ম পৃষ্ঠা ৭৭
- Bengali Word মেড়ুয়া, মেড়ুয়াবাদী English definition ⇒ মেড়ো
- Bengali Word মেড়ো, মেড়ুয়া, মেড়ুয়াবাদী English definition [মেড়ো, মেড়ুয়া, মেড়ুয়াবাদী] (বিশেষ্য) মাড়োয়ারি; হিন্দুস্থানি। {মাড়োয়ারি>}
- Bengali Word মেয় English definition [মেয়ো] (বিশেষণ) পরিমাণযোগ্য; পরিমেয়; অনুমানের উপযুক্ত; জ্ঞানের যোগ্য (মুষ্টিমেয়)। {(তৎসম বা সংস্কৃত) □ মা+য(যৎ)}
- Bengali Word মেয়াদ, মেয়াদি English definition ⇒ মিয়াদ
- Bengali Word মেয়ে English definition [মেয়ে] (বিশেষ্য) ১ কন্যা। ২ বালিকা। ৩ নারী; স্ত্রীলোক (মেয়েমানুষ)। মেয়েলি, মেয়েলী (বিশেষণ) নারীসুল।; নারী জাতির পক্ষে যা স্বাভাবিক (মেয়েলি স্বভাব)। মেয়েলিপনা (বিশেষ্য) নারীসুলভ আচরণ; স্ত্রীলোকের পক্ষে স্বাবাবিক হাবভাব (এসব ব্যাপারে মেয়েলিপনা চলে না)। {(তৎসম বা সংস্কৃত) মাতৃকা>}
- Bengali Word মে’মান English definition ⇒ মেহমান
- Bengali Word মৈ English definition ⇒ মই
- Bengali Word মৈত্র English definition [মোইত্ত্রো] (বিশেষণ) বন্ধু সম্পর্কিত। □ (বিশেষ্য) হিন্দু ব্রাহ্মণের পদবি বিশেষ। মৈত্রী (বিশেষ্য) ১ বন্ধুতা; মিত্রতা; সৌহার্দ্য; সখ্য। ২ সন্ধি। মৈত্রেয় (বিশেষ্য) ১ বুদ্ধদেব। ২ একজন প্রাচীন ঋষির নাম। ৩ ব্রাহ্মণের পদবিবিশেষ। □ (বিশেষণ) মিত্র সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) মিত্র+অ(অণ্)}
- Bengali Word মৈথিল English definition [মোইথিল্] (বিশেষণ) ১ মিথিলা দেশীয়; মিথিলার অধিবাসী (মৈথিল কবি বিদ্যাপতি)। মৈথিলী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ মিথিলার রাজকন্যা সীতা। ২ ভাষাবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) মিথিলা+অ(অণ্)}
- Bengali Word মৈথুন English definition [মোইথুন্] (বিশেষ্য) রতিক্রিয়া; স্ত্রী- পুরুষের যৌন সংসর্গ। {(তৎসম বা সংস্কৃত) মিথুন্+অ(অণ্)}
- Bengali Word মৈনাক English definition [মোইনাক্] (বিশেষ্য) হিমালয় ও মেনকার পুত্র নামে খ্যাত একটি পৌরণিক পর্বত। {(তৎসম বা সংস্কৃত) মেনকা+অ(অণ্)}
- Bengali Word মৈলান (মধ্যযুগীয় বাংলা) English definition [মোইলান্] (বিশেষণ) মলিন (কপালের সিন্দূর মৈলান-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত) ম্লান>}
- Bengali Word মোকদ্দমা English definition ⇒ মকদ্দমা
- Bengali Word মোকরররি, মোকরারি, মুকরারি, মকররি English definition [মোকর্রোরি, মোক্রারি, মুক্রারি, মক্রোরি] (বিশেষণ) নির্দিষ্ট খাজনার বিনিময়ে দখলীকৃত জমি (কি একটা দলিল কি রদ বদল করে ‘ক’ আনি জমি সে মোকরারি করে দিল-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(আরবি) মুকররর}
- Bengali Word মোকাবিলা, মোকাবেলা, মুকাবিলা English definition [মোকাবিল, মোকাবেলা, মুকাবিলা] (বিশেষ্য) ১ সামনাসামনি বুঝাপরা; মীমায়সা; নিষ্পত্তি (সর্বসমক্ষে মোকাবেলা হবে সেখানে-মনোজ বসু; প্রতিকূল অবস্থার মোকাবেলা-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। ২ বিরুদ্ধাচারণ। ৩ হঠকারিতা। {(আরবি) মকাবিলাহ}
- Bengali Word মোকাম English definition [মোকাম্] (বিশেষ্য) ১ আবাস; বাসস্থান (সৈয়দ মোকামে আসি সে উত্তরিলা- ঘনরাম চক্রবর্তী)। ২ আস্তানা; আড্ডা। ৩ বাণিজ্যস্থান; বিপণিকেন্দ্র (ক্রয়- বিক্রয়ের উহা ছিল শ্রেষ্ঠ মোকাম-মোহাম্মদ বরকতুল্লাহ)। {(আরবি) মাকাম}
- Bengali Word মোকুব English definition ⇒ মকুব
- Bengali Word মোক্তা (-ক্ত্) English definition [মোক্তা] (বিশেষণ) মোচনকর্তা; মুক্তিদাতা; পরিত্রাতা। {(তৎসম বা সংস্কৃত) □ মুচ্+তৃ(তৃচ্)}
- Bengali Word মোক্তার English definition [মোক্তার্] (বিশেষ্য) ১ একশ্রেণির আইনজীবী। ২ মকদ্দমাদি চালানোর জন্য নিযুক্ত প্রতিনিধি (মোক্তার মহলে কানাঘুষা হতে আরম্ভ হল-মীর মশাররফ হোসেন)। মোক্তারনামা (বিশেষ্য) মোকদ্দমা পরিচালনার জন্য ক্ষমতাদানের দলিল; মোক্তার নিয়োগপত্র; power of attorney। মোক্তারি (বিশেষ্য) মোক্তারের কাজ বা বৃত্তি। {(আরবি) মুখ্তার}
- Bengali Word মোক্ষ English definition [মোক্খো] (বিশেষ্য) ১ সংসারবন্ধন থেকে মুক্তি। ২ কৈবল্য; নির্মাণ। ৩ নিষ্কৃতি; মুক্তি। ৪ মৃত্যু। মোক্ষণ (বিশেষ্য) ১ মুক্তি; মোচন; উদ্ধারলাভ। নিঃসারণ; ক্ষরণ (রক্তমোক্ষণ)। মোক্ষদ, মোক্ষদায়ক (বিশেষণ) ১ মুক্তিদাতা; পরিত্রাণকর্তা। মোক্ষদা, মোক্ষদায়িনী (বিশেষ্য) ১ দুর্গা দেবী। ২ মুক্তিদানকারিণী। মোক্ষধাম (বিশেষ্য) মুক্তির স্থান; দুঃখ মোচনের স্থান। মোক্ষপদ (বিশেষ্য) মুক্ত অবস্থা। মোক্ষলাভ (বিশেষ্য) মুক্তি লাভ (মোক্ষলাভের উপায়)। {(তৎসম বা সংস্কৃত) □ মোক্ষ্+অ(ঘঞ্)}