ম পৃষ্ঠা ৭৫
- Bengali Word মেদিনী, মেদনী English definition (মধ্যযুগীয় বাংলা) মেদনি (মধ্যযুগীয় বাংলা) [মেদিনি, মেদনি, মেদনি] (বিশেষ্য) পৃথিবী (মেদনী বিদার দেউ পশিআঁ লুকাও-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) মেদ+ইন্(ইনি)}
- Bengali Word মেদুর English definition [মেদুর্] (বিশেষণ) ১ কোমল; সুস্নিগ্ধ (হাসনুহেনার মদির গন্ধ মেদুর পবনে ভেসে আসে)। ২ মসৃণ; চিক্কণ। ৩ শ্যামল; শ্যামবর্ণ (পূর্ণ মেঘে মেদুর অম্বর-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ ঘোর; ঘন (মেদুর মেঘে)। {(তৎসম বা সংস্কৃত) □ মিদ্+উর(ঘুরচ্)}
- Bengali Word মেধ English definition [মেধ্] (বিশেষ্য) যাগ; যজ্ঞ (অশ্বমেধ; নরমেধ)। {(তৎসম বা সংস্কৃত) □ মেধ্+অ(ঘঞ্)}
- Bengali Word মেধা English definition [মেধা] (বিশেষ্য) ১ ধীশক্তি; বোধশক্তি।২ স্মরণশক্তি; স্মৃতিশক্তি। মেধাবী (- বিন্) (বিশেষণ) ১ ধীমান; বুদ্ধিমান। ২ স্থির বুদ্ধি; অবিচলিত বোধসম্পন্ন। মেধাবিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) □ মেধ্+অ(অঙ্)+আ(টাপ্)}
- Bengali Word মেধ্য English definition [মেদ্ধো] (বিশেষণ) পবিত্র; পূত। {(তৎসম বা সংস্কৃত) মেধ্+য(ণ্যৎ)}
- Bengali Word মেনকা English definition [মেনোকা] (বিশেষ্য) ১ হিমালয়পত্নী ও গৌরীজননী। ২ স্বর্গের একজন অপ্সরা। {(তৎসম বা সংস্কৃত) □ মন্+অক(বুন্)+আ(টাপ্)}
- Bengali Word মেনি, মেনী English definition [মেনি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বিড়াল; বিড়ালি। মেনিমুখো (বিশেষণ) লাজুক; লজ্জাশীল। {মেনা>}
- Bengali Word মেনে English definition [মেনে] (অব্যয়) কথার মাত্রাবিশেষ; তথাপি কিন্তু প্রভৃতি অর্থব্যঞ্জক। {মানে>}
- Bengali Word মেন্দি, মেন্ধী English definition [মেন্দি, মেন্ধি] (বিশেষ্য) মেহেদি গাছ; মেহেদি। {(আরবি) মেহদী, (তুলনীয়) (হিন্দি) মেহ্দী}
- Bengali Word মেম English definition [মেম্] (বিশেষ্য) ১ ইউরোপীয় বা মার্কিন নারী। ২ ইউরোপীয় সজ্জায় ভূষিত নারী। মেমসাহেব (বিশেষ্য) ১ ইউরোপীয় মহিলা; মেম। ২ ইউরোপীয় পোশাকে সজ্জিতা মহিলা। ৩ ইউরোপীয় কেতাদুরন্ত পভুপত্নীর প্রতি দাসদাসীর সম্বোধনবিশেষ। {(ইংরেজি) madam; ma’am}
- Bengali Word মেম্বর English definition ⇒ মেম্বার
- Bengali Word মেম্বার, মেম্বর English definition [মেম্বার্, মেম্বর্] (বিশেষ্য) সভ্য; সদস্য; member। {(ইংরেজি) member}
- Bengali Word মেরজাই English definition [মের্জাই] (বিশেষ্য) ফতুয়া জাতীয় জামা (থান ধুতি পরে মেরজাই পরে এক ভদ্রলোক বসে আছেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) মির্জাই}
- Bengali Word মেরাপ English definition [মেরাপ্] (বিশেষ্য) দরমা, হোগলা প্রভৃতি দিয়ে তৈরি অস্থায়ী মন্ডপবিশেষ (ঘাস চাঁচিয়া প্রকান্ড বাঁশের মেরূপে বাঁধিয়া সামিয়ানা টাঙানো হইয়াছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(আরবি) মিহরাব্}
- Bengali Word মেরামত English definition [মেরামত্] (বিশেষ্য) জীর্ণ বস্তুর সংস্কার সাধন (উকিলেরা পূর্বে সমাচার পাইয়া দিব্য এক অট্টালিকা মেরামত করিয়া রাখিয়াছিলো-রামরাম বসু)। মেরামতি (বিশেষণ) ১ মেরামত সংক্রান্ত। ২ মেরামত হয়েছে এমন। {(ফারসি) মরম্মত}
- Bengali Word মেরু English definition [মেরু] (বিশেষ্য) ১ পৃথিবীর সর্বোত্তর ও সর্বদক্ষিণ প্রান্ত (উত্তর মেরু)। ২ সুমেরু পর্বত। ৩ জলপমালায় গ্রথিত বীজ বিশেষ। ৪ পিঠের দাঁড়া (মেরুদন্ড)। মেরুদন্ড (বিশেষ্য) ১ শিরদাঁড়া; পিঠের দাঁড়া। মেরুদন্ডহীন (বিশেষণ) মেরুদন্ডশূন্য। ২ (ব্যঙ্গার্থ) ব্যক্তিত্বহীন। মেরুদন্ডী (-ন্ডিন্) (বিশেষণ) মেরুদন্ডযুক্ত। মেরুজ্যোতি (বিশেষ্য) পৃথিবীর মেরু অঞ্চলের আকাশে যে আলোকচ্ছটা দৃষ্ট হয়; aurora। মেরুরেখা (বিশেষ্য) কোনো ঘূর্ণমান পদার্থের কেন্দ্ররেখা; axis। {(তৎসম বা সংস্কৃত) □ মি+রু}
- Bengali Word মেল ১ English definition [মেল্] (বিশেষ্য) ডাক। ২ যাত্রী ও ডাকবাহী গাড়ি। {(ইংরেজি) mail}
- Bengali Word মেল ২ English definition [মেল্] (বিশেষ্য) ১ মিলন; সামঞ্জস্য। ২ জনতা; উৎসবাদিতে জনসমাগম। ৩ বিবাহাদিতে কূলগত মিল। মেলক (বিশেষ্য) ১ সঙ্গ; সহবাস। ২ সমূহ। □ (বিশেষণ) মিলনকামী। {(তৎসম বা সংস্কৃত) □ মিল্+অ(ঘঞ্)}
- Bengali Word মেলন English definition [মেলন্] (বিশেষ্য) ১ মিলন। ২ অনেক লোকের বিশেষ উদ্দেশ্যে একত্র উপস্থিতি; সভা প্রভৃতিতে অনেক লোকের উপস্থিতি। {(তৎসম বা সংস্কৃত) □ মিল্+অন(ল্যুট্)}
- Bengali Word মেলবন্ধন English definition [মেল্বন্ধোন্] (বিশেষ্য) ১ কৌলীন্য অর্জন। ২ কৃত্রিম জাত্যভিমান (চেকভের লেখায় সাহিত্যের মেলবন্ধনে জাতিচ্যুতি দোষ ঘটেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) মেল+বন্ধন}