেতন। ৩ ভাড়া; মাশুল। ৪ মান। মূল্যবান (বিশেষণ) ১ দামি; বহুমূল্য। ২ মহৎকর্মক্ষম; উন্নত কর্মের যোগ্য। মূল্যহীন (বিশেষণ) ১ অকিঞ্চিৎকর; হেয়। ২ দাম দিয়ে নেওয়ার আযোগ্য এমন। মূল্যাবধারণ, মূল্যায়ন (বিশেষ্য) দাম স্থির করা; মূল্য নির্ধারণ করা। {(তৎসম বা সংস্কৃত) মূল+য(যৎ)}
- Bengali Word মূষ, মূষা English definition [মুশ্, মুশা] (বিশেষ্য) ১ স্বর্ণ ইত্যাদি ধাতু দ্রবীভূত করার পাত্র। ২ মুচি। ৩ মূষিক; ইঁদুর। {(তৎসম বা সংস্কৃত) □ মূষ্+অ(অচ্), +আ(টাপ্); (ফারসি) মূশ}
- Bengali Word মূষিক English definition [মুশিক্] (বিশেষ্য) ইঁদুর। মূষিকা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) □ মূষ্+ইক(কিকন্)}
- Bengali Word মূঢ় English definition [মুঢ়ো] (বিশেষণ) ১ বিবেচনাশূন্য; অবিবেচক; জড়; নিষ্ক্রিয়। ২ আহম্মক; মূর্খ; নির্বোধ। ৩ মোহগ্রস্ত; মুগ্ধ; মোহপ্রাপ্ত; মোহাবিষ্ট। মূঢ়া (স্ত্রীলিঙ্গ)। মূঢ়তা (বিশেষ্য) বোকামি; আহম্মকি। {(তৎসম বা সংস্কৃত) □ মুহ্+ত(ক্ত)}
- Bengali Word মৃগ English definition [মৃগো] (বিশেষ্য) ১ হরিণ। ২ পশু। মৃগী (স্ত্রীলিঙ্গ)। মৃগচর্ম (বিশেষ্য) হরিণের চামড়া। মৃগতৃষা, মৃগতৃষ্ণা, মৃগতৃষ্ণিকা (বিশেষ্য) মরীচিকা। মৃগনয়না, মৃগনেত্রা, মৃগলোচনা, মৃগাক্ষী (বিশেষণ) হরিণের চোখের মতো সুন্দর চোখযুক্ত। মৃগনাভি, মৃগমদ (বিশেষ্য) কস্তুরী। মৃগয়া (বিশেষ্য) হরিণ শিকার; বন্য পশুপাখি শিকার (রাজা মৃগয়ায় বেরিয়েছেন)। মৃগরাজ, মৃগেন্দ্র (বিশেষ্য) পশুরাজ সিংহ। মৃগশিরা, মৃগশীর্ষ (বিশেষ্য) একটি নক্ষত্রের নাম। মৃগী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ হরিণী। ২ রোগবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) □ মৃগ+অ(অচ্)}
- Bengali Word মৃগেল, মিরগেল English definition [মৃগেল্, মির্গেল্] (বিশেষ্য) রুইজাতীয় মাছের নাম; মিরগা মাছ; মৃগাল। {(তৎসম বা সংস্কৃত) মৃদ্গ>}